‘দ্য গুড নিউজ’ একটা পত্রিকার নাম। নাম দেখেই বুঝা যাচ্ছে এই পত্রিকার সব নিউজই গুড। এখানে খুন, গুম, কাঁদা ছুড়া ছুড়ি, দুর্নীতি অর্থাৎ হতাশ করার মতো কোন নিউজ নেই। যা আছে তার সবই সুখপাঠ্য।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।’ ‘বাংলাদেশ পৃথিবীর একমাত্র সুখী দেশ।’‘গৃহিনীদের সম্মানি নির্ধারন।’ এমন সব শিরোনামে ছাপানো পত্রিকাটির সবকাজ সম্পূর্ন করে একজন যুবক। অর্থাৎ এই পত্রিকার রিপোর্ট লেখা, সম্পাদকীয় লেখা থেকে শুরু করে মানুষের ঘরের দরজায় পোঁছে দেওয়ার কাজটুকুও করে সেই যুবক।
ছেলেটা স্বপ্ন দেখে, ভোরবেলা মানুষ পত্রিকা খুলে দেখবে কোন খারাপ নিউজ নেই। পৃথিবীতে কোন অসুন্দর নেই। কারও কোন দুঃখ নেই। খারাপ যা কিছু হচ্ছে তার সবই প্রিন্টিং মিসটেক।
এমন এক গল্প নিয়ে জনপ্রিয় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০১৮ সালে নির্মাণ করেছিলেন টিভি নাটক ‘দ্য প্রেস’। এতে প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিরাজুল ইসলাম সহ অরও কয়েকজন।
এখন প্রশ্ন হচ্ছে, ২০১৮ সালের একটা টিভি নাটক নিয়ে হঠাৎ আজ কেন লিখতে বসলাম?এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার লেখায় চলে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বাংলাদেশ ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করার পরদিন দেশের সব পত্রিকা প্রথম পাতায় মজার মজার শিরোনাম, ফটো-ফিচার ছাপিয়েছে। এদিন ভোরবেলা মানুষ পত্রিকার ভাজ খুলে একটা আনন্দের সংবাদ পড়তে পেড়েছে। অনেকেই হয়তো বলতে পারবেনা শেষ কবে পত্রিকার পাতায় একটা গুড নিউজ পড়ে দিন শুরু করেছিল।
আচ্ছা, কে না চায় দিনের শুরুটা যেন হয় একটা সুসংবাদ গ্রহণ করে! কিন্তু আমাদের দেশের পত্রিকা গুলো যে প্রথার মধ্য দিয়ে যাচ্ছে তা আর নতুন করে কি বলবো। কার আগে কে খারাপ সংবাদটা প্রচার করতে পারবে সেটা নিয়ে চলে বিশ্রী প্রতিযোগীতা। এটা করেও থেমে থাকেনা। দুঃসংবাদটা সবার আগে দিতে পারার গর্বে গর্বিত হয়ে পরের দিন একই বিষয়ে আরেকটা নিউজ করে বসে। উদাহরণ হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়া নিয়ে সমকালের নিউজটা দেখানো যেতে পারে।
যাইহোক, এসব ক্যাচাল বাদ দিয়ে মাসুদ হাসান উজ্জ্বলরে নিয়ে দুই তিন বাক্য বলি। মাসুদ হাসান উজ্জ্বল এর গল্প বলার একটা আলাদা ধরন আছে।এটা আমাকে মুগ্ধ করে। এছাড়া কেন জানি মনেহয়, মাসুদ হাসান উজ্জ্বল তাঁর দৈনন্দিন জীবনে যে মানসিক দ্বন্ধে ভোগেন, তা নাটকের চরিত্রগুলোর মাধ্যমে প্রকাশ করেন।‘দ্য প্রেস’ এর ব্যতিক্রম নয়। যারা এখনও এই নাটকটি দেখেন নি, তাঁরা সময় সুযোগ করে দেখে নিতে পারেন।
না। “দ্য গুড নিউজ” এ কোন খারাপ নিউজ থাকবেনা। এইভাবে ভালো ভালো নিউজ ছাপাতে ছাপাতে দেখা যাবে একদিন এই দেশে আর রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছেনা। মাদ্রাসায় বলৎকারের ঘটনা ঘটছে না। দেশ বদলে যাবে। পৃথিবী সুন্দর হয়ে যাবে। দেশের মানুষ আর হতাশায় ভুগবেনা। দেশ ছেড়ে বাহিরে পাড়ি জমাবেনা। মানুষে মানুষে বৈষম্য থাকবেনা। হিংসা থাকবেনা। মানুষ আর কোন খারাাপ কাজ করবেনা। রিপোর্টার পুরো দেশ ঘুরে কোন খারাপ ঘটনা পাবেনা। মানুষকে আর টাকা দিয়ে হতাশা কিনতে হবেনা।
২২টি মন্তব্য
মাছুম হাবিবী
সকাল সকাল পত্রিকা খুলে যদি কোনো গুড নিউজ পাওয়া যায় দিনটা সত্যি ভালো লাগে। লেখাটি ভালো ছিল!
