মেয়েটা ছিলো তার ছেড়া
মেজাজ ছিলো ধার কড়া,
ভাঙতো বাসন ছুড়তো হাড়ি
চেঁচিয়ে মাথায় তুলতো বাড়ি।
ছিড়তো কাঁপড় দাঁত দিয়ে
লঙ্কা খেত ভাত দিয়ে।
কিড়মিড়িয়ে কেন জানি
গরম মাথায় ঢালতো পানি।
ছেলেটা ছিলো পাগলাটে
ভালোয় ভালোয় দিন কাটে
কিন্তু হঠাৎ রাগলে পরে
চেঁচিয়ে তার রাত কাটে।
ভোর সকালে ছাদের পরে
ধুপধুপিয়ে খুব হাঁটে।
দালান কাঁপে থরথরে
এই বুঝি তার ছাঁদ ফাটে।
এক সকালের কুক্ষনে
দেখা হলো দুইজনে
দখল নিয়ে ছাদের কোনের
দুই পাগলে গণগণে।
পাগলা বলে তারছেড়া
ভাগ এখুনি এই বেলা
এ ছাঁদ আমার আমি রাজা
থাকলে হেথায় বুঝবি মজা।
তারছেড়া কয় পাগলারে
শখ দেখে তোর বাঁচিইনারে
এ ছাদ আমার আমিই রাণী
চোখে কি তোর পড়ছে ছানি?
এ কিল তোলে, ও ছোড়ে ঢিল
দৌড়ে পালায় কাক বক চিল
শেষে তাদের হলো রফা
একই দাবি একই দফা।
মেয়ে রাণী ছেলে রাজা।
বাজা ঢোলক বাদ্য বাজা।
পালিয়ে গেলো হাত ধরে
এক সকালে খুব ভোরে ।
থানা পুলিশ সব শেষে
ফিরলো তারা অবশেষে
বাঁধলো সুখের ছোট্ট ঘর
তারছেঁড়া বউ, পাগলা বর।
দুদিন যেতেই ফুরফুরে
ঘুম ছুটে যায় রাত দুপুরে
পড়শীরা সব থরথরো
ভয়েই আধা মরমরো।
ছুড়ছে চামচ, ছুড়ছে হাতা
কে বুঝি কার ভাঙ্গলো মাথা।
খামচি এ দেয়, ও টানে চুল
আহ একি ভুল, উহ একি ভুল!
ভুল করেছি ভুল করে
তারছেড়াকে বউ করে
এহ কি সাধু পাগলারে
ইঁদুর বিড়াল ছাগলারে।
বানর, হাতী, কুকুরছানা
একচোখো ভুত মামদোকানা।
তুই পেত্নী লক্ষীছাড়ি
পিটিয়ে তোরে ছাড়াবো বাড়ি।
হার না মানা পরাজয়ে
কেউ ডরেনা কারো ভয়ে
তুবড়ি তোলে গাল ছোটে
ভোরের আলো উঠলো ফুটে।
এবার তারা শ্রান্তিতে
ভীষন রকম ক্লান্তিতে
ঝগড়া তুলে ক্ষান্তিতে
ঘুমিয়ে গেলো শান্তিতে।
৪৪টি মন্তব্য
শিপু ভাই
ওয়াও
চমৎকার ছড়া!!!
সোনেলায় স্বাগতম -{@ (3
অপ্সরা
থ্যাংক ইউ ভাইয়া!!!!!!
জিসান শা ইকরাম
স্বাগতম আমাদের ছোট্ট ব্লগ সোনেলায় -{@
অপ্সরাকে এখানে দেখে কি বলব বুঝতেছিনা, এত্তবড় মানুষকে কোথায় বসতে দেই, কি খাওয়াই?
খুব খুব খুশি হয়েছি তোমাকে এখানে দেখে দিদি।
মাথা দুলিয়ে দুলিয়ে ছড়া পড়লাম তোমার। ভাবছিলাম বিয়ের পরে ঝগড়া কমবে, তা তো কমলই না। আহারে ঝগড়া করতে করতে কেমন ক্লান্তিতে ঘুমিয়ে গেলো।
ভাললাগছে ছড়া 🙂
অপ্সরা
হা হা সেটাই দেখে তো আমিও অবাক!
