তারপর?//

বন্যা লিপি ২১ অক্টোবর ২০১৯, সোমবার, ১০:৩৮:০৮পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

তারপর…..
আলস্যের বালিশে মাথা রেখে কাটিয়ে দেই একটা জীবন। অগোছালো বইএর পাতা চোখ রগড়ে করুনা জাগায়। জানান দেয় কিয়দাংশ রুপকথা ছিলো পৃষ্ঠার ভাঁজে।
অযত্ন আর আলস্যে -ওখানে এখন ধুলোর নিবাস।

তারপর??
কয়েকটা রাত্রির কাছে ঋনী হয় কিছু না শোনা গল্প।
কিছু হেমন্তের শিশির খুব করে ঝরতে থাকে শুকনো বাদামী হওয়া ঘাসের বুকে।
শুধু শুনতে চাওয়া
কেমন ছিলো ঘাসের জমিন,
যখন সবুজ ছিলো?

তারপর?
সুগন্ধার তীরে এখন মরা জোছনায় মাঝি ঠাঁয় অপেক্ষায় আছে আজো।
এখানে কোনোএকদিন ফিরবে কোনো এক লাবন্য।
তার আর পর নেই।
গোধুঁলীর রক্তিম আভায়…..কপালে
টিপ নিয়ে হেসে লুটিয়ে পড়া নদীর জলের অতলে।

বন্যা ইসলামঃ ২০/১০/২০১৯

৯০৬জন ৬৮৪জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