পিঁয়াজের দামের ঝাঁজে সবারই ত্রাহি ত্রাহি অবস্থা। পিঁয়াজের দাম যে হারে বাড়ছে কদিন পরে ৫০০ টাকা কেজি হলেও খুব বেশি অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশে বোধহয় এই একটা ইস্যুই আছে যেটা ছিন্নমূল থেকে গণভবন সবারই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে যেমন পিঁয়াজ ছাড়াই রান্নাবান্না করার প্রস্তুতি নিচ্ছেন, অনেকেই আবার বিয়েতে পিঁয়াজ গিফট করার কথাও [ বিস্তারিত ]