
: তোমার জানালায় অনেক শব্দ রেখে যাবো।
-আমি কালো কাঁচের শার্শি খুলে দিয়ে তুলে নেবো শব্দের বৈচীদানা। একটার পর একটা সুতোয় গেঁথে নেবো ভাষা কাব্যের মালা।
:তোমার চুলে রেখে যাবো হাত।
– এলো চুলে নির্বাক শব্দে থির হয়ে দেখবো দূরের আকাশ। ভুলে যাবো কোথাও কখনো আগেও বেজেছে সারেঙ্গীর সুরতাল!
: হাতে রেখে যাবো আমার আঙুল।
–ছোঁয়াটুকু থেকে যাবে গহিনের বন্দরে!
:তোমার আঁচলে রেখে যাবো আদর
–বিমূর্ত সময় থমকে যাবে অসময়ের সমতার ফিসপ্লেটে। মুখবন্ধ উচ্চারনে আওড়ে যাবে শালিক আর চড়ুইয়ের সঙ্গীত।
: দৃষ্টিতে রেখে যাবো কায়া
তোমার হৃদয় ছিনতাই করেছে কেউ?
নাহলে রেখে যাবো মায়া।
— রূপকথার গল্পেরা জ্বালাবে নীলচে আলোর ছায়া। যেথা প্রহরের গুঞ্জণে উঠবে জেগে প্রাচীণ সাঁঝমায়ার বাতি।
পাঁজরের কাছে কান পেতে জেনে নাও, ওইখানে কে গড়েছে নিবাস অলক্ষ্যে এসে!
: তোমার নূপুরে রেখে যাবো হৃদয়ের ছন্দ;
–আলতা রাঙা হয়ে উঠবে অবাধ্য শৃংখলে বাঁধা পায়ের গোড়ালি। জলছাপ শাড়ির আঁচল গুজে কোমড়ে উঠবে নেচে সবুজ কিশলয়ের বুকে বৃষ্টি যেমন আছড়ে পড়ে!
: কাঁধে রেখে যাবো ঘামের গন্ধ। চিবুকে রেখে যাবো আমার স্পর্শ!
–ঋদ্ধ হবো বারে বারে। হবো ঝিলের জলের ফোঁটা জলপদ্ম। তবু থেকেই যাবো অধরা আকাশের প্রাহরিক কাব্য হয়ে।
: তোমার সিথানে রেখে যাবো অপরাজিতা। পায়ের কাছে রেখে যাবো নিশির শিশির।
–থেকে যাবো অনন্তকালের মেঘবালিকা। শিশিরে ভেজাবো আধেক তৃষ্ণার অধর! তোমার কন্ঠ আমি একটা জীবন ধরে চাই। দিও অজস্র ব্যাথা আর লম্বা ছুটির অবসর । তবু বলোনা আলবিদা।
৪৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হইলাম। মন্তব্য আমিও পরে করুম
বন্যা লিপি
💐🌹🌸💐🌹💐🌹💕❤🍀💮💗এই সব আপনার। মন্তব্যের অপেক্ষায় রইলাম। এটা নিশ্চিত। আপনে সোনেলার চৌকিদার😜😜 আপনার আগে আরেকজন আছেলো এইখানে, দেখি তাঁরে আপনে কবে টপকান। এখনো পারেন নাই টপকাইতে যদিও। এমন কোনো পোস্ট ছিলোনা যেখানে তেনার আগে কেউ ফাস্টু হইতে পারতো। দু একবার বড় ছাড়া।
সুপর্ণা ফাল্গুনী
আপু তার নামটা জানতে খুব ইচ্ছা করছে। তো ফার্স্ট সেকেন্ড এর জন্য একখান পুরষ্কার রাখলেইতো পারে এডমিনগণ। একটু চা/কোক বা বিস্কুট হলেও মন্দ হতো না
বন্যা লিপি
ছোটদি, তাহার নামটা এইখানে আর লইতে চাইনা দিদি। ইনবক্সে আইসেন, চুপি চুপি কমুনে।
আমিও আপনার সাথে সহমত ঘোষনা করিতেছি….সঞ্চালকগণ ফাস্টু কমেন্টারগো জন্য প্রাইজ পুরস্কারের বিধি ব্যাবস্থা রাখতে হবে / রাখা চাই😊😊
তৌহিদ
