জেগে ওঠা বা ঘুম

শুন্য শুন্যালয় ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার, ০২:১৪:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬০ মন্তব্য

20151105_150209-2 (2) []দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গিয়েছে এমন খুব কমই হয়েছে আমার। আজ গেলো। তবে এটাকে দুঃস্বপ্ন নাকি স্বপ্ন বলবো ঠিক বুঝতে পারছিনা। নিশাচরীদের জন্য রাতের শুরু বলা যায়। ১২.১৫। খুব অস্থির লাগছে। হালকা শীত এখনো আছে। এখানে মাস দুএক বাদে সারাবছরই লেপের ভেতর রাত্রিকে পাহারা দিতে হয়। গুমোট গরমে আমার কেমন শ্বাসকষ্ট হচ্ছে। ছুটিপুর ২ এর সেই শুনশান জায়গায় চলে এসেছি কি? কিন্তু আমার তো সেই শেষ চিঠিগুলো এখনো লেখা হয়নি, সেই লাল শাপলাদের দেয়া কথা রাখা হয়নি। কার্জন হলের সামনে বুকড করে রাখা সময়! The Beach মুভির চিকচিক করে ওঠা জলের উপর চাঁদের আলোয় হেঁটে বেড়ানো। আরো, আরো কিছু ছিলো, আরো কিছু আছে, মনে পড়ছে না কেন। দুটো গাঢ় নিঃশ্বাসে ফিরে এলাম আমার চেনা বিছানায়, টেনে আনলো কেউ যেন ধাঁধাঁর ভেতর থেকে। টুপটুপ করে জানালার কাঁচে বৃষ্টি পড়ছে। এ শব্দটা বেশির ভাগ সময়ই শুনি, পার্থক্য শুধু শিশির আর বৃষ্টিকনায়। আচ্ছা শিশির আর বৃষ্টির কম্পোজিশন কি এক? তাদের অর্কেস্ট্রা কেন মাঝে মাঝে এক হয়ে যায়? এক শিশিরের কতো কতো নাম, শিশির, কুয়াশা, শিলা, তুষার। আচ্ছা স্বপ্নের নাম দিইনা কেন তাহলে অনেক করে? মাঝে মাঝে কএক মিনিটের জন্য চোখ বুজলেই স্বপ্ন দেখে জেগে উঠি, তার নাম হবে স্লিপিং স্বপ্ন, উহু স্লিপিং এর চাইতে ঘুম বেশি মিষ্টি, তাহলে ঘুমন্ত কিংবা ঘুমানিয়া স্বপ্ন। হুম ঘুমানিয়া, লকড করে দিলাম। কোন কোন স্বপ্ন থেকে আর জেগে উঠতে ইচ্ছে করেনা, যেন ভেসে ডুবে হারিয়ে যাই। কি দেয়া যায় তার নাম? মেহেদী? যেন যতই গাঢ় হোকনা কেন মুছে সে যাবেই। চাঁদপুকুর দেব কোন এক স্বপ্নের নাম। কোনটার? ঘুম ভাঙলে কেমন এক আচ্ছন্ন হয়ে থাকা এরপর আলোর সাথে মিলিয়ে যাওয়া? আচ্ছা কি নিয়ে লেখা শুরু করেছিলাম যেন? আমার স্বপ্ন। হুম, কারো লেখায় নেই আর আমি। আরেকটু সত্যি করে যদি বলি চলমান কোন সিরিজের চরিত্র বদল, এই আমার স্বপ্ন ছিল। এ স্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে এতো অস্থিরতার কি কারন থাকতে পারে? আর আমার ঘুমটা ভাঙ্গিয়েই বা কে দিলো! পরের অধ্যায়, ইশ জানা হলোনা, শুন্য কি সত্যিই শেষ পর্যন্ত ভরে গেলো কানায় কানায় ঘোলা জলে?

অবাক ঘরে নিবেদিতা
দুই প্রহরী ঠিকঠিক
চন্দ্র সামাল বুক জোছনায়
ঘন্টা বাজায় টিকটিক।

ব্যস্ত হলে কলের সময়
দুয়ারে দেয় বাঁধ
নিবেদিতাও বড্ড অবাক
মেঝে ডোবে ভুলের জলে
আলোয় তার কাঁধ।

অন্দর কিবা অন্তরে
নিবেদিতা নিশ্চুপ
কান পাতে না কেউ
নির্জনতায় রয় শুধু এক
শব্দ শাপের রূপ।।

৭৯২জন ৭৯২জন
0 Shares

৬০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