দেবী

পাগলা জাঈদ ১১ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৩:৫২:০৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

উদার কিছু মন খুঁজে ফিরি
নীলে- শাপলা বিহীন ঝিলে।
পাইনি।
হারিয়েছে সব বুকের চলন
বিলে।

গত রাতে কি করেছ বলতে পারো?
নাড়িয়েছ আমার দৃঢ়তার ভিত
হেসেছ স্মিত।

তখন থেকেই সে হাসি ভাঙছে আমার
হৃদয় অট্টালিকা।
আগের যাত্রায় খুইয়েছি যত
মৃত্যুর আগে তোমার ওই একটু স্মিত হাসি
ফেরত দেবে তত।

৫৪৬জন ৫৪৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