
বড় বেশি অহংকারী অবিশ্বাসী
সখ্য-সুতোর বিন্যাসে, সর্বগ্রাসী মৃত্যু-দূত;
আগাছা নিড়ানো জননী জমিতে
অজস্র শ্বেত-কাফনের সারি।
সভ্যতার দ্যুতিতে রাহু-গ্রাস, চক্ষুষ্মানের অন্ধ-অন্ধ খেলা,
মানুষেরা আজ যাযাবর, ছুটছে, পালাবে বলে
দিক হতে দিগন্তের অজানায়;
সেখানে-ও নিস্তার নেই
জল-সমুদ্র, ডাঙ্গায় বা পাহাড় অরণ্যে
ছিন্নমূল বা বেঢপ-বীর্যের আগুন-ধনী,
আলগোছে ছুঁয়ে ছুঁয়ে জাপটে ধরছে হামেশা
ত্রাহি চিৎকার মাড়িয়ে।
ন্যাড়া-মাথায় ভাবি, জ্বলা-রৌদ্রে দাঁড়িয়ে
আর(মৃত্যু )কী না হলেই নয়!
চাই সামান্যটুকু ঝিনুকোজ্জ্বল বসন্ত, ভেতরে-বাইরে।
নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,
নিস্তার চাই এই অদল বদলের।
ছবি………নেট থেকে।
২৪টি মন্তব্য
কামাল উদ্দিন
মানুষেরা আজ যাযাবর, ছুটছে, পালাবে বলে
দিক হতে দিগন্তের অজানায়
……….আর সেই ছুটে চলা সম্ভবত সবার নিজ গৃহের দিকেই এখন।
ছাইরাছ হেলাল
নিরাপদে নিরাপত্তা সবার-ই কাম্য এ কঠিনতম সময়ে।
ধন্যবাদ দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
সবাই নিস্তার চাই এই মৃত্যু পুরী, মহামারী থেকে। সবখানে এই করাল গ্রাস আর ভালো লাগছে না। ভালো থাকুন সুস্থ থাকুন। কিটো ডায়েটে থাকুন। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
অবশ্যই এই মৃত্যুদূতের হাত থেকে আমরা সবাই নিস্তার চাই।
ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
“নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,
নিস্তার চাই এই অদল বদলের।“
ভালই বলেছেন ভাইজান।
এই মৃত্যু কোলাহল থেকে মুক্তি চাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অবশ্যই মুক্তি চাই এই জঘন্য ঘাতকের কাছ থেকে।
ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
বিধাতা করুণা করলে তবেই নিস্তার মিলে
এই মৃত্যুর হাত থেকে। আমরা কেবল দুহাত তুলে
তাঁরই দরবারে নিস্তার চাইতে পারি
দারুণ লিখেছেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আমরা একমাত্র তাঁর-ই সাহায্য প্রার্থনা করি।
তিনি-ই আমাদের ত্রাণকর্তা।
নিরাপদে থাকবেন।
আরজু মুক্তা
কোলাহল থেকে আসলেই মুক্তি চাই।।
ছাইরাছ হেলাল
হ্যা, এই মৃত্যু কোলাহল থেকে অবশ্যই মুক্তি চাই।
ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,
নিস্তার চাই এই অদল বদলের।
শুভ কামনা দাদা🌹🌹
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভকামনা।
ভাল থাকুন।
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি।
ইঞ্জা
সেখানে-ও নিস্তার নেই
জল-সমুদ্র, ডাঙ্গায় বা পাহাড় অরণ্যে
ছিন্নমূল বা বেঢপ-বীর্যের আগুন-ধনী,
চআলগোছে ছুঁয়ে ছুঁয়ে জাপটে ধরছে হামেশা
ত্রাহি চিৎকার মাড়িয়ে।
আমিও ত্রাহি ত্রাহি চিক্কুর পাড়িয়া কইলাম, ওহে কুবিরাজ আর কত, মাথা আমার এতো ঘুরান্টি দেওয়া কি ঠিক। 😆
ছাইরাছ হেলাল
আপনার মাথা হেভভি শক্ত, ঘুরান্টি দিতেই পারে না।
নিরাপদে থাকবেন, ভাই।
ইঞ্জা
😂 ধন্যবাদ অনিমেষ।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন, ভাই।
হালিম নজরুল
নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,
নিস্তার চাই এই অদল বদলের।
——-প্রত্যাশা পূরণ হোক
ছাইরাছ হেলাল
দোয়ায় রাখবেন, নিরাপদে থেকে।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কবে নিস্তার পাবো জানিনা আমরা,
সময়ের দিকে তাকিয়ে আছি আমরা।
ছাইরাছ হেলাল
আমরা শুধুই অপেক্ষা করতে পারি,
এর বেশি কিছু না।
তৌহিদ
কোথাও নিস্তার নেই। সব জায়গাতেই অশান্তি। কাউকে ছাড় দিচ্ছেনা করোনা।
ছাইরাছ হেলাল
সে স্বজনপ্রীতি বোঝেই না, জানে- ও না
ভাল থাকবেন আপনি।