মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি স্থানের নাম পাছারছেনি। LRT তে লাইন এর শেষ স্টপেজ এ যাবার সময় হঠাৎ ঘোষনা ‘ পরবর্তী স্টপেজ পাছারছেনি’। নামটা বাংলা শব্দের সমম্বয়ে হওয়ায় ফেরার সময়ে এই নামাকরণ কিভাবে হল তা উদঘাটনের ইচ্ছে মনে পোষন করলাম।
ব্যাপক অনুসন্ধানের পরে এই নামকরণ সম্পর্কে ২ টি ব্যাখ্যা পাওয়া যায়।
** এক:
বহু যুগ পূর্বে এই এলাকায় বাংলাদেশ থেকে কুদ্দুস নামে একজন এসে বসবাস শুরু করেন। কাজ কর্মে সুবিধা করতে না পেরে তিনি বহু দূরের এক কামারের কাছ থেকে মাংস কাটার ছেনি এনে বিক্রি করতেন। দোকানের সামনে একটি শক্ত কাগজে লাল রঙ এর অক্ষরে লিখে রাখেন ” এখানে পাছার গোস্ত কাটার ছেনি বিক্রি করা হয় ”। ক্রেতারা সংক্ষেপে জিজ্ঞেস করতেন – ‘ ভাল পাছার ছেনি আছে নাকি কুদ্দুস ভাই?’
এভাবে ধীরে ধীরে স্থানটির নামই হয়ে গেলো পাছারছেনি।
# এই নামকরণে ভ্যাজাল আছে বলে মনে হয় আমার কাছে। কারণ একটি ছেনি দিয়ে কেবল গরু ছাগলের পাছার মাংস কেন কাটা হবে? রান, থান, গলা, বুক এর মাংস কি কাটতে কি আলাদা আলাদা ছেনি ব্যবহার করা লাগবে?
** দুই:
এই এলাকায় কুদ্দুস পদার্পন করার কিছুদিন পরেই জরিনা নামে এক সুন্দরী কন্যার আবির্ভাব। জরিনার বাবাও বাংলাদেশ থেকে এসেছিল। এরপরে একবছরের মধ্যে কয়েক হাজার বাংগালি এলাকায় বসবাস করা শুরু করে।
সুন্দরী জরিনার প্রেমে পড়ে কুদ্দুস। জরিনাও এক সময় প্রেমে পড়ে যায় কুদ্দুসের। ডেটিং ফেটিং করে দিনকাল ভালই যাচ্ছিল কুদ্দুস জরিনার। পাড়া মহল্লার সবাই ওদের এই প্রেমকে মেনেই নিয়েছিল। কুদ্দুস এবং জরিনার পরিবারের মধ্যে কথাবার্তাও চুড়ান্ত বিবাহের। হঠাৎ এলাকায় এলো ঝকমকে ইস্মার্ট এক পোলা। জরিনারে দেখে প্রথম দিনেই ‘ তোরে পুতুলের মত করে সাজিয়ে….. ‘ গানটি শুনিয়ে দেয়। কি না কি দেখে জরিনাও মজে যায় ইস্মার্ট পোলায়। ‘ তোমারে বিয়া করুম না, তুমি ইস্মার্ট না’ জানিয়ে দেয় কুদ্দুসরে জরিনা। এই কথা শুনে কুদ্দুসের মনে ভুমিকম্প হয়। জরিনা কিছু বোঝার আগেই জরিনার পা ধরে বসে পরে কুদ্দুস। ‘ তোমারে ছাড়া আমি বাচুমনা জানু মানু ‘ এসব জান টান বলে আর হাউ মাউ করে কাঁদে। একদিন যায় দুইদিন যায়, পা ছারেনা কুদ্দুস। সবাই জেনে যায় ঘটনা। তিরস্কার করে জরিনাকে। পা ছেরে দিলেই বুঝবে সবাই যে জরিনা কুদ্দুছরে বিবাহ করতে রাজি হয়েছে। লোকজন একে অন্যকে জিজ্ঞেস করতে থাকে, ‘ হ্যা ভাই, কুদ্দুস পা ছারছে নি? ‘ কয়েকদিন এভাবে ‘ পা ছারছে নি ‘ প্রশ্নটা এতই উচ্চারিত হতে থাকে যে এটি এক সময় পরবর্তীতে হাসি ঠাট্টায়ও চলে আসে। পরবর্তীতে এই শব্দ তিনটি এক হয়ে ‘ পাছারছেনি’ হয়ে যায়।