আকবর হোসেন রবিন
ধন্যবাদ মাছুম হাবিবী ভাই।
ফয়জুল মহী
সুশোভন ও শ্রুতিমধুর লেখা।
আকবর হোসেন রবিন
শুকরিয়া।
কামাল উদ্দিন
তাহলে আমাদের পত্রিকার খবর হওয়া উচিৎ দ্যা ব্যাড নিউজ কি বলেন? ‘দ্য প্রেস’ দেখা হয়নি, চেষ্টা করবো সময় করে দেখে নিতে।
আকবর হোসেন রবিন
নাটকটা ইউটিিউবে পাবেন। খুব ভালো একটা কাজ। মাসুদ হাসান উজ্জ্বলের নাটক গুলো একটু ভিন্ন টাইপের। ন্যাকা ন্যাকা প্রেমের কাহিনী এতে থাকেনা।
কামাল উদ্দিন
হুমম, ধন্যবাদ।
হালিম নজরুল
মাসুদ হাসান উজ্জ্বল এবং আপনার জন্য রইল শুভকামনা
আকবর হোসেন রবিন
মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা আসছে, ‘ঊনপঞ্চাশ বাতাস’। সুযোগ হলে দেখিয়েন।
সুপর্ণা ফাল্গুনী
অন্যরকম বিষয়ে লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগেছে খুব। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময় শুভ কামনা ও শুভেচ্ছা রইল বসন্তের
আকবর হোসেন রবিন
ধন্যবাদ আপু। আপনার জন্যও রইলো বসন্তের শুভেচ্ছা।
তৌহিদ
নাটকের গল্পের প্লট খুব ভালো লেগেছে। আজকালের মধ্যেই দেখবো আশা করি।
শুভেচ্ছা রইলো ভাই।
আকবর হোসেন রবিন
নাটকটা ইউটিউবে পাবেন। খুব ভালো একটা কাজ। মাসুদ হাসান উজ্জ্বলের নাটক গুলো একটু ভিন্ন টাইপের। ন্যাকা ন্যাকা প্রেমের কাহিনী এতে থাকেনা।
ইসিয়াক
চমৎকার পোষ্ট ভালো লাগলো।
আকবর হোসেন রবিন
ধন্যবাদ, ইসিয়াক ভাই।
নিতাই বাবু
তাহলে “দ্য গুড নিউজ”-এ মনে হয় রাস্তাঘাটে ধর্ষণ, মাদ্রাসায় বলৎকারের কোনও খবই থাকবে না! কারণ এটা “গুড নিউজ” পত্রিকা। তো আমার কথা হলো, ভালো খারাপ মিলিয়ে যেন গুড নিউজ হয়।
আপনার পোস্টের লেখনী পড়ে ভালো লাগলো। তাই আপনাকে আজকের ভালোবাসা দিবসের শুভেচ্ছা! সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
আকবর হোসেন রবিন
না। “দ্য গুড নিউজ” এ কোন খারাপ নিউজ থাকবেনা। এইভাবে ভালো ভালো নিউজ ছাপাতে ছাপাতে দেখা যাবে একদিন এই দেশে আর রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছেনা। মাদ্রাসায় বলৎকারের ঘটনা ঘটছে না। দেশ বদলে যাবে। পৃথিবী সুন্দর হয়ে যাবে। দেশের মানুষ আর হতাশায় ভুগবেনা। দেশ ছেড়ে বাহিরে পাড়ি জমাবেনা। মানুষে মানুষে বৈষম্য থাকবেনা। হিংসা থাকবেনা। মানুষ আর কোন খারাাপ কাজ করবেনা। রিপোর্টার পুরো দেশ ঘুরে কোন খারাপ ঘটনা পাবেনা। মানুষকে আর টাকা দিয়ে হতাশা কিনতে হবেনা।
দাদা, আপনার জন্যও রইলো বসন্তের শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
কে চাই সকআলে উঠেই একটি খারাপ সংবাদ পড়ে মন নস্ট করতে। সবাই সুসংবাদে মত্ত থাকতে চাই।
ভাল বলএছেন। দেখিনাই দেখে নেব।
আকবর হোসেন রবিন
নাটকটা ইউটিিউবে পাবেন। খুব ভালো একটা কাজ।
মোঃ মজিবর রহমান
হ্যা দেখলাম পজিটিব ভাবাই মংগল। ধন্যবাদ।
আরজু মুক্তা
দেখে নিবো নাটকটা।
শুভকামনা।
আকবর হোসেন রবিন
ধন্যবাদ, আপু।