দেবী

পাগলা জাঈদ ১১ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৩:৫২:০৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

উদার কিছু মন খুঁজে ফিরি
নীলে- শাপলা বিহীন ঝিলে।
পাইনি।
হারিয়েছে সব বুকের চলন
বিলে।

গত রাতে কি করেছ বলতে পারো?
নাড়িয়েছ আমার দৃঢ়তার ভিত
হেসেছ স্মিত।

তখন থেকেই সে হাসি ভাঙছে আমার
হৃদয় অট্টালিকা।
আগের যাত্রায় খুইয়েছি যত
মৃত্যুর আগে তোমার ওই একটু স্মিত হাসি
ফেরত দেবে তত।

৫৭৫জন ৫৭৭জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