সবকিছু সবসময় দিয়ে গেলেই হয়না। কিছু ভালোবাসার চিহ্ন নিজের কাছেও রেখে দিতে হয়। না হলে দেখবেন ভালোবাসা চুরি করে তিনি জানালা দিয়েই পালিয়েছেন। অবশ্য বিরহ বেদনা ভালোবাসলে সেটি ভিন্ন বিষয়।
শুভকামনা আপু। সুন্দর লেখা পড়লাম।
বন্যা লিপি
কিছু কিছু ভালবাসা নিরবেই জানলায় এসে এভাবেই রেখে যায় চিহ্নসকল। চুরি করার বিদ্যার্জন যারা করতে জানে তারা স্বভাব ফেরাবে কেমন করে বলুন? মেঘবালিকারা আজীবন আলবিদা শুনতে না চাইলেও মেনে নিতে বাধ্য হয়, ব্যাথা বেদনার ভালবাসা।
শুভ কামনা ভাই।
দালান জাহান
তোমার হৃদয় ছিনতাই করেছে কেউ! অসাধারণ
বন্যা লিপি
অথচ সেই কেউটা জানতেও দিলো না, কখন কে করলো চুরি মেঘবালিকার হৃদয়।মন্তব্যে ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“থেকে যাবো অনন্তকালের মেঘবালিকা।
শিশিরে ভেজাবো আধেক তৃষ্ণার অধর!
তোমার কন্ঠ আমি একটা জীবন ধরে চাই।
দিও অজস্র ব্যাথা আর লম্বা ছুটির অবসর ।
তবু বলোনা আলবিদা।”
এরকম আবেদনে কেউ সাড়া না দিয়ে যাবে কই ?
আমি তো বলব না আলবিদা
নিত্য পান করে যাব অমৃত সুধা।
ভাল লাগলো। শুভ কামনা।
বন্যা লিপি
সেই কেউটা যে কে আগে জানুক মেঘবালিকা তারপর না হয় দেখা যাবে কে কতটা সুধা পান করলো।
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।শুভ কামনা।
ফয়জুল মহী
কমনীয় ভাবনা
বন্যা লিপি
ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আমার তো মনে হয় ভালোবাসা জানালা দিয়ে চোরের মত ঢুকে আর যে যাবার সে দরজা দিয়েই দাম্ভিকতার সাথে , বুক ফুলিয়ে প্রস্থান করে হৃদয় জয় করার বাজীতে। ভালোবাসলে কিছু রেখে ভালোবাসা যায়না , মনে হয় নিজের সবকিছুই তার পদতলে সমর্পণ করতে। আপু এই হলো সেই কাঙ্ক্ষিত মেঘবালিকার কবিতা? দারুন হয়েছে। ভালো থাকুন।
বন্যা লিপি
ব্যাপারটা বোঝেন নি, গুপ্ত প্রেমিক নিজেই জানেনা মেঘবালিকাকে সে ভালবাসে না কেবলই ভালোলাগে? তাইতো এত এত কিছু দিয়ে রেখে যেতে চাওয়ার কথা বলে যাওয়া। না ছোটদি, এটা সেই মেঘ বালিকার লেখাটা নয়। ওটা এখনো পুরোটা লেখা শেষ হয়নি। সেটাও হবে এই সিরিজেরই অংশ। ছোটো গল্পের আদলে। ওটা আমি একটু সময় নিয়েই দাঁড় করাতে চাইছি। ভালো থাকবেন। শুব কামনা, ভালবাসা।
সুপর্ণা ফাল্গুনী
আপু আমি তৌহিদ ভাইয়ের মন্তব্যের উত্তর দিয়েছি। সাথে মেঘবালিকার কথা মনে হলো তাই দুটো মিলে গেছে মন্তব্যে
সাবিনা ইয়াসমিন
তবু্ও বলো না আলবিদা।
অথচ এটাই শুনতে হয় বারবার 🙁
বন্যা লিপি
তোমার মন খারাপ ময়না? নইলে তুমি এমন দুইলাইনে মন্তব্য তো করোনা সাধারনত!
