
বিবসনা, ধূলোমাখা শরীরটা পড়ে ছিল রাস্তার ধারে,
ছোপ ছোপ রক্তের দাগ পশুত্বের আঁচড়ে।
হায়েনার কামার্ত লালসার শিকারে,
শেষ হয়ে গেল নব-যৌবন বেঘোরে।
কত আশা, আকাঙ্ক্ষা নিমিষেই রইলো পড়ে,
হঠাৎ আসা এক দমকা ঝড়ে।
পাখিরা ডানা ঝাপটালো তরুণীটির আত্নচিৎকারে-
কারো কানে পৌঁছাল না তা ব্যস্ততার ভারে।
নিস্তেজ হয়ে গেল দেহটি অমানুষটির তরে,
কান্না-হাসি, সুখ-দুঃখ হারিয়ে গেল আকাশপাড়ে।
যোনিপথের মানচিত্র অন্ন ভেবে ছিন্নভিন্ন করে-
হাসলো ক্রুর হাসি ক্ষুধার্ত নেকড়ে;
বুক, ঠোঁট, ঘাড়ে লালসার ঢেউ আছড়ে পড়ে।
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এমন আর্তনাদ আমাদের চির বধির কান শুনতেই পায় না।
বিরতিহীন লেখা চাই।
সুপর্ণা ফাল্গুনী
আমি কি মহারাজ নাকি যে শয়তান, স্বর-ব্যঞ্জনবর্ণ আমাকে লেখা দিবে, শিখাবে/ লিখতে বসলেই খাতা খুলে যাবে লেখার আলিঙ্গনে? প্রথম মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🍉🥭🍐 জৈষ্ঠ্যের ফল খান
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
নারীর প্রতি মর্মান্তিক নির্দয় নিষ্ঠুর আচরণ আর কতকাল দেখতে হবে। শুনতে হবে ধর্ষিতার আর্তনাদ। এমন দেশ সমাজ আমরা চাই না। মানবতা জাগ্রত হোক আদিম পশুত্ব বিদায় হোক। শুভ কামনা রইল কবি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব খুশি হলাম মন্তব্যে। মানবতা জাগ্রত হোক, আদিম পশুত্ব বিদায় হোক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
জানিনা এমন নির্মমতা কবে দূর হবে!
পশুত্বতা এভাবে চলতে থাকলে ধ্বংসের দিকে। এমনিতেই ধ্বংসের দিকে সবকিছু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য। সত্যিই জানিনা কবে দূর হবে, আদৌ হবে কিনা তাও জানিনা। শুভ কামনা রইলো
এস.জেড বাবু
কেন এমন হয় ?
কেন এমনটা হচ্ছে ?
এ প্রশ্নের কোনও জবাব আজও নেই
অসাধারণ লিখেছেন আপু
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক বলেছেন। কেন হয় এমনটা তার রহস্য আজো উদঘাটিত হয়নি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন নিরাপদে থাকুন
এস.জেড বাবু
আপনিও ভালো থাকবেন আপু
ফয়জুল মহী
দারুণ প্রকাশ ।শুভ কামনা অফুরান।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো আপনার জন্য
সুরাইয়া নার্গিস
খবরের কাগজে ধর্ষন শব্দটা সবচেয়ে বেশি আমাকে মর্মাহত করে।
এর শেষ কোথায়.?
নারী নিরাপদে বেঁচে থাকার স্বাধীনতা নেই কেন.?
