ছি! সাইফুল! ছিহ্!
কি করে তুই টিচার ছিলি
একটু বলবি কি?
ছিলি তবু টিচার ঢাকা ভার্সিটির
যে নামে আমি উঁচু করি শির;
তুই সেখানে টিচারের বেশে
ডিপার্টমেন্টের মাথা হয়ে বসে
কন্যাতুল্য তোর ছাত্রীর কাছে
জোর করে তার উরু নাভি ঘসে
নম্বর দিবি কি!
ছি! সাইফুল! ছিহ্!
ধিক! সাইফুল! ধিক!
চিরকুমার তুই মাস্টার ছিলি!
আদতে সমাজ কীট।
তোর অপসারণে কেউ উল্লাস করে
নাম নেয় তোর খুব ঘৃণাভরে;
আমারও ঘৃণা ঠিক তেমনি
আমিও পুরুষ তোর মতনই
শিক্ষককে আমি ঘৃণা লিখে যাই
নাম-ধাম তোর ধুলোতে মাড়াই!
ব্যাপারটা কি ঠিক?
ধিক! সাইফুল! ধিক!
____________________________________
জুলাই ১, ২০১৫ তে লীলাবতীর লেখা “আনন্দের খবর তারপরেও” পড়তে গিয়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে এলো “ছিহ!”।
২৪টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছি!!!
বেশ ভাল লাগল -{@
অরণ্য
লীলাবতীর লেখাটি আমাকে জাগিয়ে দিয়েছে।
ধন্যবাদ মনির ভাই।
হিলিয়াম এইচ ই
ভাল্লাগছে
অরণ্য
লেখাটি হয়তো আপনার ভাল লেগেছে; কিন্তু লিখে মনে হয়েছে এভাবে না লিখতে পারাই ভাল। এভাবে লেখার যদি পরিসর না পেত কেউ, তবে বেশি ভাল হতো।
ছাইরাছ হেলাল
এরা অসংখ্য, এমন অভিযোগ আর ও আছে।
অরণ্য
তা আছে, আমিও মানি। কিন্তু আমাকে তাকে ধিক্কার জানাতেই হলো!
মেহেরী তাজ
ধিক !সাইফুল! ধিক।
ভালো লেগেছে ভাইয়া।!
অরণ্য
তোর ভাইয়ার লিখা তোর এমনিতেই ভালো লাগে।
আমাকে “ধিক!” জানাতেই হলো।
ভালো থাকিস।
রংধনুর মতো ছোট ভুল করেও
বেরিয়ে এসে হাসিস। 🙂
খেয়ালী মেয়ে
ধিক! সাইফুল! ধিক!
চিরকুমার তুই মাস্টার ছিলি!
আদতে সমাজ কীট।————————–এরা আসলে কখনোই টিচার ছিলো না–যে শিক্ষকদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর, সে শিক্ষকরা কখনোই জাতির সম্মান নিয়ে খেলতে পারে না——-এরা আসলেই এক একটা নোংরা কীট………………
অরণ্য
আমাদের সকলের আশাবাদই তাই।
ধিক্কার তাই একটু বেশি দিতে চাই।
ধিক!
জিসান শা ইকরাম
এমন সাইফুল আরো আছে অরণ্য ভাই
কতটা ঘটনা আমরা আর জানি?
একজন শিক্ষকের কাছে এমনটা কোন মতেই প্রত্যাশা করিনা।
ঘৃণা এই সাইফুলকে।
অরণ্য
‘শিক্ষক’ শব্দটি আমার কাছে অনেক ঊঁচুর – অনেক শ্রদ্ধার।
অনিকেত নন্দিনী
সাইফুল আর পরিমলে ভরে যাচ্ছে দেশ। দিনে দিনে এদের সংখ্যা বাড়ছেই।
শুধু আমাদের ঘৃণাসূচক “ছিহ্” কি পারবে এদের দমাতে?
অরণ্য
সাইফুল-পরিমলদের গ্রোথ রেট আর সাধারণের গ্রোথ রেট সমান হলেও ভয়ের কোন কারণ নেই। সাধারণের সংখ্যা অনেক বেশি হবে। প্রয়োজন মনোবলের – প্রত্যয়ের।
শুন্য শুন্যালয়
ভালো লিখেছেন অরণ্য। সাইফুল নামের নরকীটদের প্রতি ঘৃনা ঘৃনা। যা ঘটছে নিয়মিত শিক্ষক পেশার উপর ভক্তি শ্রদ্ধা উঠে না যায় সেই ভয় করি।
অরণ্য
না, ভয় পাবার কিছু নেই। কষ্ট পেয়েছেন হয়তো ঘ্টনায়, শ্রদ্ধা উঠে যায়নি – যাবে না।
ব্লগার সজীব
ঘৃণা জানাই এই নরপশু সাইফুলকে।
অরণ্য
আমিও তাই করেছি।
লীলাবতী
এদের প্রকাশ্যে জুতাপেটা করা উচিৎ।
অরণ্য
জুতাও হয়তো অনেক সময় রাজি থাকে না; আমরা জানিই না।
মারজানা ফেরদৌস রুবা
ছিঃ!
এদের মুখোশ এভাবেই উন্মোচন করা হোক।
অরণ্য
করা হোক না, সুযোগ পেলে আপনিই করে দিন।
নীলাঞ্জনা নীলা
ছিঃ!!!
এতো ক্ষুরধার লেখা—–
ধিক! সাইফুল! ধিক!
চিরকুমার তুই মাস্টার ছিলি!
আদতে সমাজ কীট। (y)
(y)
(y)
(y)
অরণ্য
🙂 নীলা আপু, এই মুচকি হাসি ছাড়া আর কিছুই কিবোর্ডে আসছে না।