ছোপ ছোপ রক্তের দাগ,কিছু ভস্ম-ছাই,
আর লাশের গন্ধ পেয়েও বিস্মিত হলাম না।
মিনার-মাস্তুলের আবছা আলোর আভা—
আমাদের টেনে নিয়ে গেল ভাগাড়ের কাছাকাছি।
বাতাসে প্রতিহিংসাপরায়ন ধ্বংসের তাগিদ।
আলুথালু বর্তমান,স্মৃতিকাতর নাষ্টালজিয়া ভুলে
আমরা পা বাড়ালাম মায়াবী রাত্রির দিকে।
প্রতিবিম্বে ভাসছিল অনন্ত সুখ,তিলোত্তমা-স্বর্গ।
বহুদূর হেঁটেছি আমরা;অন্তহীন ঘড়িটার মতই।
কিন্তু এ কি!দিনশেষে কোথায় পৌঁছলাম আমরা!
এই পড়ন্ত বিকেলে নৈরাশ্যবাদ——-
ক্রমশঃ গিলে খেতে চায় আমাদের!
বাতাসে বাতাসে মৃত্যুর খেয়া——-
শূন্যতা টেনে আনে স্বপ্নের শাখায়।
তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
আমাদের মনে করিয়ে দেয়—
এখনো ছুঁয়ে আছি মায়ের আঁচল,
সমুখে অপেক্ষমান একটি “সোনার বাংলাদেশ”।
***—————————————****
২৭টি মন্তব্য
মনির হোসেন মমি
ক্লান্তিকর বিরক্তিকর চলার পথেও দেশ মাতা জন্মভুমি ভুলবার নয় আসছে সোনার বাংলা। জয় বাংলা।
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই।
ফয়জুল মহী
সুপাঠ্য, সুশোভন, সুশ্রী, সুসভ্য, শ্রুতিপীড়াদায়ক ও শ্রুতিমধুর লেখা ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
হ্যা, তবুও আমরা হেঁটে যাই মায়াময় আঁচল জড়িয়ে
এ সোনা-দেশ, বাংলাদেশে।
হালিম নজরুল
চলুন ভাই, পাশাপাশি হাঁটি
সুপর্ণা ফাল্গুনী
তবুও হেঁটে যেতে হয়। অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এ দেশ আমাদের। খুউব আবেগ আপ্লুত লেখা। হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ আপনাকে
হালিম নজরুল
ধন্যবাদ সুন্দর মনব্যের জন্য।
তৌহিদ
তবুও হেঁটে যেতে চাই এই বাংলার মেঠো পথে অবিরাম। বাংলার পতাকা খামচে ধরা শকুনদের বিরুদ্ধে লড়াই চলবেই চলবে।
দারুন লিখেছেন ভাই।
হালিম নজরুল
একরাশ ভালবাসা ভাই।
সাবিনা ইয়াসমিন
ভাগাড়ের কাছাকাছি পৌঁছে আমরা শকুনের চিৎকার শুনি।
মৃত ভেবে যাদের খুবলে খেতে এসেছিলো,
তারাই জেগে উঠে বারবার।
রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা,
রক্ষার দ্বায় নিয়েছে শত-প্রানে বেঁচে উঠা আত্মায়!
অবোধ্য বর্তমানে আমরা দেখি সোনালী দেশ,
আমাদের জন্মভূমি..
অনির্দিষ্ট আশা নিয়ে বেঁচে থাকি আমরা,
প্রত্যাশিত দিনের অপেক্ষায়।
শুভ কামনা রইলো নজরুল ভাই 🌹🌹
হালিম নজরুল
একরাশ শুভকামনা রইল।
রাফি আরাফাত
এই পড়ন্ত বিকেলে নৈরাশ্যবাদ——-
ক্রমশঃ গিলে খেতে চায় আমাদের!
বাতাসে বাতাসে মৃত্যুর খেয়া——-
শূন্যতা টেনে আনে স্বপ্নের শাখায়।
বেশ ভালো লাগলো ভাই।
শুভ কামনা
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ভাই।
নৃ মাসুদ রানা
তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
হালিম নজরুল
শুভকামনা রইল
এস.জেড বাবু
শাণ দেয়া কাঁচের টুকরোয় দাড়িয়ে আছে মাতৃভূমির বর্তমান, তবুও এদেশের মানুষ আশাহত নয়।
বাংলার জমিনের এটাই হয়ত সবচেয়ে বড় পাওয়া। সোনা ফলে, সোনা জন্মায়- স্বার্থক বাংলার মাটি।
চমৎকার লিখা ভাইজান।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই সাথে থাকবার জন্য।
ইঞ্জা
তবুও আমরা হেঁটে যাই।
একটা নির্ভীক প্রতিবাদ,বেঁচে থাকবার আর্তনাদ,
কতিপয় প্রতিবাদী লাশ,আর একটি লালসবুজ পতাকা
আমাদের মনে করিয়ে দেয়—
এখনো ছুঁয়ে আছি মায়ের আঁচল,
সমুখে অপেক্ষমান একটি “সোনার বাংলাদেশ”।
অনিন্দ্য অসাধারণ লিখেছেন ভাই।
হালিম নজরুল
শুভেচ্ছা ও ভালবাসা রইল ভাই।
ইঞ্জা
শুভকামনা অফুরান ভাই।
আলমগীর সরকার লিটন
অসাধারণ অসাধারণ কবি নজরুল দা
অনেক শুভ কামনা রইল————–
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ভাই
ত্রিস্তান
তবুও আমরা আশাবাদী একদিন স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে। ভালো লাগলো খুব।
হালিম নজরুল
আমরা এগিয়ে যাবোই ইনশাআল্লাহ
সাখিয়ারা আক্তার তন্নী
খুব ভালো লাগলো,
হালিম নজরুল
ধন্যবাদ আপু