দূরচক্রবালে সমতল থেকে সম্পর্কহীন অপূর্ব নীলকুরিঞ্জি পাহাড়
দীর্ঘ নিবিড় সন্ধ্যা কেটে এক নিষুথী রাত
একা এ আমার নিবিড়তিমিরময় দীর্ঘ রাত
দূরে গেয়ে যাওয়া প্রিয় গানের কিছু কলি
“যদি আজ না ওঠে চাঁদ,
তবে কি এসে যায় তাতে!
একটা পুরো গানের সব কলি আমার তরে নাও হতে পারে।
যতোটুকু আমার ভাবনার তলে,
কেটে তাকে ভাগ করে সাজিয়ে রাখি নিজের করে।
গভীর উপলব্ধিতে গেঁথে ফেলা
এ কথামালা কোনো শিল্পীর অলংকার
নিঃসঙ্গ এ তিমির রাতে নিজ অন্তরের নিসঙ্কোচে তা আমার পরিতৃপ্তি।
সকালে এক চিলতে রোদে
এলিয়ে পড়া নির্মল, নম্র স্পস্টতার শিশির বিন্দুর দর্পনে
অবয়বহীন এক তোমায় অবায়ব দেয়া
তা জগদ্বীশ্বরের হস্তগত।
,,,রিতু,,,কুড়িগ্রাম। ১৪.১১.১৮.
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সবই দেখছি বিধাতার ইচ্ছেধীনে রেখে দিলেন!
ন্যায্য হিস্যাটুকু অধরা অবয়বে দিয়ে দিলেন!!
পাহাড়ের পাহারিকা নীলকুরিঞ্জি! তাও!
ঘোলা দর্পণে চোখ গেলে দিলেও
কিছুই পাবে না সে।
রিতু জাহান
পাবে পাবে। পাবে না কে বলেছে। এইতো চলে যাব নীলকুরিঞ্জী না হোক কাঞ্চনজঙ্গা। দূর থেকে ভালবাসব কোনো এক পাহাড়ি নীল ফুল।
ছুতেই হবে কে বলল! না হয় নাইবা ছুলাম।
বিধাতা যদি তাই চায়, তবে তাই হোক। কবিতায় তাকে সাজিয়ে নিব।
মাহমুদ আল মেহেদী
অস্বাধারন । অনেক ভাল একটা কবিতা পড়ে দিনটি শুরু হল আজ ধন্যবাদ আপু।
রিতু জাহান
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন সব সময়। মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেলো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সবার সব কিছুতেই সাধ ইচ্ছে এক হয় না বা পাওয়া যায় না
জীবনে কিছুটা সাধ ইচ্ছে ছেড়ে দিতে হয় ঈশ্বরের নিকট।
দারুণ অনুভুতি কবি আপু -{@
এর সারমর্মটাও জানতে চাই।
রিতু জাহান
এর সারমর্ম তো আপনার সেই পোস্ট। যেটা আপনি শেয়ার করেছিলেন। নীলকুরিঞ্জী পাহাড়ের। ওটা থেকেই মূলত শব্দগুলো মনে আসলো।
ভালো থাকুন মনির ভাই সব সময়। দোয়া করবেন ভাই ছেলেটার জন্য।
জানুয়ারির চার তারিখ পরীক্ষা।
পথহারা পাখি
সবার সবটা ভালো নয়। ভালো খারাপ মিলিয়েই সবকিছুর সৃষ্টি। সবার ভালোটুকু কুড়িয়ে নিয়ে ভালো থাকাতেই শান্তি।। (3
রিতু জাহান
হুম, একদম ঠিক। ভালবাসা রইলো। ভালো থাকুন সব সময়।
সাবিনা ইয়াসমিন
নীলকুরিন্জি ,,,আমি জানি না জিনিসটা কি।বানান টাও ঠিক মতো লিখতে পারছি না।যাইহোক,,দূর্লভ কিছু হবে হয়তো । সবার হাতে ধরা দেয় না।
যদি আজ না উঠে চাঁদ
তবে কি এসে যায় তাতে।
খুব চমৎকার লিখেছেন।অনুরাগ,অভিমান,অভিযোগ,অনুভব সবটাই ফুটে উঠেছে এই কবিতায়। (3 -{@
রিতু জাহান
হা হা, নীলকুরিঞ্জী এক নীল ফুল। ভারতের দক্ষিণের এক পাহাড়ে এ ফুল ফোটে দীর্ঘ বারো বছর পরে।
ভালবাসা নিও আপু। লিখে চলো। চমৎকার লেখো তুমি।
সাবিনা ইয়াসমিন
হা,হা,হা,,বারো বছরে একবার ফোঁটা ফুল !! দুর্লভই বটে।আপনার হাতেই থাকুক সেই নীলকুরিঞ্জী।শুভ কামনা রাখে যাই। (3 (3 -{@
মায়াবতী
উফ এতো কঠিন কঠিন শব্দের অলংকার! কিভাবে পারো লিখতে!!! অসাধারণ (3
রিতু জাহান
যেমন করে তুমি শব্দ লিখ একের পর এক।
তোমার লেখার পাশে এ লেখা কিছুই না।
ভালবাসা নিও আপু।
জিসান শা ইকরাম
কোন কিছুই সব একার জন্য নয়,
এটিই সহজ ভাবে মেনে নিতে হয়।
অসাধারন হইছে 🙂
রিতু জাহান
ধন্যবাদ ভাইয়া। হ, কোনো কিছুই একার নয়।
তবে কিছু ভাগ দেয়া যায় না। তবু দিয়ে দিতে হয়।
নীলাঞ্জনা নীলা
দারুণ লিখেছো আপু।
ফেসবুকে পড়েছিলাম, মনে থাকার মতো একটা কবিতা।
খুব ভালো থেকো।
রিতু জাহান
ভালবাসা নিও আপু। কেমন আছো?
কতোদিন কথা হয় না তোমার সাথে!
তীর্থকে আদর দিও।
আমার জন্য দোয়া করিও।