
আজও বন্ধু হয়নি লেখা
চিঠির জবাবে আর একটি চিঠি।
যেমন করে লিখতে তুমি
নীল হরফে মিষ্টি চিঠি।
হলুদ খামে ভরে দিয়ে মিষ্টি একটি চুমু দিয়ে
ডাকঘরের এই শুন্য ঘরে আটা দিয়ে মুখটি ভরে
আকাশ পানে দিব্যি দিয়ে পথ পানে থাকতে চেয়ে
আসবে কখন ডাক হরকরা গুন গুনিয়ে
লাঠি হাতে বগল দলে বলতো তিনি।
দাদাগো দাদা, তোমার চিঠি
আসছে দেখো নতুন করে
নিত্য নতুন শব্দ দিয়ে
মিষ্টি মধুর স্বপ্ন নিয়ে
লিখতে থাক নতুন চিঠি।
তাইতো মোরা বেঁচে আছি
ডাক হরকরা শব্দ দিয়ে
এই বয়সে চাকরী নিয়ে।
তোমার লেখা শখের চিঠি
সুখ দু:খের মিশেল দিয়ে
আমি ও তোমার সুখ খুঁজে পাই
মিষ্টি চোখে দেখতে গিয়ে
বাঁচিয়ে রাখি জীবনটাকে
আয় রোজগারের পথটা দিয়ে
মুচকি হেসে বলতো তিনি
খোদার পরে তুমিই দাদা
আজও আমায় বাঁচিয়ে রাখ
নিত্য নতুন চিঠি দিয়ে।
আজ অনেক কাল গত হলো
ডাক হরকরা আর আসে না
তোমার কাছে আজ ও আমার
হয়নি লেখা চিঠির জবাব আর একটি চিঠি।
ক্ষমা করো বন্ধু তুমি
তোমার চোখে পড়ে যদি
মুঠো ফোনে এই লেখাটি
আমার লেখা ছোট্ট চিঠি।
২৯টি মন্তব্য
শামীম চৌধুরী
হারিয়ে যাওয়া ডাকহরকরা নিয়ে অসম্ভব সুন্দর একটি কবিতা।
ডিজিটাল ও প্রযুক্তির ভীড়ে হারিয়ে গেছে আজ ডাকহরকরা।
হেমন্তের সেই গানটি মনে পড়ে গেল কবি দাদা।
সুপায়ন বড়ুয়া
প্রথম হওয়ার এই সুবাদে
জানাই ধন্যবাদ।
লেখাই আমার সার্থকতা
ভাইজানের আশীর্বাদ।
হেমন্তের মনকাড়া গানটা আজও পারিনি ভুলিতে
চিঠি দিও প্রতিদিন। চিঠি দিও
কামাল উদ্দিন
মনটাকে যেন নষ্ট্যালজিকতায় পেয়ে বসেছে আপনার কবিতা পড়ে, এ যুগের ছেলে মেয়েরা চিঠি আর ডাক হরকরার মর্ম বুঝবে না…….শুভ কামনা জানবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
কামাল এলেন বুঝি
অনেক দিন পরে।
হঠাৎ করে হারিয়ে যান
খুঁজি কেমন করে ?
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
কামাল ভাই এলেন বুঝি
অনেক দিন পরে।
হঠাৎ করে হারিয়ে যান
খুঁজি কেমন করে ?
ভাল থাকবেন। শুভ কামনা।
কামাল উদ্দিন
মনটা এখানেই থাকে হারাই না কেন যতদূরে………..
সুপায়ন বড়ুয়া
আমাদের ফেলে কই যাবেন ?
