
ঢাকাতে ডেঙ্গু এখন মহামারী রূপে আবির্ভাব হচ্ছে, কয়েকদিনের মধ্যেই একজন নারী ডাক্তার, একজন ঢাকা ভার্সিটির ছাত্র সহ বেশ কয়েকজন মারা গেছে এহেন ডেঙ্গু থেকে।
সোনেলা ব্লগে গতমাসেই আমারই পোস্ট করা “ডেঙ্গু ভয়ংকর” লেখাতে বলেছিলাম ডেঙ্গু তার রূপ বদলেছে, এই মহামারী নিয়ে অবশ্য না না মুনির না না মত, যেমন খোদ আমাদের এক মেয়র মহোদয় বললেন, ডেঙ্গু এখন গুজব, যেখানে খোদ স্বাস্থ্যমন্ত্রী বলছেন ডেঙ্গু এখন মহামারীতে রূপ নিয়েছে।
সত্যিকারের কথা হলো ডেঙ্গু সত্যিকারের ভাবে ব্যাপক আকার ধারণ করেছে, এ থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আক্রান্ত হচ্ছে।
ডেঙ্গুর প্রধান বাহক হলো এডিস মশা, আবার এডিস মশা কামড়ালেই যে ডেঙ্গু হবে তা নয়, এই মশা যদি আক্রান্ত কোন ব্যাক্তিকে কামড়ায়ে অন্য ব্যাক্তিকে কামড় দেয়, তাহলেই হতে পারে ডেঙ্গু।
ডেঙ্গু আক্রান্তের লক্ষণঃ
ডেঙ্গু হলে কি ভাবে বুঝবেন, সাধারণত ডেঙ্গু হলে জ্বর হবে, গায়ের তাপমাত্রা খুব বেশি হবে, ১০৪°/১০৫° বা আরও বেশি জ্বর হবে, প্রচন্ড মাথা ব্যাথা, গা ব্যাথা হতে পারে, সাথে গায়ে ফুস্কুড়ি উঠবে, চাকা চাকা ফুস্কুড়ি উঠবে লাল হয়ে, নাক, মুখ, মাড়ি দিয়ে রক্ত বেরুবে, মাথা ঘুড়াবে, বমি বমি ভাব হবে।
কখন ডাক্তার দেখাবেনঃ
এখন ডেঙ্গুর যা সিনটম তাতে জ্বর হলে কোন ধরণের ঔষধ দেওয়া যাবেনা, কারণ ডেঙ্গু কোন এন্টিবায়োটিকে ভালো হয়না, আবার কোন জাতীয় এসপিরিন খাওয়া যাবেনা।
বর্তমান ডেঙ্গুর রূপ চিন্তা করে বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, আপনার বা কারো জ্বর হলেই সাথে সাথেই ল্যাব টেস্ট করুন ডেঙ্গু হয়েছে কিনা, যদিও আগে বলা হত পাঁচ দিন পর টেস্ট করার জন্য কিন্তু এখন পাঁচ দিনেই সাধারণ ডেঙ্গুতে মানুষ সুস্থ হয়ে যায় এবং পাঁচ দিন পর ডেঙ্গুর জীবাণু শরীরে আর পাওয়া যাচ্ছেনা, সুতরাং দেরি করা যাবেনা, প্রথম দিনেই টেস্ট করে নিন ডেঙ্গু হয়েছে কিনা এবং সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন, তাহলেই উনারা আপনার চিকিৎসা দ্রুত শুরু করবেন।
ডেঙ্গুর চিকিৎসাঃ
ডেঙ্গু হলে প্রচুর পরিমানে ডাব, ফলের জুস খেতে হবে, কারণ ডেঙ্গু রক্তের জলীয় অংশ কমিয়ে দেয় আর এই জন্যই বিশেষজ্ঞরা বলেন প্রচুর পরিমানে ফলের জুস খেতে হবে আর বাকি চিকিৎসা ডাক্তাররাই করবেন।
ডেঙ্গু কেন হয় আর এর থেকে পরিত্রাণের উপায় কিঃ
আগেও বলেছি ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে, এই মশার উৎপত্তি হয় আবদ্ধ ফ্রেস পানি থেকে, যেমন ধরুনঃ
আমাদের ফুলের টবের পানি যদি মাটি সম্পূর্ণটা শুষে না নেয়, সেই পানিতে এডিস মশা ডিম পারে, এছাড়া আশে পাশে যদি আবদ্ধ জায়গা থাকে, ডাবের খোসাতে, ফেলে দেওয়া টায়ারে, পরিস্কার আবদ্ধ নালা সহ ইত্যাদি জায়গাতে বৃষ্টির পানি আবদ্ধ হয়ে থাকে, সেখানেই হতে পারে এডিস মশার উৎপত্তি।
