নির্লিপ্ততা

ইসিয়াক ২০ জানুয়ারি ২০২০, সোমবার, ১০:৪০:৪৯পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

খোলা আকাশের নিচে,
ছেড়া চটের বিছানায়,
শুয়ে আছে একটি মানব সন্তান!
চরম নিরুপায়।
বাইরে তখন শীতের দাবানল।
একটু উষ্ণতার খোঁজে,
দুটো কুকুর শুয়ে আছে তাকে চেপে ধরে।
অসহায়ত্ব যে তাদের এক জায়গাতে সাদৃশ্য।
রাত জেগে হিমকুয়াশা ও শীত।
গভীর ফিসফিসানিতে
করে প্রেমালাপ। মাখামাখি।
উষ্ণতা যাদের একটুকুও পছন্দ নয়।
কষ্টের তীব্রতায় এপাশ ওপাশ করার শেষে,
প্রতীক্ষিত ভোর আসে।
খাদ্য হজমের জন্য কেউ কেউ
ছুটছে দিকবিদিক।
যদিও রাস্তার নিয়ন আলো তখনো জ্বলছে।
এমন সময়,
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ হতে নির্গত দুজন মানব মানবী
এই দৃশ্য দেখে আঁতকে ওঠে!
ঈশ্বর তাদের অনেক সুখে
রেখেছে বলে, শুকরিয়া আদায় করে।
তারপর ব্যস্ত হয়ে পড়ে রোজকার দিনযাপনে।

৪৮৩জন ৩৯১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