ঝড় এবং একটি প্রস্ফুটিত গোলাপ

অনন্য অর্ণব ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১২:০৩:০৯পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

নিদারুণ অপেক্ষার প্রহর গুণে গুণে বালিকা অমরাবতী
যখন পরিপূর্ণ প্রস্ফুটিত হয়,
কালের সমীপে তার কিছু দাবি নিতান্ত যৌক্তিক
সে কোমল পত্র পল্লবে ভরা যৌবনখানি।

উত্তরী হিমেল হাওয়ায় দোল খেয়ে খেয়ে
বালিকা অপেক্ষা করে কখন আসবে বসন্ত প্রহর
দখিনের মাতাল হাওয়ার ঘূর্ণিতে খুলে নেবে
সর্বাঙ্গে জড়িয়ে থাকা পাপড়ির আঁচল।

অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসে
সেই বহু কাঙ্ক্ষিত কালবৈশাখীর রাত
উন্মত্ত মাতাল হাওয়ায় নিজেকে বিলিয়ে দিয়ে
বালিকা উপভোগ করে প্রমত্তা যৌবনে অমরত্বের স্বাদ।

মাত্র একটি রাত; ঠোঁটে ঠোঁট হাতে হাত-
ঝড়ের বুকে লেপ্টে ঝাপটে মিলেমিশে একাকার
একটি প্রস্ফুটিত গোলাপের এক জীবনে
এর চেয়ে বেশি সুখের কিইবা আছে আর ?

৪৯৪জন ৩৯৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