সুতরাং এডিস মশা থেকে বাঁচতে দ্রুত আশে পাশের এইসব ডাবের খোসা, টায়ার, টিন ক্যান সহ যা কিছুতে ফ্রেস পানি আবদ্ধ হয়ে থাকতে পারে তা দ্রুত পরিস্কারের উদ্যোগ নিন, এর সাথে নিজ বাসার দিকেও খেয়াল করুন, ফুলের টব সহ যেখানে পানি আবদ্ধ হতে পারে সেইসব স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
এছাড়া আপনার এলাকাতে সিটি কর্পোরেশন থেকে মশার ঔষধ ছিটাতে এলে তাদেরকে সহায়তা করুন।
রক্ত দানঃ
এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তদের প্রচুর পরিমানে রক্তের প্রয়োজন হচ্ছে, আপনি সুস্থ থাকলে আক্রান্তদের রক্ত দিয়ে তাদের জীবন বাঁচান।
খেয়াল রাখবেন, আপনি রক্ত দিলে তাতে আপনার ক্ষতি নেই কারণ এই রক্ত পুরুণ দ্রুত হয়ে যায়, বরঞ্চ আপনি যে রক্ত দেবেন তাতে আরেকজনের জীবন বাঁচবে, সুতরাং রক্ত দিন, জীবন বাঁচান।
কোথায় রক্ত দেবেনঃ
রক্ত দিতে চান, স্থানিয় মেডিকেল হাসপাতালে আপনি রক্ত দিতে পারেন, আবার রক্ত দাতা সংস্থা “সন্ধানিতে” রক্ত দিতে পারেন, এছাড়া ফেইসবুকে অনেকেই রক্তের সন্ধানে পোস্ট দিচ্ছেন, অনুরোধ করছি, প্লিজ সাহায্য করুন।
সমাপ্ত।
ডেঙ্গু নিয়ে আমার আগের লেখা পড়তে লিংকে ক্লিক করুনঃ
৫৪টি মন্তব্য
মনির হোসেন মমি
সমসাময়িক বিষয়ের উপর লেখা। খুব ভাল লাগল ইঞ্জা ভাইজান। পোষ্টটি স্টিকি করার অনুরোধ রইল।
ইঞ্জা
ধন্যবাদ শতসহস্র ভাই।
তৌহিদ
ডেঙ্গু এখন ভয়াবহ অবস্থায় বিরাজ করছে দেশে। এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। আমাদের বাড়ির আশেপাশে সব কিছু পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই।
ডেঙ্গু নিয়ে অনেক কিছু জানলাম আপনার লেখার মাধ্যমে। ধন্যবাদ আপনার প্রাপ্য।
ইঞ্জা
অফুরন্ত ধন্যবাদ ভাই, আজ নাজমুলের অনুতোধটা দেখে ভাবলাম লিখিনা কেন আমি যা জানি।
নাজমুল হুদা
সত্যিই ভালো লাগছে ভাইয়া ।
আমার অনুকবিতা ভেবে এমন একটি লেখা লেখার জন্য।
আজকাল নেতাদের থেকে অনুপ্রেরণা পাওয়া খুবই কম সুযোগ আছে।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
রাফি আরাফাত
ভয় লাগছে ভাই😥 আমি মশারীর ভিতর ঘুমাতে পারিনা 😭
ইঞ্জা
ভয় পাওয়ারই কথা ভাই, মশারী না নিলে ঘরে এরোসল মারেন।
রাফি আরাফাত
তাই করেই বেঁচে আছি ভাই
ইঞ্জা
ভালো থাকুন, সুস্থ থাকুন।
জিসান শা ইকরাম
কি আতংকে যে আছি তা বলে বুঝানো যাবেনা।
ডেংগু সম্পর্কে বিস্তারিত লেখায় ধন্যবাদ ভাই।
শুভ কামনা।
ইঞ্জা
ভয় পাওয়ারই কথা ভাইজান, এ বড়ই বিপদজন, সাবধানে থাকবেন।
আজ ব্লগ উপদেষ্টা নাজমুল অনুরোধ রেখেছিলো পোস্টে, ভাবলাম যা জানি তা নিয়ে লিখি, এই জন্যই এই পোস্টের অবতারণা।
ধন্যবাদ ভাইজান।
শবনম মোস্তারী
সমসাময়িক অনেক গুরত্বপূর্ণ একটি বিষয়।
অনেক তথ্যবহুল একটি পোষ্ট। ভালো লাগলো ভাইয়া।
ইঞ্জা
ধন্যবাদ অনিঃশেষ আপু, আপনারা সাবধানতা অবলম্বন করুন প্লিজ।
আরজু মুক্তা
গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল পোস্ট।
ভালো লাগলো
ইঞ্জা
