
তোমার সাথে কি কথা হয়?
তোমার ভাষায় আজাইরা কিছু সংলাপ,
আমার অনবরত উচ্ছসিতো বলে যাওয়া
আর তোমার বিরক্তিকর হুম, হ্যাঁ, শুনছি, বলো।
একসময় নিস্প্রুভ প্রতিপক্ষে পরাজিত আমি খান্ত দেই
বলা যায় পাবার খাতা আমার পুরোই খালি,
আমাদের সংলাপ আপাতত: এই!
জানিনা কি থাকে তোমার ওই অবহেলায়, এডিয়ে যাওয়া হুম, হ্যাঁ, শুনছি, বলো নামক কিছু শব্দে।
বুকের ভেতর অনবরত বেজে চলা খালি টিনের কৌটোটা,
হঠাৎই বেজে চলা বন্ধ করে।
নিমিষেই বন্ধ হয় বুকের ভেতরের ধুকপুক,
ধমনীরা শীতল রক্ত প্রবাহিত করে মস্তিস্কে।
কোন এক সংকেতে সবাইকে জানান দেয়,
শোন সবাই ‘বুনো মাধব’ আজ ফোন ধরেছিলো।
তুমি ভালোবাসোনি তবুও আমার সমস্ত ভালোবাসা
আমি তোমাকে উগরে দিয়েছি,
চোখের ডগায় জমেছে আগাম শীতের ফোঁটা ফোঁটা শিশির!
হয়তো সামনেই নামবে প্রচন্ড শীত।
‘বুনো মাধব’ ভালোবাসো না বাসো
তবুও প্রচন্ড শীত নামবে আমার সমস্ত হৃদয় জুড়ে।
১৭টি মন্তব্য
বন্যা লিপি
হয়ত বাসেনি ভালো সে আমারই মত
যতটা দিয়েছি উজার করে কাঙালী’র মত!
খাটো কিংবা গুরু শব্দের ছুঁড়ে দেয়া অবহেলা
আকুলে নিয়েছি বক্ষ জুরিয়া……
তবুও নামবে শীত আশ্বিন শেষে!
আমি রয়ে যাব ঠাঁয় আগেরই জায়গাতে…….।
তবুও থাকছে শীত বারোমাসি কুয়াসা আবেশে।
রোকসানা খন্দকার রুকু
সরি বেশি ব্যস্ততার কারনে ব্লগে আস্তে পারিনি।।
প্রথম ও সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।।।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভুতির ব্যক্ততা।
কাব্যিকতা মন ছুঁয়ে গেল।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও শুভকামনা অশেষ।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ অনুভূতির প্রকাশ। ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু সুস্থ আর ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি রুকু আপু
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
বুঝতে পারছি, ফায়ার প্লেস আমাদের সবার ই লাগবে!!
সমগ্র শীত জুড়ে।
রোকসানা খন্দকার রুকু
বুঝতে পারার জন্য কৃতজ্ঞতা অশেষ।।।
সুপর্ণা ফাল্গুনী
অনেক টাইপিং মিস্টেক আছে আপু। এগুলো একটু দেখবেন। শীত আসছে আমি সারাবছর শীতের অপেক্ষায় থাকি , শীতে উষ্ণতা খুঁজে আনন্দ পাই। অবিরত শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
ফোনে একটু সমস্যা দিভাই। শুভকামনা ও কৃতজ্ঞতা অশেষ।।।
হালিমা আক্তার
আসুক শীত। কুয়াশায় জড়িয়ে শিশিরে ভেজাবো পা। তারপর? তারপর বসন্তের করবো অপেক্ষা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও কৃতজ্ঞতা অশেষ।।
উর্বশী
একসাথে শিশিরে হাঁটা হবে কি? মন্দ হবে না মনে হয়। গোধূলির পুরো ধূসর কুয়াশাজড়ানো চাদর না হয় দুজনে ভাগ করে নিব, চলবে কি? আসুক শীত, নব উদ্যোমে আনন্দের সিঁড়ি তৈরি করবো। নামুক প্রচন্ড শীত,হৃদয় জুড়ে ভালোবাসারা ফুটে উঠুক। শীতের শুভেচ্ছা সহ ভালোবাসা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও ভালোবাসা রইলো।।