
তার স্বভাব ভ্রমণ করা, তার শখ ভ্রমণের ছবি সংরক্ষণ রাখা, তার পছন্দের কাজ হলো প্রতিটি ভ্রমণের স্মৃতি গুলো সবার সাথে শেয়ার করা। তিনি হলেন আমাদের ব্লগের সবার অতি প্রিয় কামাল উদ্দিন ভাই। আসুন, আগে তার ব্লগ-বাড়িতে একটু ঘুরে আসি।
★★ কামাল উদ্দিন ★★
মায়ের খাতায় লিখে রাখা হিসেব বলে আমার জন্ম ১৯৭১ সালের ১লা জানুয়ারী। মাস্টাররা সার্টিফিকেটে লিখে দিয়েছে ২রা ফেব্রুয়ারী ১৯৭৬ সাল। আমি কিন্তু মায়ের লিখাটা নিয়াই আছি। নিজেকে নিয়ে বলার কিছু নাই। কাজ করতে ভালোলাগে না, পেটের জ্বালায় করি। ঘুরতে ভালোলাগে, ছবি তুলতেও ভালোবাসি। কিন্তু সংসারের যাতাকল থেকে বেড়িয়ে সখের কাজে সময় দেওয়ার সুযোগ খুবই কম। তাই সুযোগের অপেক্ষায় থাকি, আর পেয়ে গেলে পালাই ঘর ছেড়ে……………
“বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র –নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র”
নিবন্ধন করেছেনঃ ২ মাস ২০ দিন আগে
মন্তব্য করেছেনঃ ১৪৫১টি
মন্তব্য পেয়েছেনঃ ১২১৬টি
★ তার ব্লগ-বাড়িতে কেন ঘুরতে গেলাম বুঝেছেন সবাই? জ্বী,মায়ের হিসেব মতে এটা তার জন্মমাস 🙂 🙂
মন্তব্য দেয়ায় তিনি তার আন্তরিকতার নিদর্শন রাখছেন প্রতিনিয়ত। তিনি প্রাপ্ত মন্তব্যের তুলনায় দিয়েছেন বেশি। এতেই বোঝা যায় তিনি সহ ব্লগারদের লেখাগুলোকে কত বেশি মূল্যায়নে রাখেন।
শুরু করেছিলেন টেস্ট পোষ্ট দিয়ে। তারপর আর তাকে থামতে দেখিনি। এখন পর্যন্ত তার লেখাগুলোর ৯৯%ই ভ্রমণ+ছবি ব্লগ। মানে তিনি শুধু আমাদেরকে তার ভ্রমণের গল্পই শোনাননি, সাথে উল্যেখিত স্থানের ছবি দিয়ে আমাদেরকে অদেখা/ অজানা স্থানগুলোতে নিয়ে গেছেন সব পোস্টের মাধ্যমে।
তিনি ব্লগে আসা অব্দি একখানা কবিতাও লিখেছেন, আর লিখেছেন একটা গল্প 🙂
যার শখ ঘুরে বেড়ানো, যিনি লাটিমের মতো বিশ্ব ভ্রমণ করার তিব্র আকাংখা রাখেন, সোনেলা ব্লগে আজ তার পঞ্চাশতম পোষ্ট পূর্ন হলো।
শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ব্লগার কামাল উদ্দিন ভাইকে। তাড়াতাড়ি শততম পোস্ট দিয়ে আমাদের ধন্য করুন।
অজস্র শুভ কামনা লাট্টু ভাই ভাই 🌹🌹
৫৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
পঞ্চাশতম পোস্টের জন্য ব্লগার কামাল উদ্দিন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। অতি দ্রুতই পঞ্চাশ পোস্ট দিলেন তিনি।
আরো দ্রুত সেঞ্চুরী পোস্ট দিবেন এই প্রত্যাশা করি।
কামাল উদ্দিন
আপনাদের সহযোগিতা পেলে চেষ্টা করবো ভাই, ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
কামাল ভাই অবশ্যই আমাদের প্রত্যাশা পুরণ করবেন। 🙂
জিসান শা ইকরাম
আপনাকে ধন্যবাদ সাবিনা ইয়াসমিন, এত সুন্দর একটি শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ডাবল শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনাদেরও ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
দুজনকেই ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাইয়া আরো ছবি ব্লগ চাই। ভালো থাকুন, ঘুরে বেড়ান অনেক অনেক।
কামাল উদ্দিন
বেচে থাকলে চলতেই থাকবে আপু, শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুপর্ণা দিদি ❤❤
পর্তুলিকা
৫০তম পোস্টের জন্যে অভিনন্দন প্রিয় কবি।
কামাল উদ্দিন
আপনাকে গোলাপের শুভেচ্ছা আপু।
পর্তুলিকা
ধন্যবাদ প্রিয় কবি।
কামাল উদ্দিন
আমি আবার কবি হলাম কবে আপু?
