
আঙুলের ফাঁক গলে
ছিনিমিনি জীবনের তাড়িয়ে দেয়া সময়ের সার সংক্ষেপগুলো
পায়ের ছায়া-ছাপ খোঁজে, শুকনো পাতা মাড়ানোর শব্দ এড়িয়ে,
ধরা-ছোঁয়ার কাছ-দূরত্বে দাঁড়িয়ে উঁকিঝুঁকি দেয়;
নিয়মে গড়া নিয়ম মেনে/ভেঙ্গে নিজেকে নিজের
নৃতত্ত্বের কথা বলতে চায়, টুঁটি-চাপা খুশি খুশি ভাব বিহ্বলে,
এমন আলোকিত/আলোচিত বক্তৃতা মঞ্চ মন্দ নয় মোটেই;
এলাম (ঝেরে-কেশে) ব্যাকুল-ব্যস্ত অন্তরের পাহাড়ি মেয়ের মত
কথার ঝাঁপি খুলে/খুঁজে ভান ভণিতার মাথা খুঁড়ে ছুঁড়ে দিলাম
গুচ্ছ গুচ্ছ কথা মালা, উঁচু-নিচু স্বরে।
অচলতা অলসতার আঁচলটা সে তো যেমন-তেমন ই, আছে-থাকে,
সারিবদ্ধতায় স্থির, বৈকালিক সুখ-সুখ দুঃখে।
ছবি ও গান নেটের।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় এক অনুভূতির ছোঁয়া প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
বন্যা লিপি
আবার পড়ব…..তারপর ভাববো, তারও পর…. কি বুঝলাম,,,, লিখব…..
ছাইরাছ হেলাল
আমাদের খুব ভুলো মন না হলেই আমরা বাঁচি।
অপেক্ষা রাখলাম, ধন্যবাদ।
বন্যা লিপি
শীর্ণ নদীটার ওপরে ভাঙা সেতু দিয়ে পার হয়ে গেছে রোগাক্রান্ত সব সময়। আলোর ভার নিয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোষ্টের নীচে অজস্র পোকাদের পুড়ে মরতে দেখেছি বহুদিন।
ভুলেদের কাছে জমা পড়েছে সব….. মনের আর দোষ কি দেব বলেন?
ছাইরাছ হেলাল
ফাঁক গলে পড়ে যাওয়া সময়গুলো চাইলেও এড়িয়ে যাওয়া যায় না, হয় ও না।
ধন্যবাদ, মন্তব্য সুন্দর হয়েছে।
হালিমা আক্তার
সময়কে তাড়িয়ে দিলেও বর্তমানের দরজায় কড়া নাড়ে। জীবন জীবনের মতো করে চলতে থাকে। জানিনা কি বুঝলাম।
ছাইরাছ হেলাল
জীবন বয়ে চলে নিজ নিয়মে, আপনি সব সময়-ই ঠিক-ঠাক বুঝে ফেলেন।
ভাল থাকবেন অবশ্যই।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভূতির ব্যক্ততা।
সময়ের ধারা অন্তরকে ব্যাকুল করে
অথচ সময় আপন আলয়ে চিরস্থির আপন মহিমায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
সময় সময়ের কাছেই থাকে।
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
যেভাবেই সময় যাকনা, বর্তমান নিয়েই চলি ভাই। বেশি ভাবতে পারিনা। মনের অলসতা আজ বড্ড ঝেকে বসেছে মনের উপর দখল দারিত্ব নিয়ে। কি বুঝলাম জানিনা। ধুর নষ্টা ঘেলু দূর হ।
ছাইরাছ হেলাল
যা বুঝতে পেরেছেন তাই তো অনেক সুন্দর।
ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
জমে থাকা শব্দ গুলো এক সময় এভাবেই ছুটে/ফুঁড়ে বেরিয়ে আসে, জ্বড়-পাহাড়ের সাধ্যি কী রুখবে! মেয়ের উপমা ভাল্লাগছে।
গান কিন্তু লেখার সাথে মিল খায় নাই। এখানে গান হতো অন্যরকম, অথবা গানের সাথে লেখা যেত ভিন্ন কিছু।
ছাইরাছ হেলাল
কিছু শব্দ আমাদের জড়িয়ে রাখে, মাড়িয়ে ও যায়, তবুও শব্দেরা বেঁচে থাকে নিজ মহিমায়।
ধন্যবাদ।
দালান জাহান
অনাশ্রিত জীবন তবুও আশ্রয় খোঁজে। উঠে দ্বারায় বিহ্বল
ছাইরাছ হেলাল
আশ্রয় আমাদের চাই-ই। সময়ের ফাঁকফোকড় দিয়ে হলেও।
ভাল থাকুন।