
নেত্রী মোদের মুক্ত হলো
সাবাশ তুমি সরকার।
আপোষ হীনের তকমা খানি
বিলীন হলো আরেকবার।
নানান জনের নানান কথা
লাজ লজ্জার মাথা কাটা
কেউ বা বলে শুভ বুদ্ধি
আপোষ নামার চুক্তি
হরেক রকম বুদ্ধিজীবির
নানান রকম যুক্তি
কেউ বা বলে আর কিছু না
ভাইয়ের অসীম শক্তি।
কেউ বা বলে, মুক্তি দিল সরকার
মৃত্যু ভয়ে করোনার
কেউ বা বলে, ২ কোটি টাকা আত্নসাতে
কত সাজা দরকার ?
কেউ বা বলে বিচারহীনের
রায়টা প্রতিহিংসার
দশ বছরের আইনী লড়াই
প্রমাণ হীন ব্যর্থতার।
হোক না টাকা এতিমের
টাকার ছিল অনেক গুণ
ব্যাংকেই তো টাকা ছিল
বেড়ে হলো কয়েকগুন।
আইন টা নাকি অন্ধ হয়
যুক্তি তর্ক প্রমাণের
আইনি লড়াই প্রমাণ হল
টাকা হল এতিমের।
নেত্রী মোদের মুক্ত হলো
জাতীয় ঐক্য দরকার
এই লড়াইয়ে জিতবো মোরা
হার হবে করোনার।
৩০টি মন্তব্য
নীরা সাদীয়া
কি যুক্তিতে মুক্তি দিলো তা জানিনে। তবে লিখেছেন বেশ।
সুপায়ন বড়ুয়া
ভাইয়ের আবেদনে , মানবিক কারনে
শর্তযুক্ত ৬ মাসের জন্য সাজা স্থগিত
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমি রাজনীতি না বোঝা মানুষ।
দেশে শান্তি ফিরে আসুক এটি-ই কামনা করি।
সুপায়ন বড়ুয়া
রাজনীতি না বুঝলেও কেউ কাজনীতি থেকে মুক্ত নই ভাইজান।
এই যে চট্টগ্রামের ডাক্তার মানুষ মরার গুজব রটালো
মানুষের মনোবল ভেঙে দেয়ার জন্য।
শান্তিতো আপেক্ষিক। করোনা মুক্ত হোক এই কামনা
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
কারন যেটাই হোক সরকার মুক্তি দিয়ে নমনীয়তা আর মানবিকতার পরিচয় কিছুটা হলেও দিতে পারলো। আবারো সুন্দর একটি কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
মানবিকতার হোক জয়
করোনার হোক ক্ষয়।
স্বাধীনতা দিবসের আপনাকে ও শুভেচ্ছা।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
জাতীয় ঐক্য আমরা সবাই চাই,
কিন্তু বাস্তবে তা সম্ভব নয় এত ঘৃনা আর অবিশ্বাস নিয়ে।
করোনা দুর হোক আমাদের মাঝ থেকে।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাই।
স্বামী হত্যাকারির সাথে বন্ধুত্ব হলেও
পিতা হত্যাকারিদের বিশ্বাস করা যায় না।
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
তাই নিয়ে হোক জাতীয় ঐক্য।
শুভ কামনা। ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
যদিও বলা হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু সাজা গুলো পাপকে নয়, পাপীকেই নিতে হয়। ভালো মন্দ মিলিয়েই মানুষ। পরাক্রমশালী যোদ্ধাও সময়কালে হাটুর কাঁপুনি থেকে মুক্তি পায়না। জল্লাদেরও বংশধারা অব্যাহত থাকে। অপরাধীর সাজা সুনিশ্চিত করাও মানবতার অংশ। আমরা অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জন্যে শুভ কামনা রইলো। মুক্তির দিনগুলোতে সুস্থ থাকুন এই কামনা করি।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
অসাধারন বলেছেন।
পাপকে ঘৃনা করো, পাপীকে দাও শাস্তি।
অপরাধীর সাজা সুনিশ্চিত করাও মানবতার অংশ।
খোদা তুমি শক্তি দাও, করোনা হোক ধ্বংস।
শুভ কামনা। ভাল থাকবেন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো আপু 🌹🌹
ফয়জুল মহী
শুভ কামনা আপনার জন্য। ভালো
সুপায়ন বড়ুয়া
আপনার জন্য ও শুভ কামনা
ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
যে কারণেই মুক্তি দেক না কেনো দেশে শান্তি দরকার
চমৎকার লিখেছেন দাদা 👏👏
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
অনেকে এটাকে ও বাঁকা চোখে দেখবে।
দল আর আইনজীবিরা যা পারেনি
আপন ভাই তা করে দেখিয়েছে।
টকশো ওয়ালা আর চ্যানেলের একটু সমস্যা হবে
শুভ কামনা। ভাল থাকবেন।
ইসিয়াক
আপনার জন্য রইলো শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
আপনার জন্য ও শুভ কামনা।
ভাল থাকবেন।
সুরাইয়া নার্গিস
অসাধারন লিখেছেন দাদা, ভালো লাগছে।
সবার মাঝে সুবুদ্ধির উদয় হোক, আল্লাহ্ আমাদের সবাইকে হেফাযত করুন।
শুভ কামনা আপনার জন্য।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু। ভাল লাগার জন্য
শুভ বুদ্ধির বিকল্প নাই
স্বাস্থ্য বিধি মেনে চলতে
জাতীয় ঐক্য চাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
পাপ আর পাপি একই সুত্রে দুইটি দুটোই গুনাগুন বহন করে।
আপোষহীন রিইল ভাইয়ের বদলে, ভাই হল আপন।
জাতীয় ঐক্য চাইয়া লাভ নাই ঐটা হবার না।
কবিতআ বিরাবরের মতই দারুন।
সুপায়ন বড়ুয়া
সহমত। একটা ব্যাপারে জাতীয় ঐক্য হল
মানুষ দেখল নেত্রী সুস্থ, স্বাভাবিক মনোবল অটুট আছে।
নেতা আর চ্যানেলের বদলে মানুষ উল্টাটাই জানত।
শুভ কামনা। ভাল থাকবেন।
এস.জেড বাবু
জাতীয় ঐক্য দরকার
সরকারের নির্দেশনা বনাম সাধারণ জনগণ
এই দুইয়ের সমন্বিত ইচ্ছা থামিয়ে দিতে পারে করোনার বিস্তার।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাই।
সৎ ইচ্ছার বিকল্প নাই
জাতি আজ করছে লড়াই নিত্য নতুন যুদ্ধে
আমরাই আবার জিতব করোনা বিরুদ্ধে।
শুভ কামনা। ভাল থাকবেন।
কামাল উদ্দিন
রাজনীতির খেলা বুঝা আমার কম্মো নয়
সুপায়ন বড়ুয়া
রাজনীতি না বুঝলেও কেউ কাজনীতি থেকে মুক্ত নই ভাইজান।
এই যে চট্টগ্রামের ডাক্তার মানুষ মরার গুজব রটালো
মানুষের মনোবল ভেঙে দেয়ার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
শুভকামনা রইল
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
আপনাকে শুভ কামনা জানাই।
তৌহিদ
জাতীয় ঐক্যের স্বার্থে সকল রাজনৈতিক ব্যক্তিদের এক হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করে যে মানবিকতা দেখিয়েছেন তার তুলনা হয়না। আমাদের ভিন্নমত থাকতেই পারে তবে জাতীয় ঐক্যের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
দারুন কবিতা লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
প্রথমে ধন্যবাদ দিয়ে নি।
প্রথম পাতায় লেখাটা নেই কেমনে পেলেন ?
সবাই মানবিক আচরন করলে
জাতি এই বিপদ থেকে রক্ষা পাবে। নতুন বিপদ মোকাবেলা করার সাহস পাবে।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
আমি প্রতিদিনের সব পোষ্ট দেখি দাদা, দেখতে হয় যে!! অন্যন্য কাজে ব্যস্ত থাকায় মন্তব্য করতে দেরী হয় এই আর কি!!
আসলে আমরা প্রথম পেজেই থাকি, পরের পাতায় যাইনা অনেকেই। এটা কাম্য নয়। যারা অন্যান্যদের লেখায় যায় আমি তাদের লেখায় অবশ্যই যাই।
ভালো থাকবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
খুশী হলাম জেনে।
ভাল থাকবেন সবসময়।
শুভ কামনা।