উদার কিছু মন খুঁজে ফিরি
নীলে- শাপলা বিহীন ঝিলে।
পাইনি।
হারিয়েছে সব বুকের চলন
বিলে।
গত রাতে কি করেছ বলতে পারো?
নাড়িয়েছ আমার দৃঢ়তার ভিত
হেসেছ স্মিত।
তখন থেকেই সে হাসি ভাঙছে আমার
হৃদয় অট্টালিকা।
আগের যাত্রায় খুইয়েছি যত
মৃত্যুর আগে তোমার ওই একটু স্মিত হাসি
ফেরত দেবে তত।
১৮টি মন্তব্য
অরণ্য
ভালো লাগলো, হে কবি হৃদয়।
মোঃ মজিবর রহমান
সতত ভালো লাগা রইল।
নুসরাত মৌরিন
সুন্দর কবিতা। (y)
সায়ন্তনু
খুব সহজে লেখেন আপনি ।পড়তে কোন কঠিন লাগে না। ভাল লাগল।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা ———-
সোনেলার সবাই যে কবে আপনার মত এত ভালো লিখতে পারবে ?
এমন ভালো লিখতে না পারলে তাঁদের ব্লগে তো আপনার পদধুলি পরবে না 🙂
আবু জাঈদ
এইভাবে খোঁচা দিলেন ভাই 🙁
আবু জাঈদ
আমি কিন্তু কয়েকদিন আগেও সোনেলার ভূত দিবস নিয়ে একটা লেখা ভাল লাগায় সরাসরি এফবি তে শেয়ার করেছি।
ভাল খারাপ কথা না, বেশিরভাগ সময়ই ব্যাস্ত থাকি।
তবে এটা ঠিক যে সোনেলায় মাঝে মাঝেই আসি, কিছু লেখা পড়িও, সোনেলার পাশে আছি ও থাকব, কারো পোস্টে কমেন্ট করি আর না করি 🙂
জিসান শা ইকরাম
হ, দেখছি শেয়ার দিয়েছেন।
ফান আর করা যাইবেনা বুঝলাম 🙂
আবু জাঈদ
ফান ছাড়া কি জীবন চলে, ইচ্ছা মত করবেন। এইটুক সুখই তো জীবন রসদ
আবু জাঈদ
সবার জন্যে ভালবাসা রইল
মরুভূমির জলদস্যু
ভালো হয়েছে। -{@
আবু জাঈদ
-{@
ওয়ালিনা চৌধুরী অভি
এত ভাল লেখা ফেলে রেখে কোথায় থাকেন!
আবু জাঈদ
সীমান্তে। যেখানে ভুলের বালিহাঁস ওড়ে না।
শিশির কনা
কেমন আছেন ভাইয়া? অনেক দিন পরে আপনার লেখা পড়লাম।
আবু জাঈদ
ভাল আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আমি অনেকদিন পরই এলাম।
শুন্য শুন্যালয়
দেবী নাকি ভূত্নি? একটু স্মিত হেসেই দৃঢ় অট্টালিকা নাড়িয়ে দেয়া সহজ কথা নয় 🙂
সুন্দর ভাইয়া।
আবু জাঈদ
হা হা হা, পেত্নী