"বাইরনিক শুভ্র" জুলাই ২৭, ২০১৩ at ১:১৯ অপরাহ্ন “এই ক্ষণে তোমায় ভেবে পুলকিত হয় মন ।” আমার হয় না। ভেবে ভেবে বুকটা ভারি হয়ে ওঠে ।
৭টি মন্তব্য
"বাইরনিক শুভ্র"
“এই ক্ষণে তোমায় ভেবে
পুলকিত হয় মন ।”
আমার হয় না। ভেবে ভেবে বুকটা ভারি হয়ে ওঠে ।
প্রজন্ম ৭১
ভালো লেগেছে লেখা ।
ছাইরাছ হেলাল
আপনি পুলকিত হচ্ছেন দেখে ভাল লাগল ।
জিসান শা ইকরাম
বাহ! সুন্দর কবিতা ।
মিসু
ভালো লেগেছে খুব (y)
ব্লগার সজীব
ভালো লেগেছে খুব ।
শিশির কনা
সুন্দর লিখেছেন ভাই ।