তোমায় আজ ঘৃণা করবো বলেই এই কবিতা……

সিহাব ১২ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার, ০১:৪২:১৮পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

তোমায় ঘৃণা করবো বলে

আজ খুব করে পণ করেছিলাম !

ভেবেছিলাম ভাল যেহেতু বেসেছিলাম অনেক

দেখিনা একদিন ঘৃণার রঙ মনের ভিতরে এঁকে !

কিন্তু হায় !

আজ যখন তোমার খারাপ দিকগুলো খুঁজছিলাম,

কোন টা ঘৃণার, আর কোনটা যে ভালোবাসার-আমি কুলই পাইনি !

তুমি আমায় যখন খুব বকো-আমারি কিছু ভুলে

তখন আমি তোমায় ঘৃণা করতে চেয়েছি !

তোমার সে গা-জ্বলা কথার মাঝেও যেন

কি একটা আছে ! মাদকতা ? ভালবাসা ? কি জানি !

যেভাবে তুমি আমায় তিরস্কার কর

তাতে আমি খুবই পুরস্কৃত হই !

তোমার তেজমাখা কথার আওয়াজ

আমায় তোমাকে অন্য ভাবে প্রেমে পড়ায় !

আমি ছোটলোকের মত করে খাই

এই কথা সে অনেক বছর ধরেই শুনেছি !

করেছি সে ভুল বারবার

শুধু তোমার বকুনি-ভরা মুখের অভিব্যক্তি দেখবো বলে !

ঘন্টায় ঘন্টায় একমিনিটের জন্যে ফোন করিনি বলে

কৈফিয়ত চেয়েছো সেই ফোনেই ।

ঘন্টা পর ঘন্টা ধরে রাগ ঝেড়েছো আবেগমাখা অভিযোগে !

কিন্তু তুমি তো জানো না

ফোনে ঝগড়া আর সরাসরি ঝগড়া এক নয় !

দুটিতেই তোমার ভিন্নকন্ঠ শুনতে যে পাই !

আর কন্ঠের ভিন্নতা মানে

তোমায় ভালোবাসার এক ভিন্ন দিক !

হায়, এ কি !

আমি যে তোমায় ঘৃণা করবো বলেই

আজ কবিতা লেখতে বসেছিলুম ।

যেভাবে তোমায় আমি ঘৃণা করি

সে তো ঘৃণা নয়ই-বরং ভালবাসা !

হয়তো তোমার প্রেমে পড়ে ভালবেসেছি বলেই

আজ একদিনের জন্যেও তোমায় ঘৃণা করতে পারি নি !

নাকি তুমি আমার শুধুমাত্র ভালবাসার !

ঘৃণার নও ! একমুহুর্তের জন্যেও নও !!

২৯২৭জন ২৯২৭জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