# কুদ্দুস আর জরিনার শেষ পর্যন্ত বিয়ে কি হয়েছিল? আপনারা কি জানেন ‘ পা ছারছে নি ‘?
৩৭টি মন্তব্য
মিষ্টি জিন
কি পাইছেন টা কি আপনে? হাসাই তে হাসাইতে মানুষ মেরে ফেলবেন নাকি? আমার তিনি বিধবা হলে কিন্তু আপনি দায়ী থাকবেন। :D) :D) :D) :D) :D) :D) ওমা পাছার ছেনি :D) :D) :D) আর কি তার ইতিহাস।
মানে ভাষায় পাছার অর্থ মার্কেট আর ছেনিটা ঠিক কি বুঁঝতে পারছিনা।..
এঁখন হাইসা লই পরে মন্তব্য দিমু নে
জিসান শা ইকরাম
এই ইতিহাস সম্প্রতি উদঘাটিত হয়েছে,
হাসুন বেশি বেশি।
অনিকেত নন্দিনী
তৃতীয় ব্যাখ্যা কই? ওইটাও পড়তে পারলে বুঝতাম সবচেয়ে গ্রহণযোগ্য কোন ব্যাখ্যাটা। ;?
অনিকেত নন্দিনী
পোস্টের নিচে মন্তব্য টাইপ করা যাচ্ছেনা। অন্য জায়গায় লিখে কপি করে এনে দিতে হচ্ছে।
জিসান শা ইকরাম
এটি সোনেলার সমস্যা নয়। অপেরামিনি, গুগল ক্রোমি, ডলফিন ব্রাউজারে বাংলা লেখায় সমস্যা হচ্ছে অনলাইনে।
তা ফেসবুক বা যে কোন সাইটেই হোকনা কেন। আপনি UC ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন।
জিসান শা ইকরাম
তৃতীয় ব্যাখ্যা পাঠকরা নিজেদের মত করে দিক, এটি চাচ্ছিলাম আমি,
তা যখন কেউই দিলেন না, তখন পোষ্ট সংশোধন করে ২ করে দিয়েছি।
এর মধ্য থেকেই বেঁছে নিতে হবে।
নিহারীকা জান্নাত
আসল ব্যাখ্যাটা এবার বলুন।
জিসান শা ইকরাম
এই দুটো নকল নাকি? 🙂
নকলের ভীড়ে আসল যায় হাড়িয়ে।
নিহারীকা জান্নাত
ঠিক ঠিক।
ইঞ্জা
:D)
ব্যাপক মজা পাইলাম ভাইজান আর পা ছাড়ছেনিটা আমার মনে হচ্ছে আসল ঘটনা। :D)
জিসান শা ইকরাম
আমারও তাই মনে হয় ভাইজান 🙂
ইঞ্জা
:D)
ছাইরাছ হেলাল
নামের সুলুক-সন্ধান ভাল হলেও পাঠককে ফাঁকি দিতে পারা কঠিন বৈকি!!
জিসান শা ইকরাম
হা হা হা হা , তা ঠিক।
আবু খায়ের আনিছ
পা ছাড়ুক আর নাই ছাড়ুক ইতিহাস করে দিয়ে গিয়েছে এই পা ধরা। হা হা হা
জিসান শা ইকরাম
মালয়েশিয়ায় থাকে এমন কয়েকজনকে পাঠিয়েছি এই পোষ্ট,
‘ দেখে বলতেছে আমরা তো কিছুই জানিনা, ধন্যবাদ ‘
হা হা হা হা
আবু খায়ের আনিছ
হাতির পুল, কলাবাগান, হাতির ঝিলের ইতিহাস যেমন অনেকেই জানে না, তেমনটাই হয়েছে তাদের ক্ষেত্রেও।
জিসান শা ইকরাম
হ্যাঁ, তেমনই হয়েছে।
মোঃ মজিবর রহমান
পড়াম আবার হাসি পরে কমেন্ট।
জিসান শা ইকরাম
হাসি কি থেমেছে ?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মালেশিয়ায় অসংখ্য বাঙ্গালীর বসবাস তা জানি কিন্তু পাছার ছেনি স্থানের নামটি প্রথম জানলাম অবশ্য সেখানে বাংলাদেশীদের আধিপত্ব বেশী হওয়ায় এর নাম করন হওয়াটা স্বাভাবিক।ভ্রমন জ্ঞানকে করে প্রসার।শুভ হউক আপনার প্রতিটি ভ্রমন। -{@
জিসান শা ইকরাম
মন্তব্যের জন্য ধন্যবাদ মনির ভাই,
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
পা ছাড়ছে কিনা এইটা জানতে হলে এখন তো মালয়েশিয়া যেতে হবে আমার।
জরিনা কুদ্দুসের গল্প খুঁজতেই বুঝি মালয়েশিয়া যাওয়া?
