
জীবন মানে প্রাণের স্পন্দন জীবিকার পাদটীকা
জীবিকা মানে বাঁচার উচ্ছাস জীবনের জয়টীকা।
জীবনই যদি না বাঁচে বন্ধু জীবিকা হয় মূল্যহীন
জীবিকাই যদি না থাকল বন্ধু জীবন হল অর্থহীন।
ডিম আগে না মুরগী আগে তর্কের কোন নাইতো শেষ
জীবন আর জীবিকা একসাথে থাকে সদা চলে নির্নিমেষ
ডিম ছাড়া মুরগী হয়না মুরগী বিহীন ডিম
জীবিকা বিহীন জীবন চলে না তুলনা অপরিসীম।
ক্ষুধার তাড়নায় শিশুরা যখন হাত পা ছুড়ে কাঁদে
মমতা জড়ানো মায়ের বুকটা কাঁটার মতো বিঁধে।
মা ও তার শিশুকে ডাকে হামাগুড়ি তুমি দাও
কষ্ট করে এসো বাবা দুধটা খেয়ে যাও।
শিশুরা যখন হামাগুড়ি দেয় মায়ের খুশি না ধরে
খোদার কাছে হাত তুলে বলে , বড় হও বাবা পড়ে।
ক্ষুধার তাড়নায় মানুষ ছুটে আজ জীবিকার সন্ধানে
বাঁচার জন্য পাগলের মতো কাজকে ভগবান জানে।
জন্মই যাদের আজন্ম পাপ তাদের আবার জীবন কি
তারা ও আবার বাঁচতে চায় সেটা আবার গোপন কি ?
জীবনের চাকা সচল রাখতে খাদ্য পথ্য নিতে হয়
আবাদি জমি পড়ে থাকলে শষ্য ভান্ডার ও শেষ হয়।
করোনার ভয়ে জীবন বাঁচাতে যারা ছিল গৃহবন্দী
ক্ষুধার তাড়নায় তারা করে আজ জীবিকার সাথে সন্ধি।
৩২টি মন্তব্য
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
প্রশংসায় ধন্য। শুভ কামনা।
মাহমুদুল হাসান
করোনার ভয়ে আজ আমিও গৃহবন্দী
করে চলেছি তাই, কবিতার সাথে সন্ধি।
সুপায়ন বড়ুয়া
আর কতকাল থাকব বন্ধু গৃহবন্দী
তাইতো বন্ধু করে যাই জীবিকার সাথে সন্ধি।
ভাল থাকবেন। শুভ কামনা।
মাহমুদুল হাসান
ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
এবারের পোস্ট তো সঠিক ভাবেই আসলো! আই ফোন দিয়েই পোস্ট করেছেন?
সুপায়ন বড়ুয়া
ও তাই তো বলি ভাইজান
আই ফোন দিয়েই তো সবসময় করি
ভালই হলো আর আপনাকে কষ্ট করতে হবে না।
ঠিক হওয়াতে শান্তি পেলাম। ভাল লাগলো।
অশেষ ধন্যবাদ।
জিসান শা ইকরাম
জীবন আর জীবিকা একসাথেই থাকে।
ক্ষুধার তাড়নায় মৃত্যু ভয় উপেক্ষিত আজ দরীদ্রদের,
জীবন বাঁচাতে কাজে ফেরা তাদের।
ভাল লেগেছে দাদা,
শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
উপায় নেই ভাইজান। মানুষ গৃহবন্দী থেকে থেকে ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে যাচ্ছে। কাজে ব্যস্ত থাকলে খাবার দাবার ঠিক মতো করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে সুস্থ থাকবে।
এ ছাড়া বিকল্প নাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা আপনার সমসাময়িক নিয়ে ছন্দকবিতায় বিমুগ্ধ। ঈশ্বর সহায় হোন। দেয়ালে পিঠ ঠেকে গেলে সামনে না এগিয়ে উপায় নেই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই ঠেকেছে পিঠ দেয়ালে
সামনে আগাই বাঁচার ছলে
বাধা বিঘ্ন পায়ে দলে।
ভালো থাকুন দিদি সুস্থ থাকুন শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
কবিতায় অনেক কথা ফুটে উঠেছে দাদা।
এ জীবন জীবিকা দেয়ালে পিঠ ঠেকাবে ভয়াবহ পরিস্থিতিতে।
ভালো লাগলো দাদা।
শুভকামনা….
