জীবন মৃত্যুর অদলবদল

ছাইরাছ হেলাল ১৮ এপ্রিল ২০২০, শনিবার, ০৮:২৮:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

বড় বেশি অহংকারী অবিশ্বাসী

সখ্য-সুতোর বিন্যাসে, সর্বগ্রাসী মৃত্যু-দূত;

আগাছা নিড়ানো জননী জমিতে

অজস্র শ্বেত-কাফনের সারি।

সভ্যতার দ্যুতিতে রাহু-গ্রাস, চক্ষুষ্মানের অন্ধ-অন্ধ খেলা,

মানুষেরা আজ যাযাবর, ছুটছে, পালাবে বলে

দিক হতে দিগন্তের অজানায়;

 

সেখানে-ও নিস্তার নেই

জল-সমুদ্র, ডাঙ্গায় বা পাহাড় অরণ্যে

ছিন্নমূল বা বেঢপ-বীর্যের আগুন-ধনী,

আলগোছে ছুঁয়ে ছুঁয়ে জাপটে ধরছে হামেশা

ত্রাহি চিৎকার মাড়িয়ে।

 

ন্যাড়া-মাথায় ভাবি, জ্বলা-রৌদ্রে দাঁড়িয়ে

আর(মৃত্যু )কী না হলেই নয়!

চাই সামান্যটুকু ঝিনুকোজ্জ্বল বসন্ত, ভেতরে-বাইরে।

 

নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,

নিস্তার চাই এই অদল বদলের।

 

ছবি………নেট থেকে।

৫৫৩জন ৪২৪জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