ভাল থাকবেন। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বহু অতীতের হারিয়ে ডাকহরকরা নিয়ে এত সুন্দর শব্দচয়নে অনবদ্য এক কাব্যকথন দাদা।
যুগের পরিবর্তনে আজ এসব ভাটা পড়ে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে।
ক্ষমা করো বন্ধু তুমি
তোমার চোখে পড়ে যদি
মুঠো ফোনে এই লেখাটি
আমার লেখা ছোট্ট চিঠি।
বেশ লাগলো,দাদা।
সুপায়ন বড়ুয়া
দাদা আমার স্মৃতির পাতায়
হারিয়ে যান বলে
এই প্রজন্ম সময় কাটায়
কম্পিউটারে খেলে।
আজও মোরা পড়ে থাকি
অতীত ফিরে পেলে
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
উহ! চিঠি পেয়ে তার প্রতিটি ভাঁজে অনুভব করা সেই গন্ধ আজ বিলীন হয়ে গিয়েছে। আপনার লেখার স্মৃতিকাতর হলাম দাদা।
সবই ডিজিটাল মাধ্যমের বিড়ম্বনা। শুভকমনা রইলো দাদা।
সুপায়ন বড়ুয়া
ডিজিটাল বিড়ম্বনা থেকে মুক্তি নাই।
সেই প্রতিক্ষিত চিঠি আর আসে না ফিরে।
ডিজিটাল এই যুগে কাছে থেকে ও সবাই আজ দুরে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা চিঠির যুগটা হারিয়েই ফেললাম। আর কেউ বুঝবে না, জানবে না চিঠির সুখ, ভালোলাগা। খামে ভরে নানান রকম, নানান ভাঁজের চিঠি আর পাওয়া হবে না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই চিঠির যুগে ফিরিয়ে নেবার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই দিদি
সেই দিন আর আসে নাতো ফিরে।
মনের মাধুরী মিশিয়ে লিখতাম যাকে ঘিরে।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
ফয়জুল মহী
কমনীয়,সৃষ্টিশীল লেখনী ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য
শুভ কামনা।
সাদিয়া শারমীন
দাদা, সেই পুরনো দিন গুলো মনে পড়ে গেল। এখন কার ইমেইলের যুগে চিঠির সেই ফ্লেভার খুঁজে পাওয়া দুস্কর। খুব ভালো লাগলো লেখাটি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
ভালো লাগলো জেনে
পুরানো স্মৃতি ফিরিয়ে দিলাম
আমার আপুর মনে।
শুভ কামনা।
আরজু মুক্তা
স্মৃতির পাতায় চোখ বুলালাম। ডাক হরকরার অসুখ হয়েছে। তাই তোমার চিঠি আর আসেনা
সুপায়ন বড়ুয়া
তার জন্য দোয়া রাখলাম
সব সময়ের কামনা।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দা স্যালুট জানাই
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বহুত চিডি-ফিডি লিখছেন বুঝতে পারছি,
এই চিঠি চৌক্ষে পড়বেই, আর উপায় নেই।
সুপায়ন বড়ুয়া
হা হা হা !
এই যে চিঠি লিখলাম বলেই
ভাইজান এলেন।
আর না হয় তো লেখার মাঝে হারিয়ে গিয়ে
তোমায় পেলাম।
ভাল লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
যে কখনো কিছু লিখতে পারেনি সেও চিঠি লিখেছে। যাকে দিয়ে কখনো কোনো গল্প কবিতা পড়ানো যায়নি, সেও অপেক্ষায় থেকেছে কাঙ্ক্ষিত কারো পাঠানো চিঠি পড়ার জন্য। চিঠি নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন দাদা। এর বেশি আসলে কিছু বলতে পারছি না। কিছু কিছু অনুভব প্রকাশ করা যায় না।
** আয় রোজগারের পথটা দিয়ে
মুচকি হেসে বলতো তিনি
খোদার পরে তুমিই দাদা
আজও আমায় বাঁচিয়ে রাখ
নিত্য নতুন চিঠি দিয়ে **
এমন আকুলতা গুলোও হারিয়ে গেছে চিঠির ঐতিহ্যের সাথে সাথে।
ভালো থাকুন দাদা। শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
আপু আমার সময় নিয়ে এলেন আমার চিঠিতে
মনটা আমার ভাল হলো সুস্থ হলো জানাতে।
ভাল থাকবেন থাকুন নিরাপদে।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
হলুদ খামে ভরে দিয়ে মিষ্টি একটি চুমু দিয়ে
ডাকঘরের এই শুন্য ঘরে আটা দিয়ে মুখটি ভরে
আকাশ পানে দিব্যি দিয়ে পথ পানে থাকতে চেয়ে
আসবে কখন ডাক হরকরা গুন গুনিয়ে।****
এই পাঠানো আর অপেক্ষা দুটোই মধুর।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
এই অপেক্ষার দিনগুলো তো
এখন হলো শেষ।
যখন তখন ম্যাসেজ পাঠায়
বিরক্তির এক শেষ।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
সৌবর্ণ বাঁধন
ক্ষমা করো বন্ধু তুমি
তোমার চোখে পড়ে যদি
মুঠো ফোনে এই লেখাটি
আমার লেখা ছোট্ট চিঠি।- সুন্দর হয়েছে। লাইনের পরতে পরতে লুকান আবেগ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য।
শুভ কামনা।