তারপর…..
আলস্যের বালিশে মাথা রেখে কাটিয়ে দেই একটা জীবন। অগোছালো বইএর পাতা চোখ রগড়ে করুনা জাগায়। জানান দেয় কিয়দাংশ রুপকথা ছিলো পৃষ্ঠার ভাঁজে।
অযত্ন আর আলস্যে -ওখানে এখন ধুলোর নিবাস।
তারপর??
কয়েকটা রাত্রির কাছে ঋনী হয় কিছু না শোনা গল্প।
কিছু হেমন্তের শিশির খুব করে ঝরতে থাকে শুকনো বাদামী হওয়া ঘাসের বুকে।
শুধু শুনতে চাওয়া
কেমন ছিলো ঘাসের জমিন,
যখন সবুজ ছিলো?
তারপর?
সুগন্ধার তীরে এখন মরা জোছনায় মাঝি ঠাঁয় অপেক্ষায় আছে আজো।
এখানে কোনোএকদিন ফিরবে কোনো এক লাবন্য।
তার আর পর নেই।
গোধুঁলীর রক্তিম আভায়…..কপালে
টিপ নিয়ে হেসে লুটিয়ে পড়া নদীর জলের অতলে।
বন্যা ইসলামঃ ২০/১০/২০১৯
২৬টি মন্তব্য
শায়লা শারমিন
কবিতা বুঝি না, কিন্ত ভাল লেগেছে আপু।
বন্যা লিপি
আইচ্ছা, কবিতা বোঝন লাগবো না তোমার। বলছো যে ভালো লাগছে। তাতেই ধন্য সোনা পাখি। ভালবাসা তোমার জন্য অফুরান💕
হালিম নজরুল
কয়েকটা রাত্রির কাছে ঋণী হয় কিছু না শোনা গল্প।
—————-প্রাণ কেড়েছে লাইনটা।
বন্যা লিপি
আপনার প্রাণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা, শুভ কামনা রইলো। ধন্যবাদ।
তৌহিদ
জীবনে সুখ দুঃখ একে অন্যের পরিপূরক। এসব সাথে নিয়েই এগিয়ে যেতে হয় আমাদের। কত স্মৃতি, কত গল্প, না বলা কথা সব রয়ে যায় মনের গভীরে। মাঝেমধ্যে জানান দিয়ে যায় আমরাও ছিলাম কোন এক সময় তোমাদের সাথে।
অনুভাবী লেখা ভালো লেগেছে আপু।
বন্যা লিপি
অনুভবটুকু এখন অক্ষরের পিঠে ভর করে লেখায় পরিনত করার দুর্বল চেষ্টা মাত্র। শুভেচ্ছা রইলো, শুভ কামনা জানবেন।
মোহাম্মদ দিদার
গভীর বোধের বহিঃপ্রকাশ ঘটেছে
বন্যা লিপি
জ্বি, ধন্যবাদ জানবেন।
মনির হোসেন মমি
গোধুঁলীর রক্তিম আভায়…..কপালে
টিপ নিয়ে হেসে লুটিয়ে পড়া নদীর জলের অতলে।
চমৎকার গভীরের অনুভুতি।
বন্যা লিপি
তার আর পর নেই……….
অজস্র শুভেচ্ছা শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
তারপর…..
আলস্যের বালিশে মাথা রেখে কাটিয়ে দেই একটা জীবন।
আপু,লিখাটা অনেক ভালো হইছে।
বন্যা লিপি
আপু, অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা শুভ কামনা জানবেন।
আরজু মুক্তা
কবিতায় পাগলপারা।
বন্যা লিপি
আরজু মুক্তা, বড় কেপ্পন আপনি 😂
পাগল হওয়া যাবে না।
ইঞ্জা
কাব্যে মুগ্ধতা অশেষ প্রিয় আপু। 😊
বন্যা লিপি
মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় ভাইজান। শুভেচ্ছা, শুভ কামনা।
ইঞ্জা
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভিন
অযত্ন আর আলস্যে যেখানে গড়েছে ধুলির নিবাস
সেখানেও যে রয়েছে প্রিয় ভালবাসার আভাস
অপেক্ষায় মাঝির ঠাঁই দাঁড়িয়ে থাকার মাঝেও রয়েছে ভালোবাসার বাস
চমৎকার উপস্থাপন
বন্যা লিপি
ভালবাসা জানবেন। ভালবাসা এমনই এক ব্যাধী, নিস্তার নেই জীবনের শেষাবধি পর্যন্ত!তা না হলে বেঁচে থাকা হয়ে উঠতো নিরানন্দ।তবুও বেঁচে থাক কিছু নিঃস্ব ভালবাসা।
চাটিগাঁ থেকে বাহার
তারপর..
এর আগের কাহিনীও শুনতে চাই!
বন্যা লিপি
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। চেষ্টা করবো অন্য আঙ্গিকে এর আগের কাহিনী।
জিসান শা ইকরাম
তারপর আর আর নেই, সব শেষ
সুগন্ধার সেই অপেক্ষমান মাঝি অপেক্ষা করতে করতে নিজেই একটা অপেক্ষা হয়ে গিয়েছে,
কিসে তার অপেক্ষা তা ভাবার জন্য অপেক্ষা করে সে,
কবিতা ভালো হইছে।
বন্যা লিপি
হা হা হা হা মন্তব্যে মজা পাইলাম 😂😂
ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
সত্যি দিদি তার আর পর নেই।
গোধুঁলীর রক্তিম আভায়…..কপালে
টিপ নিয়ে হেসে লুটিয়ে পড়া নদীর জলের অতলে।
পড়ে মন ভরেগেলো দিদি।
বন্যা লিপি
দুঃখিত দাদাভাই, আপনার মন্তব্য এখন চোখে পড়লো। ভালো থাকবেন সবসময়।শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি শুভেচ্ছা অফুরন্ত।