
গভীর রাত হলেই শহর জুড়ে নেমে আসে প্রেম বৃষ্টি
কেউ কেউ প্রেমিকার নগ্ন শরীর নিয়ে অপবিত্রতায়
হারিয়ে যায়!আবার কেউ কেউ
প্রেয়সীর প্রার্থনায় মগ্ন থাকে পুরো রাত।
কেউ কেউ আবার বীভৎস শরীর নিয়ে হাউমাউ করে
তারপর, কেউ একজন প্রণয়ের চাদরে ঢেকে দেয়
প্রেয়সীর ক্ষতবিক্ষত শরীর।
কিন্তুু দিন শেষে সবই প্রতারণা, সবকিছুই মিথ্যা!
জানো নিরঞ্জনা,
এই শহরে প্রেমের নামে আজকাল মানুষ হত্যা করা হয়!
রচনাঃ ৯ অক্টোবর ২০১৯
২৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দারুন উপলব্ধি লেখায়,
হ্যা, ভালবাসাবাসির নামে একটু খুনোখুনিও হয়।
মাছুম হাবিবী
হুমম দাভাই। অনেক ধন্যবাদ ভালো থাকবেন!
নিতাই বাবু
শহর জুড়ে, দেশ জুড়ে এমনই চলছে। প্রেম নামে কিছু নেই! ভালোবাসাবাসি নেই। আছে শুধু নৃশংসতা।
মাছুম হাবিবী
রাইট দাদা ধন্যবাদ এবং শুভেচ্ছা
ইঞ্জা
মন কাঁদলো ভাই, খুবই সত্য বলেছেন।
মাছুম হাবিবী
ধন্যবাদ ইঞ্জা ভাই
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
রেহানা বীথি
ভীষণ সুন্দর লিখলেন
মাছুম হাবিবী
ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
প্রেমের নামে মন হত্যা ঘটে চলে প্রতিদিন, প্রতিনিয়ত। খবরের শিরোনামে সেই হত্যাকান্ডের বিবরণ কমই প্রকাশ পায়। নিরঞ্জনা ভাগ্যবতী, তাই সে প্রেমের হাটে বিক্রি হয়না।
বেশ ভালো লিখছেন। আপনার ফেবু ওয়ালে গেলে মনেই হয়না, ভাবনার এত গভীরে গিয়ে লেখেন।
অন্যদের পোস্টেও সময় দিন মাছুম। এই উঠোনে সবার প্রতিই সবার দাবী থাকে। দাবী অপূর্ণ রাখা ঠিক না। 🙂
শুভ কামনা অবিরত 🌹🌹
মাছুম হাবিবী
আপু অনেক অনেক ধন্যবাদ। আসলে আপু আমি একটু দুষ্টু টাইপের তো তাই সবকিছু থেকেই পালিয়ে বেড়াই। ফেইসবুক ওয়ালে কিছু লিখি নাহ, জাস্ট টাইম পাসের জন্য ফেবুতে আসি। ভালো কিছু লিখলে সবাই মজা নেয়, তাই এসব লেখা থেকে আপাতত বিরত। তবে ব্লগে কিছু একটা লেখার জন্য করি। হইছে কী আপু আমার পড়ালেখার পাশাপাশি একটা দোকান আছে। এসবকিছু মিলিয়ে ব্যস্ত থাকি অনেকটা তাই একটু কষ্ট হয় সময় দিতে। তবে সর্বোচ্ছ চেষ্টা করবো ব্লগে সময় দেখার জন্য।।
আরজু মুক্তা
দিন শেষে, আমি আমি, তুমি তুমি।
মামবতা নাই, প্রেম নাই, ভালোবাসা নাই।
মাছুম হাবিবী
রাইট আপু দিনশেষে সবকিছুই মিথ্যা
মোঃ মজিবর রহমান
সত্যের প্রতিফলন দেখালেন, ভালবাসার নামে পতারনা
মাছুম হাবিবী
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
আপনাকের ধন্যবাদ ভাই।
তৌহিদ
বাহ! ভাবনার দারুণ প্রকাশ। যার এত ভাব খেলা করা লেখায় একদিন সে বড় লেখক হবেই হবে।
শুভকামনা মাছুম।
মাছুম হাবিবী
ভাই বড় লেখক হতে চাইনা। আপনার মত ব্লগার হতে চাই! এতেই আমার তৃপ্তি ভাইয়া
সুরাইয়া পারভিন
চমৎকার সত্য উপস্থাপন
ভালো লাগলো খুব
মাছুম হাবিবী
ধন্যবাদ আপু
সঞ্জয় মালাকার
চমৎকার উপলব্ধি দাদা,
ভালবাসাবাসি নেই, আছে শুধু নৃশংসতা।
খুব ভাল লাগলো দাদা। শুভ কামনা।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ আপনাকে।।
মনির হোসেন মমি
জানো নিরঞ্জনা,
এই শহরে প্রেমের নামে আজকাল মানুষ হত্যা করা হয়!
দারুণ বাক্য।একে বারে মনে গেথে গেল। অভারঅল ভাল লাগল।
মাছুম হাবিবী
ধন্যবাদ মমি ভাই।
বন্যা লিপি
কি গভির বেদ থেকে লিখলেন! দারুন লিখেছেন। চমৎকার।