মরার পর সাকা নরকের দরজায়। নরকে গিয়ে দেখে সেখানে কেউ নেই। প্রহরীকে জিজ্ঞেস করল- কিরে বিধাতার দালাল, কেউ নাই ক্যান, আমি কি দুনিয়ার একমাত্র পাপী নাকি?
প্রহরী বলল- অনেক পাপী ছিল নরকে কিন্তু সাকা আসবে শুনে সবাই আন্দোলন শুরু করল। তাদের একদাবি, সাকা যে নরকে থাকবে সে নরকে তারা থাকবে না। বাধ্য হয়ে তাদের আলাদা নরকে রাখতে হচ্ছে। বাই দা ওয়ে, আমাকে বিধাতার দালাল বলবেন না, আমি বিধাতার আদেশ পালনকারী প্রহরী মাত্র।
সাকা- তুই বিধাতার আদেশ পালনকারী প্রহরী হইলে আমিই বিধাতা।
প্রহরী সাকার কথা শুনে মাননীয় স্পীকার হয়ে গেল। এবার সে বুঝেছে কেন নরকে কেউ সাকার সাথে থাকতে চায়নি।
ওদিকে সাকা সুযোগ বুঝে প্রহরীকে ঘায়েল করে ফেলল ও বলল- শোন বিধাতার দালাল, ধর্ষণ যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়। আগে কুকুর লেজ নাড়াতো মানে পাপী শাস্তি পেত, এখন লেজ কুকুরকে নাড়ায় মানে তুই শাস্তি পাবি।
প্রহরী অসহায় হয়ে তেল দেবার চেষ্টা চালায়- সাকা ভাই, দোহাই লাগে, আপনি সুশীল মানুষ, এসব করবেন না।
সাকা বলল- সুশীল আবার কি? ‘সু’ মানে সুন্দর আর ‘শীল’ মানে নাপিত, তাহলে সুশীল মানে সুন্দর নাপিত৷ আর আমি একজন প্রবোধ বালক, এটা কি আমি কখনও বলেছি? তুই আমাকে সাকা ডাকবি না, আমি যদি সাকা হই তাইলে তুই …
উপায়ন্তর না দেখে প্রহরী কাতর কণ্ঠে বলল- হে আল্লাহ, আমি কি কোনো ভয়ঙ্কর সপ্ন দেখছি? শুনে সাকা বলল- এতো বেশি সপ্ন দেখিস ক্যান? তোর কি সপ্নদোষ আছে নাকি?
প্রহরী বুঝে নিল, এটাই বাস্তব। সাকার কাছে ধর্ষিত হবার লজ্জায় প্রহরী আত্মহত্যা করল। সাকা অপেক্ষায় আছে বাকি রাজাকারদের ফাঁসির জন্য, তারা এলেই তার মতো শয়তান কজন বন্ধু হবে নরকে।
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুণ উপস্থাপনা —
ক্লাসিক পোস্ট —
পোস্টে অনেক ভালোলাগা -{@
ফাহিমা কানিজ লাভা
ধন্যবাদ 🙂
নীলকন্ঠ জয়
গল্প পড়ে আমি মাননীয় স্পীকার হয়ে গেলাম।
দারুণ। -{@
ফাহিমা কানিজ লাভা
মাননীয় স্পীকার নীলকন্ঠ জয় 🙂
প্রজন্ম ৭১
অসাধারণ পোস্ট , ছিছিছি সাকা এত ক্রাপ ?
ফাহিমা কানিজ লাভা
সাকা এত্তো্গুলা ক্রাপ 😀
ছাইরাছ হেলাল
আপনার হিউমার মারাত্মক ।
ফাহিমা কানিজ লাভা
সাকা্র মতো হিউমার আমার 😀
খসড়া
:D)
ফাহিমা কানিজ লাভা
🙂
আদিব আদ্নান
সাকা দেখছি নরকেও সমান গতিশীল !
ফাহিমা কানিজ লাভা
সেইরাম গতিশীল !
শুন্য শুন্যালয়
🙂 জটিল হয়েছে লেখা …
ফাহিমা কানিজ লাভা
🙂 ধন্যবাদ
সীমান্ত উন্মাদ
চমৎকার রম্য উপস্থাপন +
শুভকামনা নিরন্তর। \|/
ফাহিমা কানিজ লাভা
ধন্যবাদ \|/
রকিব লিখন
লেখক তো বাংলাদেশের বিখ্যাত জনের মধ্যের এজন হয়ে গেছে।।
আপনার লেখা দারুণ উপভোগ্য।। -{@
ফাহিমা কানিজ লাভা
ধন্যবাদ। কিন্তু লেখক কে ভাই?
নীলাঞ্জনা নীলা
দারুণ লেখা। এমন রম্য অনেকদিন পড়া হয়না।
বেশ লাগলো আপনার এই লেখাটি।