
তুমি ছিলে ৭ই মার্চের রেসকোর্স ময়দানে,
তুমি ছিলে মুক্তিকামী জনতার মুক্তির মিছিলে।
তুমি ছিলে অবিচল, অনড় সোনার ছেলেদের যুদ্ধজয়ে,
তুমি ছিলে অজর, জাতির পিতা-
বন্দী কারাগারে।
তুমি ছিলে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে,
তুমি ছিলে লাখো শহীদের বুকের পাঁজরে।
তুমি ছিলে বীরাঙ্গনাদের ভালোবাসার সতীত্বে,
তুমি ছিলে মৃত মায়ের আঁচলে শিশুর দুগ্ধপানে।
তুমি ছিলে স্বাধীনতার ধমনী- শিরাতে,
তুমি ছিলে পাক- হানাদের যম আতঙ্কে।
তুমি ছিলে সন্তান হারানো অর্ধনগ্ন মায়ের ক্রন্দনে,
তুমি ছিলে স্বামী হারানো বিধবার বৈধব্যে।
তুমি ছিলে রাজাকার আলবদর দের মৃত্যু শঙ্কাতে,
তুমি ছিলে দেশদ্রোহী,মীরজাফরদের দুঃস্বপ্নের থাবাতে।
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
তিনি ছিলেন আছেন থাকবেন এ জাতীর হৃদয়ে।
সুপর্ণা ফাল্গুনী
হুম আছেন, থাকবেন চির অমর হয়ে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়
হালিম নজরুল
তুমি ছিলে লাখো শহীদের বুকের পাঁজরে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন
মনির হোসেন মমি
বঙ্গবন্ধু বাঙ্গালী হৃদয়ের সর্বোত্রই বিরাজমান।যদি বাংলাদেশ বলি তবে বঙ্গবন্ধুর আরেক নাম। খুব ভাল হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ইঞ্জা
আমি এক বাক্যে বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
ইঞ্জা
ভালো থাকবেন আপু।
তৌহিদ
একজন বঙ্গবন্ধু, একটি তর্জনী, সেই ভারাট কণ্ঠস্বর। আমি বাঙালি আমাদের দাবায়ে রাখতে পারবা না। সেই ভাষণ যখনি শুনি মনে শিহরণ জাগে। বারবার শুনতে ইচ্ছে করে। আর আপনার লেখায় বঙ্গবন্ধুকে নতুন করে পেলাম।
খুব সুন্দর লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
ইসিয়াক
বঙ্গবন্ধু চিরকাল থাকবেন আমাদের সকলের অন্তরের অন্তস্তল জুড়ে।
শুভকামনা রইলো দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো। ভালো থাকুন শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
একটি দেশ,একটি তর্জনী,একটি প্রাণ,,
তুমি লক্ষকোটি জনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
সুপায়ন বড়ুয়া
তুমি ছিলে বাঙালীর হৃদয় মন্দিরে।
অসাধারন। ভালো লাগলো দিদি
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
স্বাধনতাকামী মুক্তিবাহিনীর প্রধান অস্ত্র এগিয়ে যাওয়ার মুল মন্ত্র। তাদের সকল প্রেরনার উতস।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ সকাল
জিসান শা ইকরাম
তিনি এমনই ছিলেন,
থাকবেনও আমাদের অন্তরের অন্তস্থলে।
সুন্দর হয়েছে,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। থাকবেন অমর হয়ে বাঙালির হৃদয়ে।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা