
স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে।
সব ভুলে অদম্য আবেগে ব্যাকুল হই
অমত্ত ভালোবাসার সরোবরে।
একটু খানি ভালবাসার ছোঁয়া
এ মন কে এমনভাবে আন্দোলিত করে
মোহমত্ততা হয়ে যাই।
একটু দেখার সুখস্মৃতি টুকু অদেখা সময়ের পাথেয় থাকে।
হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত
চাওয়া-পাওয়ার উঠোনে।
পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি
বিজন ভালোবাসার অরণ্যে।
২৪টি মন্তব্য
আরজু মুক্তা
ভালোবাসা দিয়ে ভালোবাসা খুঁজতে হয়।
তবে, একচেটিয়া ভালোবাসা ভালো না।
শুভকামনা
শিরিন হক
ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। সে পাহাড় আর প্রেমিক যেই হোক।একচেটিয়া প্রেম না হলে আকাশ এত সুন্দর হতোনা। সাগর হতনা ছলনাময়ী। প্রেমিক মন মানেনা ধর্মের কাহিনী।
মন্তব্যে খুশি হলাম। ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার মানুষকে খুঁজতে হয় তখনই , যখন মানুষটিও সম পরিমান ভালোবাসে। নয়তো এক তরফা ভালোবাসা নিজের জন্যে বেদনাদায়ক, অপর পক্ষের জন্যে বিব্রতকর হয়।
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
প্রেমিক মন কোনো নীতিকথা মানেনা।
ধন্যবাদ মন্তব্যের জন্য
সঞ্জয় মালাকার
হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত
চাওয়া-পাওয়ার উঠোনে।
পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি
বিজন ভালোবাসার অরণ্যে।
ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকতে নেই।
নিঃস্বার্থ ভালোবাসতে হয়।
চমৎকার উপলব্ধি, কবিতা বেশ ভালো লাগলো।
শিরিন হক
অশেষ ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
একটু দেখার সুখস্মৃতি টুকু অদেখা সময়ের পাথেয় থাকে। এই অনুভুতিই সর্বনাশ!!
ভাল বাসা না থাক্লে সেখানে ভালবেসে লাভ নাই।
শিরিন হক
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
আপনাকেও শুভেচ্ছা ।
কামাল উদ্দিন
ভালোবাসার ছোয়া পাওয়ার জন্য ছুটে যাই আমরা সবাই…………….ভালোবাসার কবিতায় ভালোলাগা
শিরিন হক
ধন্যবাদ
কামাল উদ্দিন
শুভেচ্ছা
নাজমুল হুদা
ভালোবাসাও চাহিদা অনুযায়ী হওয়া উচিত।
নইলে কষ্ট পেতে হয় দীর্ঘ সময় ধরে …
শিরিন হক
ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত
চাওয়া-পাওয়ার উঠোনে।
পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি
বিজন ভালোবাসার অরণ্যে।
বেশ দারুণ কাব্যানুভূতি।
ভালো লাগলো দিদি।
শিরিন হক
ধন্যবাদ
নিতাই বাবু
<blockquote< স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে।
যেখানে ভালোবাসা নেই, সেখানে কিছুই নাই! শুধুই হাহাকার! ভালোবাসা বেঁচে থাকুক আজন্মকাল।
শিরিন হক
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
এ খোঁজাখুঁজি থেকে যাবে আজন্ম আমাদের
চিন্তা ও চেতনায়, প্রকাশে অপ্রকাশে।
শিরিন হক
একদম সঠিক মন্তব্য
জিসান শা ইকরাম
খুঁজতে খুঁজতে আবার অরণ্যে হারিয়ে না যায় যে খুঁজে সে।
এমন ভালোবাসায় ব্রেক ( গাড়ির ব্রেক ) না করলে তো বনবাস নিশ্চিত।
কবিতা ভালো হয়েছে খুব,
শুভ কামনা।
শিরিন হক
হা হা হা চমৎকার মন্তব্য।ধন্যবাদ
এস.জেড বাবু
পাহাড়ের অনুভুতি জাগ্রত হউক
স্পর্শের আকুলতায়
পথ ভোলা পথিক নিড় খুঁজে পাক
বিজন ভালবাসায় ।
চমৎকার লিখা দারুন
শিরিন হক
ধন্যবাদ