দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু
সময় মিশে যায় মহাকাল স্রোতে
এভাবেই বদলে যায় দৃশ্যপট
রূপান্তরের পালে দোলা দিয়ে যায়
কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস।
কেউ জানেনা কোথায় পথের শেষ………
মনে পড়ে
লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো
সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা
লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে
হাওয়ায়
হাওয়ায়
কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো
থোকা থোকা রুধির-পুষ্পিত কৃষ্ণচূড়াটি
ঝিরি ঝিরি পাতায় আর রক্ত-রাঙা ফুলে ঢেউ তুলে
মধুৎসবের বারতা দিয়ে যেতো,’ফাগুন এসেছে’;
লাল পাপড়ির কার্পেটে পা ডোবানো বিকেলগুলো নেই।
এখানে পাথুরে অহংকারের এক বিলাসী ভবন আছে
বারান্দায় বাহারি বেতের চেয়ার
বৈকালিক চায়ের আড্ডা
ল’ভলিউমে রবীন্দ্র-বাণী,
“এ পথে আমি-যে গেছি বার বার,ভুলিনি তো এক দিনও।”
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
লাল পাপড়ির
কার্পেটে পা ডোবানো বিকেলগুলোকে মিস করি আপু।
চমতকার লিখেছেন । রুধির শব্দটি এই প্রথম শুনলাম। অর্থ বুঝিনি ।
নাজনীন খলিল
ধন্যবাদ জিসান।
রুধির=রক্ত।
শুভেচ্ছা। :T
ছাইরাছ হেলাল
আপনি কেমন করে জানি ছুয়ে-যাওয়া লেখা লিখে ফেলেন সহজাত অনুভবের জায়গা থেকে ,
তা অনেক বার পড়েও পড়া না হওয়ার দন্যতায় পেয়ে বসে।
নস্টালজিক হওয়ার মতই হয়েই পড়লাম ।
অগুনিত শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে ।
নাজনীন খলিল
অনেক অনেক শুভেচ্ছা হেলাল। -{@
রকিব লিখন
মধুৎসবের বারতা দিয়ে যেতো,’ফাগুন এসেছে’;
লাল পাপড়ির কার্পেটে পা ডোবানো বিকেলগুলো নেই।
এখানে পাথুরে অহংকারের এক বিলাসী ভবন আছে——
—সুন্দর এই কথাগুলো যেন আমার হৃদয়ে রিলিক তুলেছে বেদনাময় ঝড়ের।।
নাজনীন খলিল
অনেক ধন্যবাদ।
শুভকামনা।
সীমান্ত উন্মাদ
কবিতায় কথাগুলোর অনেক সুন্দর উপস্থাপনে ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।
নাজনীন খলিল
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
খসড়া
চমৎকার।
কবিতা পড়তে পড়তে কেন যেন মনে পড়ে গেল
কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও
তারি রথ নিত্ত উধাও,
জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন মম
নাজনীন খলিল
অনেক অনেক শুভকামনা জানাই।
প্রিন্স মাহমুদ
চমৎকার।
নাজনীন খলিল
ধন্যবাদ।
শুভকামনা রইল।
তন্দ্রা
অপূর্ব আপু, হৃদয় নিংড়ানো মনের পংতিমালা।
নাজনীন খলিল
ধন্যবাদ তন্দ্রা।
অনেক শুভেচ্ছা।
বনলতা সেন
রুদ্ধতায় রোধীবে সাধ্য এমন কার
সোনেলা যাত্রায় এমন সাথীকে ,
ছায়াতলে যে ক্ষণে ক্ষণে সারাক্ষণ ।
আপনার লেখার অপেক্ষায় থাকি ।
নাজনীন খলিল
অনেক অনেক শুভেচ্ছা রইল। -{@
মা মাটি দেশ
(y) (y) -{@ -{@ (3 (3 চমৎকার।
নাজনীন খলিল
ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা।
নীলকন্ঠ জয়
মুগ্ধতা। -{@