
প্রতি রাত দুঃখের সারথি হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে আমায়।
পূর্ণিমা রাত হয়ে যায় অমাবস্যা রাত।
আকাশের বুকে একবিন্দু আলো সেতো সুখের মত
ছুঁয়ে দেখা যায়না কভূ।
দূর থেকে দেখে দেখে হতাশার অতলে নিমজ্জিত হই বারবার ।
পথভোলা নাবিকের মতো অথৈ সমুদ্রে ভাসমান নাবিক আমি।
সুখের ঠিকানায় ভেসেযাই আজন্মকাল।
আমার কষ্টগুলো পরমাত্মার আত্মীয় হয়ে থাক চিরকাল।
অণু-পরমাণুর বিস্ফোরণে ইলেক্ট্রোনের খোঁজ নাই বা করি।
কোনো বিগ্রহ চাইনা ভালোবাসার আদালতে।
চাইনা কোনো মাংঙ্গলিক সময়ের অপেক্ষা। ভবিতব্যের কাছে হার মেনে
কষ্টের স্রোতে ভেসে যেতে চাই দুঃখের দরিয়া।
আমি জলে ভাসা নীলকমল হতে চাই।
তোমার অবহেলায় নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি।
নিঝুম রাতের তারা আজ আমার সাথী হয়ে গেছে।
কষ্টকে আলিঙ্গন করে তবুও ভালোবেসে যাবো
আজন্মকাল…
এখন আর কোনো কিছুতে বিচলিত নই আমি।
১৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালো ত বাস্তেই হবে ভাল বাসা বেচে থাকার অক্সিজেন।
শিরিন হক
ধন্যবাদ মন্তব্যের জন্য
মোঃ মজিবর রহমান
🐴🐴🐴🐴🐴🐴🐴
ছাইরাছ হেলাল
চিরন্তন ভালোবাসার আকুতি শত যন্ত্রণার মাঝে।
সুন্দর অভিব্যক্তি।
শিরিন হক
ধন্যবাদ প্রিয় লেখক
সুরাইয়া পারভিন
শত সহস্র অবহেলা অবজ্ঞার পরেও ভালোবাসতে পারাটাই সত্যিকারের ভালোবাসা। যা সবার পক্ষে সম্ভব হয় না,এমন সবাই ভালবাসতে পারে না। জয় হোক ভালোবাসার। চমৎকার লিখেছেন
শিরিন হক
ধন্যবাদ আপনাকে
এস.জেড বাবু
আমার কষ্টগুলো পরমাত্মার আত্মীয় হয়ে থাক চিরকাল।
অণু-পরমাণুর বিস্ফোরণে ইলেক্ট্রোনের খোঁজ নাই বা করি।
কোনো বিগ্রহ চাইনা ভালোবাসার আদালতে।
চাইনা কোনো মাংঙ্গলিক সময়ের অপেক্ষা। ভবিতব্যের কাছে হার মেনে
কষ্টের স্রোতে ভেসে যেতে চাই দুঃখের দরিয়া।
মুগ্ধ হয়ে দুবার পড়লাম।
চমৎকার কবিতা।
বাহ্
শিরিন হক
অনুপ্রাণিত হলাম
নৃ মাসুদ রানা
প্রতি রাত দুঃখের সারথি হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে আমায়।
শিরিন হক
এমন কারো হোক চাইনা। সবাই ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক
শফিকুল ইসলাম
এখন আর কোনো কিছুতেই বিচলিত নই আমি…
অসাধারণ অভিব্যক্তি।
শিরিন হক
ধন্যবাদ
নিতাই বাবু
আপনার কবিতা ভালোবেসে আমিও এখানেই সবকিছু রেখে গেলাম।
শিরিন হক
ধন্যবাদ
জিসান শা ইকরাম
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি- এই কথাটা মনে পড়ে গেলো।
এত উপেক্ষার পরেও ভালোবাসা ঠিক না,
কবিতা অনেক ভালো হয়েছে।
শুভ কামনা।
শিরিন হক
যে ভালোবাসতে পারে সে বিনিময় খোঁজেনা কভু।বিনিময় থাকলে ভালোবাসা থাকেনা। আর ভালোবাসার বিপরিতেই কষ্ট।দুটোকে আলিঙ্গন করে ভালোবাসতে হয়।
মন্তব্যে খুশি হলাম।
মনির হোসেন মমি
সয়ে গেলে সব একই মনে হয়।ভালবাসলে এ সয়ে যাওয়াটাকে আপণ করতে হয়। চমৎকার অনুভুতি।
শিরিন হক
কবিটাটি বুঝেছেন দেখে বেশ ভালো লাগলো।কবিতা আর জীবন অনেকে গুলিয়ে ফেলে। কবিতা লেখার উৎসাহ পেলাম আপনার মন্তব্যে।
ভালো থাকুন