
ওগো শুকতারা
সন্ধ্যাতারা আমার!
আলোর-সাগরে ভেসে
আঁধারের মাঝে…
মৃদু-মধুর হাসি হেসে
এসো আমার কাছে।
অসীম আকাশে
রুপোলী-আলোয়
নিত্য নিশীথে…
আলোর ঝর্না হয়ে
আমার ভুবনে এসো।
এসো ধ্রুবতারা
ধূসর মেঘের আড়াল সরায়ে,
অন্ধকার ভুবনে
চেয়ে দেখো
তুমি ছাড়া আলো নেই যে!
২২টি মন্তব্য
তৌহিদ
অনেকদদিন পরে এলেন কিন্তু!! কবিতা ভালো লেগেছে আপু। 🌹🌹
নিতাই বাবু
🌹🙌🌹👍
শুভেচ্ছা
শিরিন হক
ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
সুন্দর।
তৌহিদ
কি সুন্দর ভাইজান? কইয়ালান ☺☺
শিরিন হক
একটু বড় করে সুন্দর বল্লে উৎসাহ পেতাম।
নিতাই বাবু
সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন দিদি।
শিরিন হক
ধন্যবাদ
নিতাই বাবু
ঠিক আপনাকেও।
আরজু মুক্তা
খুবই সুন্দর!
তবে এই তুমিই শেষ করেছে আমাদের।
শুভকামনা!
শিরিন হক
কী করলাম?
মনির হোসেন মমি
অসীম আকাশে
রুপোলী-আলোয়
নিত্য নিশীথে…
আলোর ঝর্না হয়ে
আমার ভুবনে এসো।
চমৎকার অনুভুতি। কথাগুলো উম্মুক্ত করে দিলে কবিতা আরো ভাল হত।যদিও কবিতা আমি কম বুঝি। ভাল থাকবেন।
শিরিন হক
ভাবনারা ডানায় ভর করে চলে যায় আকাশের পানে ভাবনার রঙ।
মুক্তা মৃণালিনী
“এসো ধ্রুব তারা ধূসর মেঘের আড়াল সরায়ে”, চমৎকার আত্মপ্রকাশ কবির ❤
মনির হোসেন মমি
আপুকে এখানে দেখে খুব ভাল লাগছে। শুভ কামনা আপু।
শিরিন হক
ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
চমৎকার কাব্যকথন দিদি।
শিরিন হক
ভালোথাকুন
বন্যা লিপি
অনেকদিন পরে এলে ব্লগে। জানি তোমার ব্যস্ততা! অপেক্ষার প্রহর গোণা শেষ তোমার। সত্যিকারের ধ্রুব তারা হয়ে তোমার “তুমি” থাকুক তোমার সারাজীবন ভর।
শিরিন হক
ভালো থাকুন
সাবিনা ইয়াসমিন
কাঙখিত ধ্রুবতারা ধরা দিক একান্তে।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো হয়েছে।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
ধন্যবাদ