টুপ টাপ বৃষ্টির শব্দ

শাহ আজিজ ২৭ জুলাই ২০১৩, শনিবার, ১২:২১:৩৪অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য
টুপ টাপ বৃষ্টির শব্দ
চারদিকে নেই কোন
কোলাহল তাই যেন
মনে হয় সব কিছু স্থব্দ
চার দিকে অবিরাম
বৃষ্টির টুপ টাপ শব্দ

হিম হিম বাতাসে
গায়ে জাগে আজ
যেন শিহরন
এই ক্ষণে তোমায় ভেবে
পুলকিত হয় মন ।

2/5/12…..7.30

১জন ১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