ছোট্ট বেলায় বই মেলা তে গিয়ে
কিনেছিলাম একটি নীল বই
পড়তে গেলে হঠাৎ পরে মনে
আমি জেনো হারিয়েছি বনে
হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
ও কারিগর তুমি আমার এসো ফিরে
ও কারিগর তুমি দেখো আবার এসে
হিমু , হলুদ জামায় একলা বসে
মিছির আলি কাদছে দেখো এক কোনেতে
বৃষ্টি ভেজা শ্রাবন দিনে
কদমফুল একেলায়
আকাশ ভরা জোছনা রাতে
চাঁদ মামাটিও একলায়
তুমি কোথায় তুমি কোথায় ? ?
স্বপ্নে হারানো গল্প গুলো কোথায়?
হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
ও কারিগর তুমি আমার এসো ফিরে
ও কারিগর তুমি দেখো আবার এসে
হিমু , হলুদ জামায় একলা বসে
মিছির আলি কাদছে দেখো এক কোনেতে
হুমায়ুন আহমেদ এর মৃত্যু বার্ষিকী তে মনটা খুব ই আবেগে আপ্লুত । স্যার যেখানেই থাকুন , অনেক ভালো থাকুন।
আমাদের দোয়া , ভালবাসা, শ্রদ্ধা সবসময় থাকবে আপনার প্রতি ।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমি তাঁর ভক্ত নয় , কিন্তু তাঁর কিছু কিছু লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে ।
লাইনে দাঁড়িয়ে ‘বাদশাহ নামদার’ বইটি কিনেছিলাম । আমি শুধু একটি কথাই বলব আসলে
তিঁনি ছিলেন বিরল এক প্রতিভা । একজন মানুষের পক্ষে এত এত বিষয় নিয়ে কাজ করে উৎরে যাওয়া
সহজ নয় মোটেই ।
আমি তাঁর বিদেহী আত্মার একান্ত শান্তি কামনা করি কায় মন বাক্যে ।
অদ্ভুত সেই ছেলেটি
🙂 হুম ভাইয়া । তিনি আসলেই ছিলেন বিরল এক প্রতিভা। জাতি তাকে অনেক মিস করে এবং করবে 🙁 🙁
জিসান শা ইকরাম
হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
ও কারিগর তুমি আমার এসো ফিরে
ও কারিগর তুমি দেখো আবার এসে
হিমু , হলুদ জামায় একলা বসে
মিছির আলি কাদছে দেখো এক কোনেতে —- ভালো লিখেছেন , আবেগ পূর্ণ ।
বাঙ্গালীদের গল্প এবং উপন্যাস পড়ার অভ্যাসটি ফিরিয়ে এনেছেন হুমায়ুন আহমেদ , মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা -{@ (3
অদ্ভুত সেই ছেলেটি
🙂 ধন্যবাদ ভাইয়া
মিসু
প্রিয় মানুষকে নিয়ে লেখাটি ভালো লেগেছে খুব ।
অদ্ভুত সেই ছেলেটি
ধন্যবাদ 🙂 -{@
আদিব আদ্নান
চাঁদনি রাতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি ।
শিশির কনা
মায়ুন আহমদ এর মৃতু বািষকীতে শ্রদ্ধা , শুভেচ্ছা ও ভালোবাসা ।
প্রজন্ম ৭১
হুমায়ুন আহমেদ আমারো প্রিয় , স্রদ্ধা জানাই তাঁকে ।
ব্লগার সজীব
প্রিয় মানুষ হুমায়ুন আহমেদ এর প্রতি গভীর শ্রদ্ধা । -{@