
পরস্পর দুশমন, ঘুম ও জাগরণ,
শেষমেশ কে কাকে বেছে নেবো/নেবে;
সামান্য একটু মাঙ্গলিক তদন্ত শেষে, পাশাপাশি বসে,
সহায়ক পদক্ষেপ কী বা কী কী নেয়া যায়,
নিরপেক্ষ অবাধ উন্মুক্ততায়, ন্যায়-নিষ্ঠ মিষ্টতায়;
দু’ভাগকারী এদিক না ওদিক অংক-হিশেব ফেলে-টেলে
নিদেন পক্ষে মুখোমুখি না-হোক, পিঠোপিঠি তো বসা যেতেই পারে;
অক্ষত বৃষ্টির ছাট এড়িয়ে;
না, নাহ; নীরবতার কোন হিমেল ফারাক বিকেল-বৃষ্টিতে থাকে না;
গিজগিজ করা আলগা চটুলতা-ও না;
চাঁদের বুড়ির ছুঁড়ে দেয়া জ্যোৎস্না-কানাগলির ভাঁজে ওলট-পালট
জড়াজড়ির ষোলকলা পূর্ণ হতে দেয়া যাবে না কিছুতেই,
এ-কথা ও-কথার ফাঁকে একটুখানি সুসম্ভ্রমের আফিম-তরু!
নাহ্, তাও না;
ধারাবাহিক বৃত্তের লেজে পা-রেখে একটু রমণীয় বৃষ্টিস্নাত হয়ে,
জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো!
নিরবিচ্ছিন্ন হৃদয়ে, চমক/ঝিলিকের গাঢ় জাল বিছিয়ে!!
গান ও ছবি নেটের।
১৮টি মন্তব্য
আশরাফুল হক মহিন
জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো!
নিরবিচ্ছিন্ন হৃদয়ে, চমক/ঝিলিকের গাঢ় জাল বিছিয়ে!!
অসাধারণ হয়ছে প্রিয় কবি।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ,
এমন কপি-পেস্ট মন্তব্য আশা করছি না।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগের সুন্দর প্রকাশ — “ধারাবাহিক বৃত্তের লেজে পা-রেখে একটু রমণীয় বৃষ্টিস্নাত হয়ে,
জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো!
নিরবিচ্ছিন্ন হৃদয়ে, চমক/ঝিলিকের গাঢ় জাল বিছিয়ে”!!
ছাইরাছ হেলাল
ধন্যবাদ পড়ার জন্য।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইল ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
মাথার মধ্যিখানে ঠুকছে না বস। অমানুষ হ্যেই রই।
চারিদিকে মানুষ আছে অন্তর অমানুষ, চারিদিকে মানুষ আছে মুখে মধু অন্তরে বিষ।
ছাইরাছ হেলাল
ব্যাপার না, চালু রাখলেই হবে।
ভাল থাকুন।
হালিমা আক্তার
ঘুম এবং জাগরণ একে অপরের পরিপূরক। জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো। এখানেও একে অপরের সঙ্গী। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
ঘুমিয়ে জেগে থাকতে বলছেন!! কঠিন কাজ।
শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
দু’ই সঙ্গি
যেন তা জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গি।
সুন্দর উপলব্ধিতে অনন্য নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
অনেক কিছুর মত এটি আমাদের অনুষঙ্গ।
ভাল থাকুন।
আরজু মুক্তা
জীবনের পরিপূর্ণতায়, কেউ না কেউ এসে যায়।
ছাইরাছ হেলাল
জোয়ারে দু’কুল উপচে পড়ে!! যদিও কুল পাওয়াই কঠিন।
শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
আধো ঘুম, আধো জাগরণ কোনোটাই পরিপূর্ণ হয় না। ঘুম আর জাগরণ দুটোই স্বাস্থ্যের জন্য দরকার, মনের জন্য ও দরকার। আজকের লেখায় মন্তব্য করা কঠিন লাগছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ছাইরাছ হেলাল
খুপ কঠিন বুঝি!!
দৈততাই জীবনের একান্ত সত্য অনুভুতি। আমাদের তা মানতেই হয়, ইচ্ছেয় বা অনিচ্ছেয়।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
খুউপ কঠিন। মাঝেমধ্যে মাথার নিচে দিয়ে চলে যায় তাই ব্রেনের এন্টেনায় ধরা পড়ে না। ভালো থাকুন
ছাইরাছ হেলাল
ফাঁকিবাজি ভালু না কিন্তু।