ফিরিয়ে দাও মোরে দশটি বছর,
আর একটি বার প্রেম করতে চাই!
তাঁর দীঘল কালো চুলের ভাঁজে
চার আংগুলের কাঁকন হতে চাই।
ভ্রমর কালো,
হরিণ ধাঁচের চোখের মাঝে
ঘুম হারাতে চাই।
আমি একবার শুধু
প্রেমে পরতে চাই!
হাজার রঙের স্বপ্ন বোনা,
বেলায় বেলায় প্রহর গোনা,
চোখ বুঁজে তার কন্ঠ শোনা,
লোকে বলে এসব কিছুর-
বয়স আমার নাই!
প্রভু! আর দশটি বছর চাই।
বয়স যখন কুরি ছিলো,
কথায় বড্ড আবেগ ছিলো,
জয়ের নেশায় দিগ ছুটেছি,
বই এর ভাঁজে মুখ বুজেছি,
প্রেমের নাকি বয়স ছিলো –
তখন বুঝি নাই।
তাই দশটি বছর চাই।
বেলা শেষের কাব্য লেখায়,
প্রেমের চিঠি হাতের মুঠোয়,
ফুল নিয়ে দাঁড়িয়ে থাকার,
তাঁর কোমল ঘ্রানে মন মাতাবার,
বয়স আমার নাই।
প্রভু!
জীবন থেকে হারিয়ে যাওয়া
দশটি বছর চাই!
#সিকদার_সাদ_রহমান
২৮-০৫-২০১৯
২৪টি মন্তব্য
শাহরিন
অনেক ভালো লেগেছে।
সিকদার সাদ রহমান
অনেক ধন্যবাদ!
ছাইরাছ হেলাল
বাহ্
চাওয়া জারি থাকুক।
দেখি কী উঠে আসে পরের লেখায়।
সিকদার সাদ রহমান
পরের লেখায় না পাইয়া বিরহিত হইবো!
মাছুম হাবিবী
কবিতাটা আবৃতি করে পড়েছি। অনেক ভালো লেগেছে ভাই।।
সিকদার সাদ রহমান
অনেক অনেক ধন্যবাদ ভাই জান। খুব খুশি হয়েছি।
সাবিনা ইয়াসমিন
হারিয়ে যাওয়া দশ বছর ফেরত না চেয়ে দশ বছর বাড়িয়ে চাইলে ভালো হতো। পরিপক্ক প্রেমের কবিতায় প্রেম ঝরে পড়তো বৃষ্টির ফোটার মতন।
কার জন্যে এই মন এতো আঁকু-পাঁকু করছে সাদ ? কাজল নয়না কি আশেপাশেই আছে !!
সিকদার সাদ রহমান
আপা! প্রেমে পরতে জানি বয়স লাগে না, কিন্তু ইদানিং বয়সের ভারে অনেক কিছুই দেখেও দেখি না। তাই বয়স টা একটু কমিয়ে চাই যেনো সব কিছু দেখতে পারি এবং দেখলে কোন অন্যায় না হয়!
ব্লগ সঞ্চালক
যদিও সোনেলার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষনা আসেনি ম্যাগাজিনের জন্য লেখা জমা দেয়ার শেষ তারিখ বৃদ্ধির, তারপরেও নতুন লেখকদের লেখা ম্যাগাজিনে নেয়ার জন্য আমরা এই সময় বৃদ্ধি করার অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছি। দু একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষনা আসবে।
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
সিকদার সাদ রহমান
ধব্যবাদ ভাই! অনেক অনেক ভালবাসা!
মনির হোসেন মমি
হুম।চমৎকার অনুভুতি।আসলে প্রেমে পড়া আর প্রেম করার কোন বয়স নেই তবে যৌবনের প্রেমের মজাই আলাদা।দারুণ।
সিকদার সাদ রহমান
আবার জিগায়! যৌবনে মৌবন! বৃদ্ধে বৃন্দাবন!
তৌহিদ
দারুন অনুভূতি, আর শব্দবুনন শৈলীতে আপনি পটু তা লেখা পড়লেই বোঝা যায়। সোনেলায় এত্ত এত্ত কবিদের ভীড়ে আমার আর বুঝি কবি হওয়া হলোনা।
ভালো থাকবেন। শুভকামনা।
সিকদার সাদ রহমান
ভাই, টিপ্পনী কাটলেন না ভালোবাসলেন বুঝলাম না, তবে যাই বলেন আশাবাদী হইলাম! আপ্নার জন্য অনেক ভালবাসা
আরজু মুক্তা
শব্দবুনন ভালো লাগলো।দশটি বছর পেরিয়ে এখন কি করবেন?
জানার অপেক্ষায়
সিকদার সাদ রহমান
এখন হা হুতাশ করি। আর কিছু করার নাই।
বন্যা লিপি
আহারে কি আকুতি ১০টি বছর আরো চাইবার!!! তোমার ইচ্ছা পূরন হোক। সবিস্তারে বর্ননা কইরো এরপরে কি কি দেখিলা ভাইডি!!!
অনেক অনেক ভালো লেখা। বেশি বেশি লেখো আরো। তোমার জন্য শুভ কামনা সতত।🌷🌷
সিকদার সাদ রহমান
পাইলে জানামু! না পাইলে?
জিসান শা ইকরাম
দশটি বছরের জন্য কত আকুতি!
ভালো লাগলো কবিতা।
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
অনেক ধন্যবাদ ভাই। ভালবাসা রইলো।
রাফি আরাফাত
১০ টি বছর আহা। কিছু বলবো না। ভালো লাগা মন থেকে ভাই। ধন্যবাদ
সিকদার সাদ রহমান
কিছু বলা দরকার নাই। ১০ টি বছর আপনারো হোক।
শামীম চৌধুরী
প্রভু!
জীবন থেকে হারিয়ে যাওয়া
দশটি বছর চাই!
প্রভু জীবন থেকে কোন সেকেন্ড হারাতে চাই না। এই হলো আমার কায়োমনোবাক্যে প্রার্থনা।
সিকদার সাদ রহমান
আপনার কামনা পূরণ হোক