
নীড় খুঁজে ফেরা তারাদের দল
সহসা-ই কী যেন দেখতে পায়,
নীলের সীমানায় শাদা-রোদ্দুরে;
দেশান্তরি হওয়ার কথা কত্ত ভেবেছিল;
কষ্টগুলো ভাগাভাগি ভাঙাভাঙি না করতে পেরে
প্রত্যাহত দৃষ্টি, রেগে কাই হয়ে শিশি-ভাঙতে চেয়েছিল সজোড়ে,
অকস্মাৎ থেমে যায় কান্না-হৃদয়
বীণার ঝঙ্কারে, পাহাড়ি ফুলের গন্ধে;
কেউ একজন দাঁড়িয়ে আছে রজনীগন্ধা হাতে!
জিজ্ঞেস করি না
কী চাও? কিছু কি বলবে? নূতন করে?
ফাঁকা বুলির কাব্য-কথা হলেও!
ছবি… নেট থেকে।
২২টি মন্তব্য
নৃ মাসুদ রানা
দেশান্তরী হওয়ার কথা কত্ত ভেবেছিল
ছাইরাছ হেলাল
মাঝে মাঝে এমন ভাবনা আসে বৈকি, লেখায়।
মাহবুবুল আলম
পড়ে ভাল লাগলো! শুভ কামনা সব সময়!!!
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য, শুভকামনা আপনার জন্য ও।
নিতাই বাবু
প্রিয় আর অপ্রিয় জনদের কাছ থেকে সবসময়ই ফাঁকা বুলিই শুনে আসছি, দাদা। আপনার কবিতায় তা-ই স্মরণ করিয়ে দিচ্ছে।
ছাইরাছ হেলাল
আমাদের জীবন ফাঁকি ঝুঁকির উপর ই দাঁড়িয়ে আছে,
ইচ্ছায় বা অনিচ্ছায়।
তৌহিদ
আশা আছে বলেই বেঁচে আছি। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাই নতুন ভোরের আশায়। মিছেমিছি আশা হলেও অনেক সময় মনে সান্ত্বনা আসে কিন্তু মহারাজ ☺
ছাইরাছ হেলাল
চরমতম নিরাশার মাঝেও আমরা আশায় জীবন বাঁধি।
এভাবেই আমারা বেঁচে থাকি। এটি সান্তনা। ভাই।
সুরাইয়া পারভিন
মিছে আশায় তবুও তো বেঁচে থাকা যায়। ভালো থাকা না গেলেও খুব খারাপ থাকা যায় না কিন্তু।
চমৎকার লিখেছেন
ছাইরাছ হেলাল
আরে আপনি তো সহজে কঠিন কথা বলে ফেলেছেন।
আশা আছে বলেই আমরা নিরাশায় দিন কাটাতে পারি।
শাহরিন
মায়ার টানে সব ছেড়েছুড়ে পালানো যায় না। মাঝে মাঝে অবজ্ঞার মাঝেও পরে থাকতে হয় না করা প্রতিজ্ঞার জন্য। নিজের ক্যামেরার কি সমস্যা?
ছাইরাছ হেলাল
চাইলেই ছাড়াছাড়ি করা যায় না, ছাড়াছাড়ি করা হয় না।
হুম, না -প্রতিজ্ঞা নিয়েও আমাদের বেঁচে থাকতে হয়।
অনেক দিন পর যেন দেখালাম, লেখারা কেমন আছে!
ধুর! এত্ত আউল-ফাউল লেখা আনুযায়ী ছবি কৈ পামু!
নুর হোসেন
অভিমানের শিশিটা ভেঙ্গে দাও.
ভালবাসারটা রেখে দাও অমৃত ভর্তি মহামূল্যবান কৌটোর ন্যায়।
চমৎকার কাব্য!
ছাইরাছ হেলাল
শিশি ভাঙা রাগ উঠলে থামানো কিন্তু কঠিন।
এমন কৌটায় পুরতে পারলে তো ভালই হয়, কিন্তু তা কৈ পাই।
ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় মালাকার
পড়ে ভালো লাগলো দাদা, বিজয়ের সোনালী শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
দেশান্তরি সে দূর অনেক দূর
হৃদয় ভেংগে যাওয়া সুর
মনের অভ্যান্তর ক্ষত হই দূর
তবুপ হই হই না দূর।
তাও আশা কেউ রজনীগন্ধা হাতে চেয়ে আছে……………।
ছাইরাছ হেলাল
আসলে আশাই জীবন, আমরা আশা নিয়েই বেঁচে থাকার স্বপ্ন দেখি।
এস.জেড বাবু
সবাই কি আর ফাঁকা বুলি আউড়ায় !
শুনতে চাইলে না জানি কি কইতো। হতভাগ্য পাঠক তা আর জানতে পারল কই।
সুন্দর হয়েছে।
ছবিটাও বেশ।
ছাইরাছ হেলাল
বুলি ফাঁকাই হয়,
লিখিয়ে ত পাঠকের জন্যই লেখে, কত কিছু তার জানার বাইরেই থেকে যায়।
সুন্দর হয়েছে কথাটি সুন্দরের মতই সুন্দর।
মনির হোসেন মমি
ইচ্ছে করলেই জীবন রঙ্গ সাঙ্গ করা যায় না-পিছু টান পিছু আশা থেকেই যায়। সুন্দর কবিতা।
ছাইরাছ হেলাল
এই পিছু টানের জন্যই আমরা বেঁচে থাকি, বেঁচে যাই।
বহুকাল পরে বললেন, ‘সুন্দর কবিতা’!!!!!