
তুমি আসবে বলে শাড়ি পড়েছি,
কপালে পড়েছি সিঁদুর রাঙা টিপ।
দু’চোখ মেখেছি কাজল কালিতে,
খোঁপায় গুঁজেছি একগুচ্ছ শ্বেত শুভ্র ফুল।
দু’হাতে পড়েছি কয়েক গুচ্ছ রেশমী কাঁচের চুড়ি।
অধরের পাপড়ি সেজেছে মিষ্টি অধরঞ্জনীতে।
আলতারাঙ্গা নগ্ন পায়ে জড়িয়েছি রূপালী মঞ্জীরদল।
তুমি আসবে বলে নীলাম্বর সেজেছে মেঘের গুচ্ছে-
তোমাকে আমাকে ভেজাবে বৃষ্টির শীতল পরশে।
চৈতালি থমকে গেছে দিগন্তের সীমানায়,
রবি ঢেকেছে মেঘের আড়ালে।
চাঁপা, হাসনাহেনা, গন্ধরাজ গন্ধে করেছে আকুল।
নব সুর বেঁধেছে দোয়েল, শ্যামা ,শালিক, বুলবুল ।
তুমি আসবে বলে বাতাবিলেবু, জামরুল গাছটা-
নতুন কুঁড়ির শতদল নিয়ে দাঁড়িয়ে আছে,
তুমি আসবে বলে কোলাহল মুখর শহরটা-
নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে।
দূরের সমাধিক্ষেত্র বুনো ফুলের মাদকতায় বুঁদ হয়ে রয়েছে,
কিয়দংশ পড়া বইটা এখনো বিছানার এককোণে পড়ে আছে।
তুমি আসবে বলে-তোমারি পথপানে চেয়ে বসে আছি ।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আসবে!! তাতেই এত্ত কিছু!!
আইলে কী হবে তাও যদি একটু বলতেন!!
সুপর্ণা ফাল্গুনী
বলবো অন্য কোন পোস্ট এ। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন শুভ কামনা রইলো। শুভ সন্ধ্যা
ইসিয়াক
অপেক্ষার প্রহর শেষ হোক ,এটাই কামনা।
চমৎকার কবিতায় ভালো লাগা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগলো মন্তব্যে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা। শুভ সন্ধ্যা
প্রদীপ চক্রবর্তী
দূরের সমাধিক্ষেত্র বুনো ফুলের মাদকতায় বুঁদ হয়ে রয়েছে,
কিয়দংশ পড়া বইটা এখনো বিছানার এককোণে পড়ে আছে।
তুমি আসবে বলে-তোমারি পথপানে চেয়ে বসে আছি ।
বাহ্!
দারুণ কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা
সুরাইয়া পারভীন
অপেক্ষার অবসান ঘটিয়ে
প্রিয়তম ফিরে এসো নীড়ে
আজন্ম তৃষিত হৃদয়ের তৃষ্ণা
তুমি বিনে মিটবে ক্যামনে
দারুণ লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো মন্তব্য টি। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আপনিও ভালো থাকবেন দিদি
সুপায়ন বড়ুয়া
সে যদি আসে না ফিরে
তুমি কেন থাক বসে কোন ছলে ?
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগলো জেনে খুশি হলাম দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
হালিম নজরুল
কবিতা পড়ে দোয়া করে দিলাম সে আসুক। কিন্তু আসার পরে তো আর আমাদের কইবেন না। হা হা হা
সুপর্ণা ফাল্গুনী
কমুনে ভাইয়া যদি আসে। 🙂🙂🙂 ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
আসবে আসবে, কবিতার ঘ্রাণে ঠিকই আসবে। আসলে মা জানি আরও কি লিখবেন!!
তৌহিদ
না জানি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দেখি আগে আসুক তারপর কি লিখবো বিধাতাই জানেন। ভালো থাকুন সুস্থ থাকুন
রেহানা বীথি
আহা আহা, কী মিষ্টি প্রতীক্ষা!
অপূর্ব লিখলেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও মিষ্টি মিষ্টি ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা
ফয়জুল মহী
নিপুণ ভাবনার নান্দনিক উপস্থাপন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নীরা সাদীয়া
সেই ‘তুমি’ টা কি সত্যিই কখনো আসে? হয়ত আসে, কিন্তু অসময়ে আসে।
সুপর্ণা ফাল্গুনী
হুম হয়তো আসে হয়তোবা আসে না, তবুও অপেক্ষা করে যায়। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
জিসান শা ইকরাম
কেউ আসবে তাতেই এমন প্রস্তুতি!
আসলে না জানি কি হয়!
ভালো হয়েছে খুব ছোট দি,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো আপনার জন্য