তবুও শীত নামবে

রোকসানা খন্দকার রুকু ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ০৩:৩০:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

তোমার সাথে কি কথা হয়?

তোমার ভাষায় আজাইরা কিছু সংলাপ,

আমার অনবরত উচ্ছসিতো বলে যাওয়া

আর তোমার বিরক্তিকর হুম, হ্যাঁ, শুনছি, বলো।

একসময় নিস্প্রুভ প্রতিপক্ষে পরাজিত আমি খান্ত দেই

বলা যায় পাবার খাতা আমার পুরোই খালি,

আমাদের সংলাপ আপাতত: এই!

 

জানিনা কি থাকে তোমার ওই অবহেলায়, এডিয়ে যাওয়া হুম, হ্যাঁ, শুনছি, বলো নামক কিছু শব্দে।

বুকের ভেতর অনবরত বেজে চলা খালি টিনের কৌটোটা,

হঠাৎই বেজে চলা বন্ধ করে।

নিমিষেই বন্ধ হয় বুকের ভেতরের ধুকপুক,

ধমনীরা শীতল রক্ত প্রবাহিত করে মস্তিস্কে।

কোন এক সংকেতে সবাইকে জানান দেয়,

শোন সবাই ‘বুনো মাধব’ আজ ফোন ধরেছিলো।

 

তুমি ভালোবাসোনি তবুও আমার সমস্ত ভালোবাসা

আমি তোমাকে উগরে দিয়েছি,

চোখের ডগায় জমেছে আগাম শীতের ফোঁটা ফোঁটা শিশির!

হয়তো সামনেই নামবে প্রচন্ড শীত।

‘বুনো মাধব’ ভালোবাসো না বাসো

তবুও প্রচন্ড শীত নামবে আমার সমস্ত হৃদয় জুড়ে।

৬৪৬জন ৫০৪জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