সাবিনা ইয়াসমিন
হাহাহা, কবি কামাল ভাইকে অভিনন্দন!
ধন্যবাদ আপনাকে 🌹🌹
কামাল উদ্দিন
এটাকে আমার সেঞ্চুরি পোষ্ট ও বলে চলে। ওই যে খাতায় মায়ের লেখাটা, সেই হিসাবে আমার বয়স পঞ্চাশ আর সোনেলায় আমার পোষ্টও পঞ্চাশ। সুতরাং ৫০+৫০ = ১০০ বা সেঞ্চুরি 😀
বিষয়টা নিয়ে পোষ্ট দেওয়ার জন্য সাবিনা আপুকে ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
জন্মদিন এর পোস্ট দিতে চেয়েছিলাম এক তারিখেই। কিন্তু আবিষ্কার করে দেখলাম এই মাসেই আপনার ৫০ পোস্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাও আবার ৫০ এ ৫০!!
দুই শুভেচ্ছা একসাথে দেয়ার ইচ্ছেটা প্রকাশ করে দিলাম 🙂
মোঃ মজিবর রহমান
অশেষ ধপন্যবাদ প্রিয় সাবিনাকে আরও সুস্বাগতম ৫০+৫০ ছয় চারে সাজানো সুগন্ধময় ফুলের বাগান। অভিনন্দন কামাল ভাই। আপনার আর সুন্দর সুন্দর পোস্ট দিয়ে সহব্লগাদের পড়ার সুযোগ দিয়ে ধন্য করবেন।
শুভেচ্ছা অবিরত।
কামাল উদ্দিন
মজিবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এতো এতো উৎসাহ পাই বলেই আমি এগোতে সাহসী হই।
মোঃ মজিবর রহমান
শুভ কামনা করি ভাই।
সাবিনা ইয়াসমিন
অজস্র ধন্যবাদ আপনাকে মজিবর ভাইজান।
শুভ কামনা রইলো 🌹🌹
ইঞ্জা
৫০তম পোস্টের জন্য কামাল ভাইকে জানাই অভিনন্দন, নিজেও ভ্রমণ করি এবং সেই ভ্রমণ কাহিনী লিখি বিধায় কামাল ভাইয়ের লেখা আমাকে সবসময় টানে, কামাল ভাইকে এই একি কারণে ধন্যবাদ ও শুভেচ্ছা আমার পক্ষ থেকে।
@sabina আপু আপনাকেও ধন্যবাদ পোস্টটির জন্য।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, আপনারা আমার গুরুজন ও সিনিয়র ব্লগার। আপনাদের সান্নিধ্যে সত্যিই আমি ধন্য।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
সাবিনা ইয়াসমিন
আমাদের ভ্রমণের অতৃপ্ত বাসনা পুরণ করছেন তিনি।
এই জন্যে কামাল ভাইকে শুভেচ্ছা শতবার।
আপনাকেও ধন্যবাদ ইঞ্জা ভাইজান,
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
শুভেচ্ছা প্রিয় আপু
সুপায়ন বড়ুয়া
৫০তম পোস্টের জন্য কামাল ভাইকে অভিনন্দন !
ভ্রমন কাহিনী মন্দ না
জানতে পারি অনেক অজানা
অনেক অনেক শুভকামনা।
কামাল উদ্দিন
আপনার এমন ছান্দিক মন্তব্যগুলো সত্যিই আমি উপভোগ করি দাদা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুপায়ন দাদা 🙂
আপনার জন্যেও একটা শুভেচ্ছা পোস্ট দেয়ার ইচ্ছে রাখি। প্রতিদিন লেখা দিয়ে আমাকে শিগগির পোস্ট দেয়ার সুযোগ করে দিন 🙂
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
পঞ্চাশতম পোস্টে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে থাকুন, পাশে থাকুন! আমরাও আছি আপনার ভ্রমণকাহিনী-সহ নানারকম পোস্টের সাথে এবং আপনার সাথে। শুভ ব্লগিং!