ইঞ্জা
দারুণ ছন্দময়, একি ধরণের না হলে কি ঠিকবে এই সংসার, ভালোই লিখেছেন আপু।
শুভকামনা।
ইঞ্জা
বলতে ভুলেই গেছি, আপনাকে সোনেলায় সুস্বাগতম, লিখে যান আপন মনে, কুড়িয়ে যান ভালোবাসা, সোনেলার সোনা হয়ে থাকুন সবার অন্তরে।
শুভেচ্ছা অনেক।
অপ্সরা
থ্যাংক ইউ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ইঞ্জা
You are always welcome আপু
অপ্সরা
থ্যাংক ইউ !!!!!!!থ্যাংক ইউ !!!!!!!!থ্যাংক ইউ !!!!!!!!!!!!:)
ইঞ্জা
ওয়েলকাম 😀
অপ্সরা
🙂
ইঞ্জা
(3
সঞ্জয় কুমার
অসাধারণ ছবি কবিতা ।
সোনেলায় স্বাগতম
অপ্সরা
থ্যাংক ইউ !!!!!!!!!!!!
নীহারিকা
পড়তে পড়তে দম আটকে যাচ্ছিলো এদের ঝগড়া দেখে। খুব মজা লেগেছে কবিতাটি।
অপ্সরা
হা হা হা থ্যাংক ইউ আপুনি!!!!
ছাইরাছ হেলাল
শেষে এসে ঘুমের ঔষধে
দিলেন শান্তির ডালা মেলে
কিড়মিড়ে মেয়ে দেখলে
এমনিতেই
বিগড়ে যায় সকলে!!
ধুর এত্ত সুন্দর করে লেখা ঠিক না।
অপ্সরা
হা হা হা ভাইয়া!!!!!!
থ্যাংক ইউ !!!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছন্দময় কবিতা সুন্দর।সু স্বাগতম -{@
অপ্সরা
ভাইয়া!!!!!!
থ্যাংকস আ লট!!
লীলাবতী
আপুউউউউউউউউউউউউউ……… কেমন আছো? নাম পাল্টালেও লেখায় কিন্তু তুমি কট 🙂 তোমাকে আমাদের এখানে দেখে সত্যি ভাল লাগছে। পাঁচ বছরেরও বেশি সময় পরে তোমার লেখায় মন্তব্য করলাম \|/ কত্ত বড় লেখক তুমি, কত্ত পপুলার! আর তুমি এখানে 🙂
ছবির সাথে মিলিয়ে কত্ত সুন্দর একটি ছড়া কাব্য দিলে। এ তোমার পক্ষেই সম্ভব।
অপ্সরা
নাম পাল্টাবো কেনো !!!! এটাও আমার নাম তো!!!!!!!! শিপুভাইয়াদেরকে আস্ক করে দেখো!!!!! 🙂
লীলাবতী
হুম জানি তো 🙂 তবে এই নামে লিখতে না অনেকদিন। যাক তুমি এখানে অপ্সরা হয়েই থাকো (3
লীলাবতী
আমাদের সোনেলার উঠোনে স্বাগতম তোমাকে -{@ -{@
অপ্সরা
থ্যাংক ইউ আপুনি!!!!
মৌনতা রিতু
সোনেলায় স্বাগতম।বোঝাই যাচ্ছে খুব পরিচিত লেখক আপনি।
ছন্দময় ছড়ার কথা আর কি বলব! তালে তালে পড়ে গেলাম। প্রথমে ঝগড়া, ঝড়ের মতোই পালিয়ে গিয়ে বিয়ে অতঃপর ফিরে এসেও এতো ঝগড়া!
যাক তবু এ বেলা তো ঝগড়া থেমে ঘুমিয়ে গেলো।
কিন্তু এ ঝগড়া থামবে তো?
ভাল থাকুন।
অপ্সরা
হা হা তাদের কাজই ঝগড়া আর তারপর ভালোবাসা। ভালোবাসা আবারও ঝগড়া হা হা হা
জিসান শা ইকরাম
এই পোস্ট পড়ে সোনেলার এক কিউট জুটির কথা মনে পরে গেলো। স্বপ্ন আর মিথুন।
এই স্বপ্নর এই লেখাটি পড়ো তাহলেই বুঝতে পারবে 🙂
https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-2/
ইঞ্জা
আমি পড়ে এলাম মাত্র, বেহুঁশ হতে হতে হুঁশ হলো। 😮
অপ্সরা
ওকে ওকে পড়তে যাচ্ছি!!!!
অপ্সরা
বুঝেছি সেদিন কারো মন্তব্য ভুলে মুছে ফেলিনি শুধু ইঞ্জামনি আর তোমারটার সাথে একটু ওলটপালট হয়ে গেছিলো !
নীলাঞ্জনা নীলা
সুস্বাগতম সোনেলা নীড়ে।
বেশ দারুণ লিখেন তো আপনি! অনেক মজা করে হাতে তালি দিতে দিতে পড়লাম। :c
অপ্সরা
থ্যাংক ইউ সো মাচ! কিন্তু আপুনি আমি তো ইঞ্জামনির মন্তব্যটাই ভুল করে মুছে ফেললাম! 🙁
কি করে ফেরাবো আপুনি! 🙁
নীলাঞ্জনা নীলা
মন্তব্য তো ফেরানো যায়না আপু!
দুঃখিত আমি 🙁 সাহায্য করতে পারলাম না এই ব্যাপারে। 🙁
অপ্সরা
স্যরি!!!!!!!!!!!!!!!!!!!! ইঞ্জার মন্তব্য কোথায় গেলো!!!!! 🙁 🙁 🙁
হেল্প হেল্প!!!!!!!!
আমি মুছে ফেলেছি !!!!!!!
স্যরি ইঞ্জামনি!!!!!!!!
কেমনে ফিরায় আনবো ! জানিনা !:(
জিসান শা ইকরাম
কোনো মন্তব্য তো মুছে ফেলা যায় না। নিজেরটাও না, অন্যরটাও না।
মন্তব্য লিখে হয়ত সেন্ড করো নি। অন্য মন্তব্যে চলে গিয়েছ, তাই হয়ত ভাবছো মন্তব্য মুছে ফেলেছি।
অপ্সরা
না আসলেই দেখতে পাচ্ছি না ! 🙁
মোঃ মজিবর রহমান
কাব্যিক অন্ত ছন্দে দারুন একটি কবিতা। পড়তে হলে সময় নিয়ে ছন্দে ছন্দে পড়া লাগবে তবেই মজা বাঁ ছন্দ পাওয়া যাবে। আপনাকে স্বাগতম ।
অপ্সরা
অনেক ধন্যবাদ ভাইয়া!
মোঃ মজিবর রহমান
আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ।
নাসির সারওয়ার
বাহ, অনেক দিন ভালো ছড়া কাটিনি। এখন থেকে আবার শুরু। বেশ হয়েছে।
স্বাগতম সোনেলা পরিবারে!!
অপ্সরা
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ !!!!!!! 🙂
শুন্য শুন্যালয়
এতো সুন্দর ছড়া দিয়ে পদার্পণ? 🙂 সুস্বাগতম অপ্সরা আপু। নামের মতোই লিখা আপনার। মিষ্টি পানের মতো সুঘ্রাণ ছড়ালো যেন। আমি কিন্তু এমন জুটি দেখেছি, সারাক্ষন ঝগড়া করে, আবার কেউ কাউকে ছেড়ে থাকতে পারেনা। আপনি যেন তাদের নিয়েই লিখলেন। অনেক সুন্দর। নিয়মিত থাকুন আমাদের সাথে, সোনেলার হয়ে। শুভকামনা।
অপ্সরা
হা হা ঠিক তাই তাদের জন্যই এ লেখা।
অনেক অনেক থ্যাংকস! 🙂