তবুও আলবিদা শুনতেই হয়।
ভালবাসা তোমাকে ❤❤❤
সাবিনা ইয়াসমিন
মন খারাপ কিনা বুঝি না আজকাল।
মন মনের ভেতর নেই 🙁
অনেক কিছু লিখতে চেয়েছিলাম বন্যা। কিন্তু মন সাপোর্ট করছে না।
অন্তহীণ ভালোবাসা তোমাকেও ❤❤
জিসান শা ইকরাম
নিজের সাথেই নিজেই কথা বলা,
চমৎকার লেগেছে এই আইডিয়াটা।
লেখাও হৃদয়গ্রাহী।
শুভ কামনা।
বন্যা লিপি
এই প্রথম চেষ্টা করলাম ডুয়েট লেখার। অনেক ভেবেছি এটা নিয়ে। কে কিভাবে নেয়? সবার ভালো লাগলে সামনে আরো চেষ্টা করতে চাই। ভালো থাকবেন।সাবধানে থাকবেন সবসময়।শ্রদ্ধা রইলো।
নিরব সাগর
তোমার অজান্তে রেখে যাবো আমি আমাকে।
সুন্দর উপস্থাপন
বন্যা লিপি
এই লাইনটা কোথায় পেলেন ভাই?
নিরব সাগর
আমি লিখলাম ভালোবেসে
বন্যা লিপি
ওহ্……যদিও লাইনটার অন্তর্নিহিত তাৎপর্য আমি ধরতে পেরেছিলাম! তবুও ক্লিয়ার হবার জন্য প্রশ্নটা রেখেছিলাম।
আপনার এক লাইনের মন্তব্যে আমি অভিভূত! মূল থিমটাই আপনি একলাইনে বলে দিয়েছেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
অপূর্ব! ভালো লাগল,আপু।
বন্যা লিপি
আপনার ভালো লাগলো জেনে কৃতজ্ঞ হলাম। ধন্যবাদ জানবেন।শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
কথোপকথন লেখাটা আপনার লেখনীতে দারুন হয়। আপনি কিভাবে একজন পুরুষের গোপন ভাবনাগুলো কে ধারণ করতে পারেন, তার রোমান্টিকতা ছুঁয়ে যেতে পারেন অবলীলায়? তার সাথে প্রত্যুত্তর গুলো সাজিয়ে নেন চমৎকার দক্ষতায়। আমি একবার চেষ্টা করবো সাহস নিয়ে বুকে। আমার জন্য আশীর্বাদ করবেন
বন্যা লিপি
আমার আগের পোস্টটা পড়ে আসুন আবার দিদি।” ও কার বোন জানিস তো?” দীপা জানেনা ভালবাসা কারে কয়?……এটা ছিলো শেষ লাইন। এই লেখায় মেঘবালিকা জানে না জানালায় ভালবাসার শব্দ রেখে যাওয়া যুবকের পরিচয়! এবার মিলিয়ে দেখুন। দুটো পোস্টের মধ্যে লেখক বলে গেছে প্রেম আর ভালবাসা’র পার্থক্য।
আমি নিজে মনে করি, আমি যত পড়ি,ততই আহরণ করার চেষ্টা করি। রোমান্টিক গল্প কবিতা তো কম পড়িনা! তাহলে একজন যুবকের মনে গ্রথিত কথামালা তুলে ধরাটা খুব বেশি কঠিন বলে মনে হয়নি আমার কাছে,অথবা বলতে পারেন আমি নিজে হলে একজন পুরুষের ভালবাসা কেমন চাই? সেটাই লেখায় উঠিয়ে নিয়ে এসেছি!