কামাল উদ্দিন
আপনারা পাশে আছেন বলেই উৎসাহ পাই দাদা………শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ নিতাই দাদা 🌹🌹
রেহানা বীথি
দারুণ। অর্ধশত পোস্টের জন্য অভিনন্দন আর শুভেচ্ছা ভাই। ভালো থাকুন সবসময় ভ্রমণের সঙ্গী হয়ে, সঙ্গী করে।
কামাল উদ্দিন
অন্যব্লগে কিন্তু এমন উৎসাহ দেওয়া হয়না, নিজের ঢোল নিজেই পেটাতে হয়। এখানে সাবিনা আপু পোষ্ট দিলেন আর আপনারা সবাই আমাকে উইস করলেন সত্যিই আমি আপ্লুত আপু।
সাবিনা ইয়াসমিন
আমরা এক পরিবার না!! শুভেচ্ছা না দিয়ে ক্যামনে থাকি কামাল ভাই?
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা কামাল ভাইয়ের জন্য। পার্ফেক্ট ব্লগার।
কামাল উদ্দিন
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা অর্ণব ভাই
মাহবুবুল আলম
ধন্যবাদ সুহৃদ বলগার ভাইকে!
মাহবুবুল আলম
ব্লগার!
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন মাহবুব ভাই
ছাইরাছ হেলাল
দুজনকেই অভিনন্দন,
এমন ভাবে হৃদয়ানুকল্য নিয়ে না লিখলে লেখক কে একটু কম জানা হতো।
তিনি আমার প্রিয় লেখক। অদেখাকে দেখিয়ে আমাদের নিয়ে চলেন এক অনন্য নান্দনিক ভুবনে।
আবার বলছি, ধন্যবাদ কামাল উদ্দিন।
কামাল উদ্দিন
হেলাল ভাই, আপনি আমার গুরুজন, আপনার কাছ থেকে আমি কাকবাস হওয়ার ছবক নেওয়ার ধান্ধায় আছি 😀
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ মহারাজ।
আন্তরিকতার শিক্ষা আপনার কাছ থেকেই পেয়েছি 🙂 🙂
ইসিয়াক
পঞ্চাশতম পোস্টের জন্য ব্লগার কামাল উদ্দিন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
পঞ্চাশ-এ কামাল ভাই বিষয়টা নিয়ে পোষ্ট দেওয়ার জন্য সাবিনা আপুকে ও ধন্যবাদ সহ শুভেচ্ছা।
কামাল উদ্দিন
আমিও সাবিনা আপু এবং সকল ব্লগারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সাবিনা ইয়াসমিন
ইসিয়াক ভাই, আপনার শততম পোস্ট কিন্তু আমিই দিবো। তাড়াতারি কোর্স কম্পিলিট করুন।
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
শুভেচ্ছা সতত ।
কামাল উদ্দিন
আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা মহী ভাই।
তৌহিদ
কামালউদ্দিন ভাইকে তার জন্মদিন এবং ৫০ তম পোস্টের জন্য অনেক অভিনন্দন। তিনি ভালো থাকুন এটাই কাম্য। দ্রুত ১০০ তম পোস্ট দেখতে চাই।
সাবিনা আপু আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট দেবার জন্য।
দু’জনেই ভালো থাকবেন।
কামাল উদ্দিন
তৌহিদ ভাই, ইদানিং মনে হচ্ছে ব্লগারদের উপস্থিতি কিছুটা কমে গেছে। কারণ কিছুদিন আগেও দেখেছি যিনি সর্বোচ্চ মন্তব্যকারী তার মন্তব্য ছিল প্রায় ২০০, এখন দেখছি ১০০টা মন্তব্যকারীই সর্বোচ্চ অবস্থানে থেকে যাচ্ছে……….শুভ কামনা জানবেন।
তৌহিদ
হ্যা ভাই, ঠিক বলেছেন।
সাবিনা ইয়াসমিন
আপনিও ভালো থাকুন। নিরাপদে, আনন্দে থাকুন। শুভ কামনা রইলো তৌহিদ ভাই 🌹🌹
শান্ত চৌধুরী
নিরন্তর শুভ কামনা ……….
কামাল উদ্দিন
আপনার জন্যও তাই
মোহাম্মদ দিদার
আন্তরিক অভিনন্দন রইলো প্রিয় ভাইয়ের জন্য।
সাবিনা আপু আপনিও শুবেচ্ছার দাবীদার তাকে এভাবে উপস্থাপন করার জন্য।।
সঞ্জয় মালাকার
৫০তম পোস্টের জন্যে অভিনন্দন প্রিয় কবি।
দাদার জন্য অনেক অনেক শুভ কামনা।