ডাক চিঠি !

সুপায়ন বড়ুয়া ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৬:৫৮:৩০অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

আজও বন্ধু হয়নি লেখা
চিঠির জবাবে আর একটি চিঠি।
যেমন করে লিখতে তুমি
নীল হরফে মিষ্টি চিঠি।

হলুদ খামে ভরে দিয়ে মিষ্টি একটি চুমু দিয়ে
ডাকঘরের এই শুন্য ঘরে আটা দিয়ে মুখটি ভরে
আকাশ পানে দিব্যি দিয়ে পথ পানে থাকতে চেয়ে
আসবে কখন ডাক হরকরা গুন গুনিয়ে
লাঠি হাতে বগল দলে বলতো তিনি।

দাদাগো দাদা, তোমার চিঠি
আসছে দেখো নতুন করে
নিত্য নতুন শব্দ দিয়ে
মিষ্টি মধুর স্বপ্ন নিয়ে
লিখতে থাক নতুন চিঠি।
তাইতো মোরা বেঁচে আছি
ডাক হরকরা শব্দ দিয়ে
এই বয়সে চাকরী নিয়ে।

তোমার লেখা শখের চিঠি
সুখ দু:খের মিশেল দিয়ে
আমি ও তোমার সুখ খুঁজে পাই
মিষ্টি চোখে দেখতে গিয়ে
বাঁচিয়ে রাখি জীবনটাকে
আয় রোজগারের পথটা দিয়ে
মুচকি হেসে বলতো তিনি
খোদার পরে তুমিই দাদা
আজও আমায় বাঁচিয়ে রাখ
নিত্য নতুন চিঠি দিয়ে।

আজ অনেক কাল গত হলো
ডাক হরকরা আর আসে না
তোমার কাছে আজ ও আমার
হয়নি লেখা চিঠির জবাব আর একটি চিঠি।

ক্ষমা করো বন্ধু তুমি
তোমার চোখে পড়ে যদি
মুঠো ফোনে এই লেখাটি
আমার লেখা ছোট্ট চিঠি।

১০২৭জন ৭৪৬জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