রোমান্টবকতা না থাকলে আপনি নিজেও লেখায় প্রাণ দিতে পারবেন না। ফর্মূলা মূখস্থ্য করা কঠিন কিছু না দিদি😜
আপনিও চেষ্টা চালিয়ে যান, ভাবুন ভাবতে পারলে লিখতেও পারবেন প্রাণময় সবুজ সুবজ লেখা।
কবে এই মন্তব্যের জবাব দিতে দিতে আমার মনে একটা ভাবনার উদয় হলো থাক এখানে বলছি না আর…. ভাবনাগুলো গুছিয়ে নিয়ে পোস্ট লেখার চেষ্টা করবো।
বন্যা লিপি
দুঃখিত, বানানে প্রচুর ভুল রয়ে গেলো। কষ্ট করে বুঝে পড়ে নেবেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
হুম মনে আছে লেখাটা। ধন্যবাদ আপু এতো সুন্দর করে সাজিয়ে উত্তর দেবার জন্য। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
গোপনপ্রেম অজস্র বাহানায়
চলে যেতে চায়, চলে যেতে চায় ছলছুঁতই
সত্যিই কি চলে যেতে চায়,
নাকি পরীক্ষা নেয় গোপন অভিসারে-
লিপ্ত প্রিয়তমার/প্রিয়তমের!!
যদি পরীক্ষাই হয়
১০০তে ২০০ নম্বর পাওয়ার কথা।
দারুণ ছিলো কথোপকথন আপু
চোখের সামনে যেনো দুটো মানুষকে বলতে শুনলাম কথা গুলো। অসাধারণ প্রকাশ
বন্যা লিপি
সুপর্ণা দিদিকে যে উত্তর দিয়েছি, তোমাকেও বলবো সেই একই জবাব। তোমার মন্তব্যের জবাব আলাদা করে আর দিলাম না।
লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভালবাসা জেনো।শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অনন্ত ভালোবাসার আশ্বাস আস্বাদন এক কথায়।
সুন্দর।
বন্যা লিপি
আগের গল্পের মন্তব্যের জবাবে বলেছিলাম….পরের লেখায় না হয় নিয়ে আসবো প্রেম ভালবাসার পার্থক্যটা কেমন হতে পারে, তা নিয়ে কিছু লিখব। এখানে সেই চেষ্টাটাই করার দুঃসাহস করলাম বলতেই পারি। কেউ কেউ যেমন বলে-“ভালবাসা এইটা আর প্রেম ওইটা”
কৃতজ্ঞতা রইলো শ্রদ্ধাসহ।
প্রদীপ চক্রবর্তী
এত সুন্দর করে ভাবনাগুলোকে কেমন করে উপস্থাপন করেন দিদি।
খুবি ভালো লাগলো দিদি।
বন্যা লিপি
তুমিও তোমার মতো যেমন!! তেমন করেই আমিও আমার মত।
শুভ কামনা নিরন্তর দাদা ভাই।
আরজু মুক্তা
আলবিদা মুখে বলে মনপ্রাণ ঢেলে ফিরে আসা। অভিমানিনী লিখা।
দারুণ।
বন্যা লিপি
আহা….. কি সুন্দর বলে গেলেন ভাস্তি! ভালবাসা রইলো।
সাদিয়া শারমীন
খুব সুন্দর উপস্থাপন ভালো লাগলো।
বন্যা লিপি
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো জেনে কৃতজ্ঞ হলাম। শুভ কামনা।
হালিম নজরুল
“ঋদ্ধ হবো বারে বারে। হবো ঝিলের জলের ফোঁটা জলপদ্ম। তবু থেকেই যাবো অধরা আকাশের প্রাহরিক কাব্য হয়ে।”
————-ভাল লাগল।
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদ রইলো ভালোলাগায়।
আতা স্বপন
অনবদ্য লিখনি! সংলাপ ভাবনা! অনেকটা গীতি কাব্য।
শুভ কামনা!! ধন্যবাদ!!
বন্যা লিপি
শুভ কামনা। ধন্যবাদ