
বিনা ফুলে হয় কি মালা?
প্রেমিক ছাড়া প্রেম।
ছবি তোলা হয় না ভালো
ঠিক না হলে ফ্রেম।
দাঁত ছাড়া যায় কি হাসা?
ফোকলা দাঁতের ফাকে?
চাঁদ ছাড়া আকাশটাতে,
অমাবস্যা থাকে।
কলি ছাড়া হয়না কোন ফুল,
ফল তো দূরের কথা।
মাথা ছাড়া কিরে হবে,
বলতো মাথা ব্যথা?
সাগর ছাড়া ওঠেনা ঢেউ
আকাশ ছাড়া চাঁদ।
প্রেম পিরীতি ছাড়া জীবন,
পুরোটাই বরবাদ।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঠিক। একটা আরেকটার পরিপূরক। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো দিদিভাই্
মনির হোসেন মমি
দাঁত ছাড়া যায় কি হাসা?
ফোকলা দাঁতের ফাকে?
চাঁদ ছাড়া আকাশটাতে,
অমাবস্যা থাকে।
বাহ্ চমৎকার ছন্দ কবিতা।
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া্
ভালো থাকুন সবসময়।
হালিম নজরুল
বাহ। চমৎকার প্রয়াস ভাই।
ইসিয়াক
ভালো থাকুন সবসময়।
রেহানা বীথি
চমৎকার লিখলেন ভাই।
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো আপু্
জিসান শা ইকরাম
একটি ছাড়া অন্যটি হয়না,
একে অন্যের পরিপূরক।
ভালো লেগেছে ভাই।
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
“সাগর ছাড়া ওঠেনা ঢেউ
আকাশ ছাড়া চাঁদ।
প্রেম পিরীতি ছাড়া জীবন,
পুরোটাই বরবাদ।“
কবি ছাড়া হয়না প্রেম
এবার হলো জানা।
শুভ কামনা।
ইসিয়াক
আন্তরিক মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা।
তৌহিদ
একটি অপরটির পরিপূরক। সুন্দর লিখেছেন ভাই।
ইসিয়াক
শুভেচ্ছা রইলো ভাইয়া।
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
ইসিয়াক
ধন্যবাদ রইলো ভাইয়া্
কামাল উদ্দিন
দারুণ বলেছেন ভাই
প্রেম পিরীতি ছাড়া জীবন,
পুরোটাই বরবাদ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো কামাল ভাইয়া।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ
ইসিয়াক
আপনাকেও ধন্যবাদ কামাল ভাই্