ধিক্কার

অরণ্য ৪ জুলাই ২০১৫, শনিবার, ১০:২২:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৪ মন্তব্য

ছি! সাইফুল! ছিহ্‌!
কি করে তুই টিচার ছিলি
একটু বলবি কি?

ছিলি তবু টিচার ঢাকা ভার্সিটির
যে নামে আমি উঁচু করি শির;
তুই সেখানে টিচারের বেশে
ডিপার্টমেন্টের মাথা হয়ে বসে
কন্যাতুল্য তোর ছাত্রীর কাছে
জোর করে তার উরু নাভি ঘসে
নম্বর দিবি কি!
ছি! সাইফুল! ছিহ্‌!

ধিক! সাইফুল! ধিক!
চিরকুমার তুই মাস্টার ছিলি!
আদতে সমাজ কীট।

তোর অপসারণে কেউ উল্লাস করে
নাম নেয় তোর খুব ঘৃণাভরে;
আমারও ঘৃণা ঠিক তেমনি
আমিও পুরুষ তোর মতনই
শিক্ষককে আমি ঘৃণা লিখে যাই
নাম-ধাম তোর ধুলোতে মাড়াই!
ব্যাপারটা কি ঠিক?
ধিক! সাইফুল! ধিক!

____________________________________

জুলাই ১, ২০১৫ তে লীলাবতীর লেখা “আনন্দের খবর তারপরেও” পড়তে গিয়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে এলো “ছিহ!”।

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