ধন্যবাদ নিরন্তর আপু, পাশে আছেন দেখে খুব খুশি হলাম।
শামীম চৌধুরী
সময়োপযোগী লেখা ভাইজান। আল্লাহর অশেষ মেহেরবানী ও আপনাদের দোয়ায় সু্স্থ্য হয়ে উঠেছি। কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার নিকট।
ইঞ্জা
আলহামদুলিল্লাহ্ এ অনেক বড় বিষয়, দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি।
ছাইরাছ হেলাল
এ সময়ে এমন একটি লেখা খুব দরকার ছিল, যদিও আপনি আগেও লিখছেন।
আমরা সতর্ক থাকার চেষ্টা করব, আল্লাহ আমাদের সহায় হবেন।
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান, এখন চিন্তা হচ্ছে আমাদের জিসান ভাইজানের জন্য, গতরাত থেকে নাকি খুব জ্বর। 😢
ছাইরাছ হেলাল
প্রয়োজনীয় নিরীক্ষা শেষে তাঁকে শঙ্কামুক্ত ঘোষনা করেছে ডাক্তার সাহেব।
আপনাকে ধন্যবাদ।
ইঞ্জা
আলহামদুলিল্লাহ, শুনে স্বস্থিবোধ করলাম।
মোঃ মজিবর রহমান
ডেঙ্গু নিয়া সরকারের প্রচার আছে কিন্তু করম ঠিক যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে নাই। কঠোর হচ্ছে না। অরথমন্ত্রী ডেঙ্গু জ্বরে বাজেট পেশ করতে পারে নাই। কিন্তু তখন থেকে বা বর্ষা শুরুর পূর্বে পদক্ষেপ নেওয়া দরকার কিন্তু মানুষ মরছে তখন ও সেভাবে শুরু করছেনা।
ইঞ্জা
দুঃখজনক ভাই, সরকারের এই ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত।
মোঃ মজিবর রহমান
অবশ্যই বর্ষার পূর্বে থেকেই দায়ীতশীল সেবক হওয়ার প্রয়োজন ছিল।
ইঞ্জা
সহমত ভাই
প্রদীপ চক্রবর্তী
সময়োপযোগী লেখনী দাদা
এ বিষয়ে সরকারের যথেষ্ট পদক্ষেপের প্রয়োজন।
আমাদের সকলের সচেতনতার প্রয়োজন।
ইঞ্জা
একমত দাদা।
খুরশীদা খুশী
তথ্যবহুল পোস্ট,উপকৃত হলাম।ধন্যবা।
ইঞ্জা
শুভেচ্ছা ও স্বাগতম।
তৌহিদ
পোষ্ট স্টিকি করার জন্য মডারেটরকে ধন্যবাদ।
ইঞ্জা
ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে
শিরিন হক
ধন্যবাদ এমন সচেতনতা মুলক পোস্টের জন্য।
সবার সচেতনতাই আমাদের বিপদ থেকে বাচাতে পারে।
ইঞ্জা
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আপু
শাহরিন
ভাইয়া আগের পোস্টটি আমার খুবই উপকারে এসেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। সমস্যা হচ্ছে বাচ্চাদের নিয়ে। আমার বাসার দুজন বাচ্চা খুবই অসুস্থ ছিল কিছুদিন। তখন আপনার লেখা পড়ে লক্ষ্মণ গুলো বোঝার চেষ্টা করেছিলাম।
সরকারের সাথে সাথে জনগণকেও নিজেদের ভালোর জন্য সচেতন হতে হবে। আপনার এই মূল্যবান লেখা অন্তত সোনেলা পরিবারের সবাইকে সচেতন হতে সাহায্য করবে।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ আপু, আপনি বাচ্চাদের নিয়ে চিন্তিত আছেন শুনে ব্যথিত হলাম, আপু বাজারে Odomos নামে এক ধরণের ক্রিম পাওয়া যায়, বাচ্চারা ঘরের বাহিরে যাওয়ার আগে ওই ক্রিম সাএয়া শরীরে লাগিয়ে দিন, এতে আর সমস্যা হবেনা।
আমার লেখাটি কাজে লেগেছে শুনে কৃতজ্ঞ হলাম, আবারও ধন্যবাদ আপু।
শাহরিন
