
অ-ঘুমের স্থূল শরীরী নিশীথ-স্বচ্ছ-স্বপ্ন
হৃদয়ান্তরালে কানাকানি করে,
ছুটে আসে ছায়া-কায়াহীন ভাবে দলে দলে;
সঞ্চারিত হয় না অতীন্দ্রিয় চক্ষু
চেতন অবচেতনে, নির্বাণ প্রত্যাশায়,
স্মৃতি-বিস্মৃতির পাতালে।
হেমন্ত হাওয়ার আমন্ত্রণে দাঁড়িয়ে আছি নির্লিপ্ত প্রাঙ্গণে
অনাত্মীয়তার দায় নিয়ে, অনুর্বর পরাভবে;
হে সত্য,
আলোকিত কর আমার তীব্র অনুজ্জ্বলতা
জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায়।
১৬টি মন্তব্য
নৃ মাসুদ রানা
অনাত্মীয়তার দায় নিয়ে, অনুর্বর পরাভবে;
ছাইরাছ হেলাল
পড়ছেন দেখে ভাল লাগল।
এস.জেড বাবু
জোনাকির ভালোবাসায় আলোকিত হউক তীব্র অনুজ্জ্বলতা।
তা অবশ্যই অ-ঘুমে না, ঘুমের আগে / পরে।
চমৎকার , অসাধারণ।
ছাইরাছ হেলাল
আচ্ছা চোখ-মেলে থাকা ঘুমে!
আচ্ছা জপ করতে হবে বেশ করে।
ভালো লাগল বেশ।
এস.জেড বাবু
চোখ মেলে থাকা ঘুমে
মাছের মতো- মৎস নিদ্রা
ছাইরাছ হেলাল
এ ভাবেও ভাবা যেতেই পারে, আপনি চাইলে।
বন্যা লিপি
আলোকিত করো আমার তীব্র অনুজ্বলতা।
স্বচ্ছতার নিরিখে স্বপ্ন হয়ে উঠুক প্রজ্ঞাময়।
বরাবরের মতোই ভালোলাগা।
ছাইরাছ হেলাল
স্বচ্ছ-স্বপ্ন স্বপ্নে না থেকে ধরায় নেমে আসুক, তা তো চাই।
কিন্তু ফাঁকি দেয়া স্বপ্ন শুধুই পালিয়ে বেড়াচ্ছে।
জিসান শা ইকরাম
জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায় আলোকিত হোক শরীর মন সব কিছু।
ছাইরাছ হেলাল
জোনাক রাত্রির বড়ই অভাব।
আলো শুধুই পালিয়ে বেড়ায়।
সুরাইয়া পারভিন
হে সত্য,
আলোকিত কর আমার তীব্র অনুজ্জ্বলতা
জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায়।
শেষের প্যারায় বাজিমাত। দারুণ উপস্থাপন
ছাইরাছ হেলাল
সীমিত সামর্থ্যের সামান্য প্রয়াস বলতে পারেন।
অনেক ধন্যবাদ।
শিরিন হক
শেষ ভালো যার সব ভালো তার শেষটা চমৎকার।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
সত্যম বয়ে আসুক নির্মম হৃদে,
মম অন্তর আলোকিত কর তব অন্তঃ-আলোকে…
ছাইরাছ হেলাল
আলো বেশি বেশি মনে হচ্ছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে!
বাপ্রে, এমুন মন্তব্য কেমনে করে!