
ঝুল বারান্দার মতো তুমি, আমি, আমরা ঝুলে আছি।
চাওয়া পাওয়ার হিসেব-
বামন হয়ে চাঁদের শুভ্রতা নিজস্ব সম্পত্তি,
ডোবায় পদযুগল ভিজিয়ে সমুদ্রের অতল পরিমাপ করা,
পৌষালি অংশু মেখে শীতের উষ্ণতা ছুঁয়ে থাকা!
কুয়াশার ধূসরতায় ডুবে যাচ্ছে অন্তহীন পথ-চলা।
শিরা-উপশিরায় বিষের লহরী উপচে পড়ছে অনুভবহীন যন্ত্রণার মৃত্যুপথে।
কাঁচের চুড়িতে ঘুন ধরেছে-
কলঙ্কের কালিমায় আলোকজলে ধূসরতা দীর্ঘায়ু ছুঁয়েছে।
ধ্রুম্রজালে রোদকণা ক্ষয় রোগে সমর্পিত,
নির্ঘুম রাত বাতাসে হুতুম-পেঁচার চিঁ চিঁ আওয়াজ।
প্রেমহীন নারী-পুরুষ গন্ধবিহীন রক্তিম শিমুলের অনল,
যে অনলে পুড়ে খাঁটি হয় যে ফাগুন।
আধ খাওয়া চাঁদটা যেন টোল পড়া নারীর মুখাবয়ব;
যেন হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় দুআঙুলের আদুরে স্পর্শে।
ঠোঁটের আঙ্গিনার উষ্ণতম তাপে হৃদয়ের ফসল ঘরে তোলে প্রেমের কৃষাণ-কৃষাণি।
যামিনী নাভিমূলে উষার প্রাতরাশ উৎসর্গ করে ময়ূখমালী।
রচনাকাল-৭ই জানুয়ারী ২০২১
ছবি-গুগল
২৮টি মন্তব্য
বন্যা লিপি
কি সে বোধ করে রাখে আচ্ছন্নের মত মহুহা মাতাল! কী সেই হাহাকারের বামুন চাঁদ! তবে কেন এইসব জাগতিক সিঁড়ি ভাঙতেই হয় না ভাঙার ইচ্ছেতে? কেন প্রশ্নেরা নিরবধি থেকে, না পাওয়া উত্তরের খিল আঁটা দরজার ওপারে? তবু কেউ সুখী হয় পৃথিবীর অভ্যন্তরে, যেখনে জলাঙ্গীর ঢেউ বড় দামী।
বড় দামী সেইসব রোদের আগুন ;
যেথায় ঝুলে থাকে সম্পর্কের ময়ুখমালী…………
সুপর্ণা ফাল্গুনী
সব প্রশ্নের উত্তর হয়না বা দেয়া যায় না তাইতো তারা খিল আঁটা দরজার ওপাশেই থাকে। তাতে মনে হয় সবার জন্যই মঙ্গল। যারা সুখ খুঁজে নিতে পারে তারা শ্যাওলা, কিটের মধ্যেও সুখী। অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 🌹🌹। ভালোবাসা অবিরাম 💓💓। শুভ সকাল
পপি তালুকদার
“কুয়াশার ধূসরতায় ডুবে যাচ্চে অন্তহীন পথ চলা”জীবনে নেমে আসে গহীন অন্ধকার, কেউ নেই পথে চেয়ে দক্ষিণ দুয়ার খুলে।ঝুলে আছি অন্তকাল… কবিতা পড়ে ভালো লাগলো।শুভ রাত্রি।
সুপর্ণা ফাল্গুনী
দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা, আনন্দ। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
ফয়জুল মহী
অসাধারণ সৃজন সৃষ্টি।
চমৎকার কাব্যিক ভাবনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
চাওয়া পাওয়ার হিসেব-
বামন হয়ে চাঁদের শুভ্রতা নিজস্ব সম্পত্তি*** এ ছাড়া আর উপায় কি? অনেক সুন্দর কবিতা॥ শুভ কামনা❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। নিরুপায় আমরা নাকি নিরুপায় করা হয়েছে যুগ যুগ ধরে? চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞ। 💓💓 ভালোবাসা অবিরাম। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
বোরহানুল ইসলাম লিটন
চিত্তছোঁয়া কাব্যিকতা প্রিয় কবি।
সুন্দর উপমার সমাহারে হৃদয়গ্রাহী আবেশিত ধারা।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত আমার লেখা পড়ার জন্য কৃতজ্ঞ কবি। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