ভাইয়া ২ বছর ধরে এটা ব্যবহার করছি। ভালোই কাজে দেয়। অনেক ধন্যবাদ ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
খুরশীদা খুশী
তথ্য বহুল পো, ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
অনিঃশেষ ধন্যবাদ আপু
খুরশীদা খুশী
ভাইয়া আপনাদের ব্লগে মন্তব্য করতে গেলেই বানান ভুল হয়ে যাচ্ছে😔
ইঞ্জা
আপু ব্লগে নয়, হাতের স্পীডের সমস্যা, কমেন্ট পোস্ট করার আগে একবার চেক করে নিলেই সমস্যা হবেনা নিশ্চয়। 😊
তৌহিদ
দু একদিন মন্তব্য করলেই অভ্যস্ততা চলে আসবে আপু। টেনশন নট ☺☺
ইঞ্জা
👉
মাসুদ চয়ন
খুব উপকারী লেখা।অনেক ধন্যবাদ ভাই
ইঞ্জা
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
সাবিনা ইয়াসমিন
সঠিক সময়ে অত্যন্ত গুরুত্ব পূর্ণ রোগটি নিয়ে পরপর দুইবার পোস্ট দিয়ে আপনি নিজেকে একজন সচেতন লেখক হিসেবে পরিচয় দিলেন ভাইজান। ব্লগের সবার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
সমসাময়িক লেখা অত্যন্ত ভালো হয়েছে। আপনার কাছ থেকে নিয়মিত এধরনের পোস্ট আরও চাই। আমাদের নিরাশ করবেন না প্লিজ।
শুভ কামনা অবারিত ভাইজান। ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। 🌹🌹
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় আপু, সমসাময়িক বিষয়ে লেখাটাই আমার গুণ, গল্প, কবিতা যা লিখি তা আমার দুঃসাহস, এক সময় সমসাময়িক বিষয় নিয়ে প্রচুর লিখতাম কিন্তু গত দুবছর ধরে এইসব বিষয় নিয়ে লিখতে আমার মন বসতোনা, কারণ কেউ শুনেনা এইসব, কেই চিন্তাও করেনা যা দুঃখজনক।
সাবিনা ইয়াসমিন
আপনি সমসাময়িক লেখায় ফিরে আসুন প্লিজ। গল্প কবিতার চেয়ে এই লেখাগুলো বেশি কার্যকরী ভূমিকা রাখে। গল্প কবিতা চাইলেই যে কেউ লিখতে পারে। কিন্ত সমসাময়িক বিষয় নিয়ে লেখা-লেখি চ্যালেঞ্জিং। আপনি এই লেখাতে নিজের দক্ষতা দারুন ভাবে উপস্থাপন করেছেন। দেরি না করে আরও লিখুন ভাইজান।
ইঞ্জা
অপরিসীম ধন্যবাদ প্রিয় আপু, চেষ্টা করবো আপনার অনুরোধ রক্ষা করতে। 😊
জিসান শা ইকরাম
আমার ডেংগু হলো, কিন্তু ডেঙ্গু আক্রান্তের কোনো লক্ষনই তো ছিল না আমার।
যা অবস্থা তাতে মহামারী দেখা দিলেই ডেংগু টেস্ট করতে হবে সবার।
ইঞ্জা
ভাইজান, এখন ডেঙ্গু তার রুপ বদল করেছে, আপনার প্রথম দিন যে জ্বর হলো, সাথে প্রেশার কমে গেলো, এই তো বড় সিনটম ছিলো, তখনই তো আমি শংকিত হয়ে উঠলাম, খেয়াল করেননি বারবার আপনাকে প্রেশার দিচ্ছিলাম ঢাকাতে ফিরে আসার জন্য, প্রচুর জুস, ডাব খাওয়ার জন্য, লক্ষ্মণ তো তখনই ছিলো।
যাক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এই অনেক, শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে।
জাহিদ হাসান শিশির
একটু আগে খবরে দেখলাম, ডেঙ্গুকে মহামারী বলে প্রচার করায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
ইঞ্জা
এ খুবই অন্যায়, এতগুলো মানুষ মারা হেলো, হাজারো লোক ডেঙ্গু আক্রান্ত, তবুও যদি বলে এ মহামারী নয়, তাহলে করুক গ্রেফতার, দিক ফাঁসি। 😡