
ক্ষতিপূরণ হয়ে পাতারা ফের
এসেছে ফিরে, জানলার ওপাড়ে/ওপাশে,
অরক্ষিত/অদীক্ষিত পরিসরে মিশে আছে
খানিকটা দ্বিধায়, শিশির-স্নানের সমান্তরাল
রশ্মি গায়ে লেপ্টে;
ওঠো, উঠে তাকাও, জানালা ছুঁয়ে,
দ্যাখো পাতাদের প্লাবন ভূমি, অপেক্ষার
উঠি উঠি সকাল, স্নায়ুর প্রান্তিকে উচ্চকিত হৃদ-ধ্বনি
কমনীয় অমরতায় স্থির দাঁড়িয়ে আছে,
কুয়াশা গুটিয়ে অবিকল সুবাতাস বসন্ত পরম্পরায়
ছলকে দেবে;
আরবার যদি দেখা পাই অলোকসুন্দর অরুণাভে,
লিখে নেব/দেব সামান্য একটি গীতিকবিতায়
দুরূহ-দূরাভ সংকেতে, প্রত্যাবৃত্তের কাহিনী
নন্দিত বন্ধকি হৃদয়ে।
স্বাধীন নিসর্গ-নির্বাসনের আড়াল নিয়ে
আজ এতটা গরিমা না দেখালেও পারতে,
মুষ্টিমেয় অন্যমনস্কতার ভাব নিয়ে।
৩২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ফিরে আসুক পাতারা আবার,
নির্বাসন ভালো না।
ছাইরাছ হেলাল
আচ্ছা! নির্বাসন কে না বলি।
সুপর্ণা ফাল্গুনী
হুম পাতারা ফিরে আসবেই। বসন্তের নায়ে ফুলে ফুলে ভরে উঠবে তখন। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
পাতারা ফিরে ফিরে আসে কিন্তু অন্য পক্ষ যে স্বাধীন নিসর্গ-নির্বাসনের আড়াল নিয়ে আছে!
আপনার জন্য ও শুভ কামনা
সুরাইয়া পারভীন
অবশেষে বুঝলাম কঠিন শব্দ প্রয়োগে কমেন্টের মানে।
শিশির-স্নানের সমান্তরাল রশ্মি কী করে করবে যে ক্ষতি পূরণ!!
দাঁত ভাঙ্গা শব্দ চয়ন। বাপরে বাপ!
ছাইরাছ হেলাল
আসলে ঐ মন্তব্য আলাদা ভাবে তাৎক্ষণিক করা।
এই লেখার সময় কি মনে করে যেন জুড়ে দিলাম।
আমি তো আপনার/আপনাদের লেখা পরেই অনেক কিছু শিখি।
ভাল থেকে বেশি বেশি লিখুন।
ইসিয়াক
অসাধারণ কাব্য কথা।
খুব ভালো লাগলো ।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভ কামনা।
ফয়জুল মহী
দারুণ , অনন্য লিখনী । শুভেচ্ছা সতত ।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
পাতারা আসুক ফিরে।
কবি ভাইয়ের হৃদয় জুড়ে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
পাতারা তো ফিরে ফিরেই আসে, আসবেও।
ভাল থাকবেন আপনি।
ত্রিস্তান
কে যায়, কে যে সুদূরে হারায় –
সুশান্ত সমীরণে ঝড় তুলে হায়,
সুখ কি গো বীরভূমে, ময়ূরাক্ষী বুকে
কালানল জ্বলুক তব বুকের চিতায় ।।
ছাইরাছ হেলাল
বুকের চিতার এই যে কালানল
জ্বলে আছে নিরবধি
পাতাদের পোড়া হৃদয়ে
আর কী আছে বাকী!
সাবিনা ইয়াসমিন
★আরবার যদি দেখা পাই অলোকসুন্দর অরুণাভে,
লিখে নেব/দেব সামান্য একটি গীতিকবিতায়
দুরূহ-দূরাভ সংকেতে, প্রত্যাবৃত্তের কাহিনী
নন্দিত বন্ধকি হৃদয়ে।
★★ বন্দকি হৃদয়!!