এমন হাজারটা প্রশ্ন মনে আসে, উওর খোঁজে পাই না 😥
খুব সুন্দর লিখছেন দিদি ভাই।
ভালো থাকবেন, শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
আমি ও জানিনা এর শেষ কোথায়, কেন এমন হচ্ছে বারবার। শিশুরাও যখন বাদ যায় না তখন খুব কষ্ট লাগে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
এতো নির্দয় নির্মম বিভৎষ্য চিত্রগুলো
তুলে আনলেন কলমের আচরে।
ভালই হলো।
শুভ কামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
হুম দাদা তুলে আনলাম । চারিপাশে এখনো ধর্ষণের প্রকোপ কমছে না। তাই লিখলাম একটু সাহস করে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। নিরন্তর শুভকামনা
সাদিয়া শারমীন
ধর্ষনের মত ব্যাধির কারণে জীবন আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষক রা অপরাধ করা সত্ত্বেও বুক ফুলিয়ে হাঁটছে শুধুমাত্র আইনের যথাযথ প্রয়োগ নেই বিধায়। শিশুরাও এই লোলুপতার শিকার। কবিতাটা বর্তমান সময়োপোযোগী। ভালো লেগেছে বেশ।
সুপর্ণা ফাল্গুনী
এটাই কষ্টের আপু যে শিশুরাই এখন শিকার হচ্ছে বেশি। শিশুদের কি দোষ! সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা রইলো
ইসিয়াক
এই ধরনের অমানবিক আচরণ থেকে কবে মুক্ত হবে পৃথিবী। কবে জাগবে বিবেকবোধ? আর কত আর কত দূরে সে আলোর পথ?
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। জানিনা কবে কি হবে! বিষয়টি খুব বেশী আকারে ঘটছে । ভালো থাকবেন
সাবিনা ইয়াসমিন
এমন ঘটনা গুলো কানে এলেই মনে হয় পৃথিবীতে কোন সৃষ্টিকর্তা/ বিধাতা/ ঈশ্বর কেউ নেই।
আমি এসব পোস্টে কমেন্ট করতে পারি না দিদি।
ক্ষমা করবেন।
কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। সত্যিই এসব ভাবলেই শিহরিত হই। তবুও বিষয়টি নিয়ে লিখলাম । ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রী ধর্ষণের শিকার হলো সেটা নিয়েই লিখলাম। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
লেখা পড়ে থমকে গেলাম আপু। একটু মুহূর্তকে নিখুঁতভাবে লেখায় ফুটিয়ে তোলা চাট্টিখানি কথা নয়!
অসাধারণ লিখেছেন অবশ্যই।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো আপনার জন্য ও
আরজু মুক্তা
প্রতিবাদের ভাষা দেয়ালে থমকে যায়। তাই এসব পড়িনা
সুপর্ণা ফাল্গুনী
তা ঠিক। বাস্তব বড় নির্মম আর বেদনার। এই ব্যাপারে কেউই এগিয়ে আসেনা ধর্ষিতার পাশে।পরিবার , সমাজ, প্রশাসন সবাই মুখ লুকায়। ভালো থাকুন সুস্থ থাকুন
জিসান শা ইকরাম
সমাজে এই বিভৎসতা কবে দুর হবে তাই ভাবছি। এমন অবস্থা ভাবলে কস্ট পায় মন।
কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা ভাই সুন্দর মন্তব্যের জন্য। এমন দিন কি চিরতরে বিলীন হবে ! সেদিন পৃথিবীটা সত্যিই সুন্দর হবে। ভালো থাকুন সুস্থ থাকুন
খাদিজাতুল কুবরা
স্পর্শকাতর বিষ,
চমৎকারভাবে ফুটে উঠেছে কবিতায়।
খাদিজাতুল কুবরা
স্পর্শকাতর বিষয়
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার কবিতা পড়ার জন্য। হ্যাঁ স্পর্শকাতর বিষয় তুলে ধরেছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
হালিম নজরুল
এটি তো আমার কাছে এক বিদ্রোহী কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
বিদ্রোহ তো অবশ্যই আছে। আমরা বধির হয়ে থাকি , দেখেও দেখি না কিছু ব্যস্ত নগরে এমন ঘটনা ঘটছে তাও মহাসড়কে । আপনি কৈ থাকেন ভাইয়া? ইদানীং আপনার লেখা, মন্তব্য পাচ্ছিনা নিয়মিত। ব্যস্ত নাকি আপনার বাবা অসুস্থ তাই এমন হচ্ছে?