
কেউ কথা রাখে না, সে-ও রাখেনি!
কলেজ থেকে দুম করে জানিয়ে দিল পরীক্ষায় ফার্স্ট হয়েছে,
এ আর এমন কী! এ-তো হর-হামেসাই হয়/হচ্ছে!
তাই নাকি! শীতের পিঠে-পুলির মত, চাইলেই পাওয়া যায়!
কৈ! আগুনে/আগুইন্না পিঠা!
কেউ তো দিল-না/দেয়-নি/দেবে বলেও মনে হয় –না!
এই জাঁকানো শীতে।
সব পরীক্ষায় সব সময় কিছু একটা হওয়া,
এতো অভ্যাস হয়ে যাচ্ছে! সামনে পড়ে থাকা
জানা-অজানা ঝড়-বৃষ্টি, ক্ষর-তাপ, হিম-শীত!
কী কী ভাবছে কে জানে!
তখন প্রথম-গুলো সাথে থাকবে তো!
না-কী একলা ফেলে পালিয়ে যাবে!
গেলে যাবে!
কত কিছুই তো গেল! এ এমন কিছু না।
ছায়া-পথের কোন এক জানা/অ-জানা নক্ষত্র
আলো ফেলে রেখে যাবে আড়াল-অলক্ষ্যে,
বা পুরোটাই ঢেকে ফেলবে আধারে, কে জানে!
শান্ত মনে চারপাশ দেখি অতিশয় সাবলীলতায়
একদা চাঁদ এঁকেছি নিশীথে অঙ্কন-শৈলি না জেনে;
১২টি মন্তব্য
মনির হোসেন মমি
যার ব্যাথা সেই বুঝে ব্যাথার যন্ত্রণা।পরীক্ষায় কষ্ট করে পরীক্ষার্থী পাসের হারে জ্বলে মরে পাড়া প্রতিবেশী।সব আধার কেটে আলো বয়ে যাক।
চমৎকার কবিতা।
ছাইরাছ হেলাল
লেখাপড়া এখন সত্যি সত্যি কঠিন, অন্যরা তা বুঝতে অক্ষম।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সব পরীক্ষায় সব সময় কিছু একটা হওয়া,
এতো অভ্যাস হয়ে যাচ্ছে! সামনে পড়ে থাকা
জানা-অজানা ঝড়-বৃষ্টি, ক্ষর-তাপ, হিম-শীত!
কী কী ভাবছে কে জানে!
তখন প্রথম-গুলো সাথে থাকবে তো!
না-কী একলা ফেলে পালিয়ে যাবে!
গেলে যাবে!
কত কিছুই তো গেল! এ এমন কিছু না। সত্যিই কতকিছু ই তো যায় আসে তাতে কী জীবন থেমে থাকে? শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
জীবনে সব কিছুর জন্য-ই তৈরি থাকতে হয়, যদিও আমরা তা ভুলে যাই।
সুরাইয়া পারভীন
কলেজ থেকে দুম করে জানিয়ে দিল পরীক্ষায় ফার্স্ট হয়েছে,
এ আর এমন কী! এ-তো হর-হামেসাই হয়/হচ্ছে!
একজন স্টুডেন্টই জানে কতোটা পরিশ্রমের বিনিময়ে ফাস্ট হতে হয়। পাড়া প্রতিবেশীর কাজই পিছনে পড়ে থাকা। চমৎকার উপস্থাপন
ছাইরাছ হেলাল
সত্যি-ই তাই, যে পড়ে সে-ই জানে, বিনিময়ের ত্যাগ।
ধন্যবাদ, আপনাকে।
সাবিনা ইয়াসমিন
প্রথমেই এই নক্ষত্র-কন্যাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষায় প্রথম হওয়ার জন্যে। এই সফলতা অনাগত আগামীতে তাকে উজ্বলতম নক্ষত্রে পরিনত করুক, দোয়া আর ভালোবাসা নক্ষত্র-কন্যার জন্যে। ❤❤ 🌹🌹
কবিতার কথায় বলার কিছু নেই। আমরা সবাই মনের আকাশে চাঁদ আঁকি। চাঁদের আকার-প্রকার কেমন হবে জেনে না-জেনেই।
ইকবাল কবীর
ভালো লিখেছেন। শুভ কামনা।
কামাল উদ্দিন
সব পরীক্ষায় সব সময় কিছু একটা হওয়া, এতো অভ্যাস হয়ে যাচ্ছে।
…………এটা ভালো অভ্যাস, সকলে এটা করতে পারে না
জিসান শা ইকরাম
নক্ষত্রের আলো বিলাবে সে আমাদের মাঝে,
অতীতে এমন ছিলো, ভবিষ্যতেও এমন নক্ষত্র হয়ে থাকবে।
অনেক অনেক আন্তরিক শুভকামনা এই নক্ষত্রের জন্য।
আরজু মুক্তা
আজকাল ঠান্ডা চাঁদ না। গরম, গনগনে সূর্য চাই।
সবকিছুকে টপকে।
ফয়জুল মহী
শুভ কামনা