★স্বাধীন নিসর্গ-নির্বাসনের আড়াল নিয়ে
আজ এতটা গরিমা না দেখালেও পারতে,
মুষ্টিমেয় অন্যমনস্কতার ভাব নিয়ে।
★★ ছ্যাঁকা-পোড়ার ছাপ 🙂
হাহাহা, সব আপনিই লিখছেন মহারাজ!!
ছাইরাছ হেলাল
হা হা হা!
আগের লেখা না পড়লে তো এমন ই হবে!
এই লেখায় সব ই পাতার/পাতাদের অভিব্যক্তি। জানালায় এসে কথা বলতেছে, ডাকাডাকি করতেছে।
সাড়া না পেয়ে ভবিষ্যতে আবার দেখা হওয়ার আশা রাখছে, শেষে অভিমানের কথা জানাচ্ছে, গাল পেড়ে!
পাতার/পাতাদের পোড়ার গন্ধ অবশ্যই আমরা পাচ্ছি!
সঞ্জয় মালাকার
ফিরে আসুক পাতারা নতুন আলোয়।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
নুরহোসেন
ওঠো, উঠে তাকাও, জানালা ছুঁয়ে,
দ্যাখো পাতাদের প্লাবন ভূমি, অপেক্ষার
উঠি উঠি সকাল, স্নায়ুর প্রান্তিকে উচ্চকিত হৃদ-ধ্বনি
কমনীয় অমরতায় স্থির দাঁড়িয়ে আছে,
কুয়াশা গুটিয়ে অবিকল সুবাতাস বসন্ত পরম্পরায়
ছলকে দেবে
-চমৎকার লিখেছেন, ভাল লাগলো।
ছাইরাছ হেলাল
হুম!
অনেক দিন পর আপনাকে দেখলাম!
ভাল থাকুন আপনি।
রেহানা বীথি
যা কিছু ক্ষতি, ঢেকে যাক সবুজ পত্রে । বিবর্ণ হাওয়ারা দিগভ্রান্ত হয়ে সরে যাক দূরে। রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠুক সব।
ছাইরাছ হেলাল
আমরা তো সবুজে চোখ রেখে/মেলেই বাঁচতে চাই, বেঁচেও থাকি।
ভাল থাকবেন আপনি।
মোঃ মজিবর রহমান
পাতার ফিরে আসুক বাতাসে নড়ুক
দিক উৎফুল্ল ঝির ঝির কায়মন সতেজ বাড়াক।
ভুলে যায় নির্বাসন গড়ে তুলি সুআবাসন ।
ছাইরাছ হেলাল
আপনি নাই!
তাই কিছুই ফিরে আসে না!
কৈ কৈ থাকেন?
মোঃ মজিবর রহমান
আমি আছি, য়ামি থাকব
নড়িব উড়িব খেলিব
সোনেলার তরে থাকিব
কিন্তু সময় ও মনের অভাব।
ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
সব অভাব কেটে যাবে
ফিরে আসবে কঠিন ভাব!
আপনিও ভাল থাকবেন।
নিতাই বাবু
ঠিক সময়মত পাতারা আবার ফিরে আসুক, প্রকৃতি ভরে উঠুক পাতায় পাতায়। কবির কবিতা লেখা হোক লেখনীর খাতায়।
ছাইরাছ হেলাল
আসুক আসুক পাতারা নিজ মনে নিজের ভুবনে
অপেক্ষার প্রহর শেষে, এ কামনা সবার মত আমার ও।
কামাল উদ্দিন
ইট কাঠের প্লাবনে পাতারা আজ নিঃস
ছাইরাছ হেলাল
একদম ঠিক বলেছেন, নাগরিক বর্জে পাতারা আজ ক্লান্ত অবসন্ন।
ভালই বলেন আপনি।
আরজু মুক্তা
আমরাও উজ্জীবিত হই। নতুন পাতা দেখে।
ছাইরাছ হেলাল
পাতার পেলব সবুজতা আমাদের বাঁচার স্বপ্ন দেখায়।
ভাল থাকুন।