আরজু মুক্তা
থাক না যে যার মতো মুগ্ধতা ছড়িয়ে।
ভালো লাগলো কবিতা
সুপর্ণা ফাল্গুনী
সেটাই যে যেভাবে ভালো থাকতে পারে থাকুক। অসংখ্য ধন্যবাদ আপু। নিরন্তর শুভকামনা রইলো। শুভ সকাল
জিসান শা ইকরাম
ঝুলন্ত সম্পর্ক কোনো সম্পর্কের মধ্যেই পরে না,
এতে আক্ষেপ বৃদ্ধি পায়,
কবিতা দিন দিন ভালো হচ্ছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই অনেক অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় সব হচ্ছে। ঠিক আক্ষেপ বৃদ্ধি পায় তাইতো এখন সম্পর্ক গুলো মেকি আর নোংরামি তে ভরে গেছে। প্রাণহীন , বিবর্ণ হয়ে পড়েছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা — ঠোঁটের আঙ্গিনার উষ্ণতম তাপে হৃদয়ের ফসল ঘরে তোলে প্রেমের কৃষাণ-কৃষাণি।
যামিনী নাভিমূলে উষার প্রাতরাশ উৎসর্গ করে ময়ূখমালী।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও ভালো থাকবেন দিদি। শুভ কামনা রইলো।
তৌহিদ
চাওয়া পাওয়া এবং সম্পর্কের গভীরতার হিসেব কখনওই মিলবেনা তা সে আপনি যতই মিলাবার চেষ্টা করুন। লেখাটি পড়ে সে কথাটি আবারো সত্যি হিসেবে সামনে এলো।
দারুণ লিখেছেন দি ভাই। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
এটাই বিধাতার বিধান বলে মানি। সবকিছু মিলে না/মিলবে না। এই নিয়েই আমাদের বেঁচে থাকার লড়াই, ভালো থাকার লড়াই। চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
স্বপ্ন নীলা
কবিতা পড়ছি আর অবাক হচ্ছি—– প্রতিটি লাইন আমার ভাল লেগেছে — কবিতার শব্দ চয়ন এবং বাক্য বিন্যাস অসাধারণ লেগেছে—–আপনিতো আমার কোমড়ের ব্যথা ভুলিয়ে দিলেন দিদি—–
সুপর্ণা ফাল্গুনী
আমার লেখা পড়ে কোমরের ব্যথা ভুলে গেলেন এই কথাতেই আমার সব পাওয়া হয়ে গেল । আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা সর্বদাই কাম্য। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। নিজের দিকে খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন।
নবকুমার দাস
আমাদের দোদুল্যমানতার সুন্দর প্রকাশ । ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
দাদা লেখা পড়ার জন্য কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
বুকের আয়না খুলে যদি দেখানো যেতে, দেখা যেত
দূরবর্তী সময়ের দূরে বা কাছে সময় জলে নির্ঘণ্টে, কী কী ভেসে যাচ্ছে
ঋণ শোধ অ-শোধের কিস্তিগুলো ঢেউয়ের উথাল-পাথালে
শূন্যতার ছায়ায়, বন্দি হয়ে আছে কত না জানা অ-জানা সুখ-সুখ জ্বালার-যন্ত্রণা!!
সুপর্ণা ফাল্গুনী
বুকের আয়না খোলা যায় না বলেই তো এতো আক্ষেপ! অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
চমৎকার এই লেখার জন্য আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত। দারুণ লাগল। শুভকামনা রইল পাতায়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
আশরাফুল হক মহিন
কবিতার শব্দ চয়ন এবং বাক্য বিন্যাস অসাধারণ লেগেছে।
তবুও শুভ কামনা আপনার জন্য।