বাই দ্যা ওয়ে, সবাই দেখি জরিনার পেছনে লেগেছে। গভীর যোগসূত্রের গন্ধ পাচ্ছি ;?
নীলাঞ্জনা নীলা
ওই তিলোত্তমা লেখা কই তোমার? শুধু দেখি মন্তব্যই করো?
তাড়াতাড়ি লেখা দাও সোনামনি, কুটুকুটু ওলে। আদর করে বললাম। -{@ (3
যদি না শোনো তাহলে কিন্ত খবর আছে। :@
শুন্য শুন্যালয়
লেখালেখি সে আবার কী জিনিস? অইসব আহ্লাদী, কুটুমুটূ ছেড়ে যদি একটা লেখাও লিখে দিতে, তাহলে নাহয় বুঝতাম! 🙁
নীলাঞ্জনা নীলা
আমি লিখে দেবো? তাও তোমার হয়!!! তোমার চিন্তা-ভাবনা কি কও তো দেখি?
আমারে সোনেলার সবাই মিলে পিটাইয়া একঘরে করুক, এই কি তুমি চাও? ;( ;(
হায়রে আমি কত্তো ভালোবেসে তিলোত্তমা নাম দিয়েছি, আর তুমি কিনা…!!! 🙁
নাম রেখেছি তিলোত্তমা, যখন চিনেছি
হয়তোবা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি
তিলোত্তমা দাও লেখা
নইলে আমি হবো একা
ভালোবেসে তোমার কাছে তাইতো এসেছি।। ——শ্যামল মিত্র না আমায় এসে পিডানী দেয়। আর কতো কি যে করবো তোমার জন্য গো সখী তিলোত্তমা। -{@ (3
জিসান শা ইকরাম
পা মনে হয় ছাড়েনি, ছাড়লে এখনো সবাই বলে কেন? ‘ পা ছারছে নি? ‘
জরিনা কুদ্দুসের গল্প আরো আছে ম্যাডাম, ওয়েটান একটু,
আপনার জরিনারে আমি নিয়া নিছি, আপত্তি থাকলে বইল্যেন।
যোগসূত্র তো আছেই 🙂
শুন্য শুন্যালয়
আমার জন্য যা করতাছো তা পোলাগো জন্য করলে ডজনখানেক প্রেম করতে পারতা এদ্দিনে, বুজ্জোনি? :D)
জিসান শা ইকরাম
নীলার মন্তব্যের জবাবটা আমার জবাবে চলে এসেছে, হা হা হা হা
নীলা আপনারে ভাল পায় 🙂
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
নানা এসব কিন্তু ঠিক না। এতো হাসাও তারপর যদি পেট ফাটে, তখন?
হাসতে হাসতে আমি শেষ। ও নানা আমারে রম্য লেখা শিখাও।
আমিও হাসাতে চাই। 😀
জিসান শা ইকরাম
আগে হাইস্যা ল, পেটের চিন্তা পরে।
রম্য লেখা শিখতে হলে সজুরে ধর,
আমি তো সজুর কাছে কিছুই না 🙂
নীলাঞ্জনা নীলা
দাঁড়াও ফেব্রুয়ারি দিবস শেষ হউক, রম্য শিইখ্যাই ছাড়মু।
জিসান শা ইকরাম
আচ্ছা অপেক্ষায় থাকলাম 🙂
অপার্থিব
হা হা হা … দুই নম্বরটাকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে।
জিসান শা ইকরাম
আমার কাছেও দুই নাম্বারটা গ্রহনযোগ্য মনে হয়েছে।
মৌনতা রিতু
সেদিন পড়ে হেসেছিলাম খুব। নামের কারন ও এমন হয় :D) :D)
কোনটা যে ঠিক তাই তো বুঝতেছি না।
জিসান শা ইকরাম
🙂
সব বেঠিক।