সুপায়ন বড়ুয়া
জীবন বাঁচাতে জীবিকার সন্ধানে বের হয় মানুষ
সুস্থ সবল থাকতে হলে ব্যস্ত থাকার বিকল্প নেই।
ভয়ে আতঙ্কে থেকে অসুস্থ হওয়ার ছেয়ে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
বেঁচে থাকা,
সুখ-দুঃখ, স্বপ্ন -যাতনা
সবই জীবনের তরে,
বয়ে চলে নিঃশ্বাস বা দীর্ঘশ্বাস
তারই মাঝে বেঁচে রয় জীবনের আশ্বাস..
শুভ কামনা দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ওয়াও সুন্দরতো !
আজি এ সুন্দর সকালে
কাব্যিক ভাষায় জবাব মেলে।
পেয়ে যাই জীবনের আশ্বাস।
জীবিকার মাঝে জীবন খুঁজে
এ আমারি বিশ্বাস।
শুভ কামনা আপু 🌹🌹
তৌহিদ
জীবন জীবিকা একে অন্যের পরিপূরক। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারা খুব কস্টের কিন্তু।
ভালো থাকুন দাদা।
সুপায়ন বড়ুয়া
ক্ষুধার জ্বালায় পৃথিবী পদ্যহীন
পুর্নিমার চাঁদ যেনো ঝলসানো রুটি।
ভাল থাকবেন।
শুভ কামনা ভাইজান
শামীম চৌধুরী
কবিতাটি ভাল লাগলো। তবে আমাদের দেশে দরিদ্র এর হার বেশী। তাই আমরা যে কোন দূর্যোগে জীবিকাকেই বেছে নেই। জীবনের চেয়ে।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
কর্মজীবি মানুষ অলস বসে থাকলে
অসুস্থ হয়ে যায় নানান দুশ্চিন্তায়।
তাই জীবিকার মাঝেই বাঁচতে চায়।
ভাল থাকবেন ভাইজান , শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ক্ষুধাই একমাত্র কঠিন সত্য, সেটি কেউ কিছুতেই আড়াল করতে পারে না।
নীতিকথা কটুকথা ভালোকথা সব অর্থ হীন।
এতো এতো দিন পর লিখলে পাঠক তা মানতে চাইবে না!!
সুপায়ন বড়ুয়া
ক্ষুধার জ্বালায় পৃথিবী গদ্যময়
পুর্নিমার চাঁদ যেনো ঝলসানো রুটি।
ঠিক বলেছেন, ক্ষুধাপেটে সকল নীতি বাক্য অর্থহীন।
আপনার মতো কলমের ডগায় কাব্য বের হয় না দাদা
যাক ভাল লাগলো। আপনার শুভ কামনায়।
ভাল থাকবেন ভাইজান , শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কথার ফাঁদে ফেলে পাঠ-বঞ্চিত করার চেষ্টা জাতি মানিবেক না।
অতএব ভাই সাহেব, যাহা চাই তাহাই চাই।
সুপায়ন বড়ুয়া
আপনার কথা ফেলার
সাধ্য আছে কার ?
সাধুবাদ জানাই বন্ধু
তোমাকে সবার।
নীরা সাদীয়া
এই যে জীবন তার শেষ কবে?
সুপায়ন বড়ুয়া
সবুরে মেওয়া ফলে আপু
আশা করি সুন্দর পরিসমাপ্তি হবে।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
ডিম আগে না মুরগী আগে তর্কের কোন নাইতো শেষ
জীবন আর জীবিকা একসাথে থাকে সদা চলে নির্নিমেষ
ডিম ছাড়া মুরগী হয়না মুরগী বিহীন ডিম
জীবিকা বিহীন জীবন চলে না তুলনা অপরিসীম।
—————— ভাল লিখলেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ কবিবর সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা
কামাল উদ্দিন
জীবন আর জিবিকা সব সময় একে অপরের পরিপূরক, তাই করোনারও ক্ষমতা নাই জীবন বাঁচানোর তাগিদে মানুষকে জীবিকা থেকে দূরে সরিয়ে রাখে।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
অনির্দিষ্ট কাল যাবত জীবিকা থেকে দুরে রাখা যাবেনা
মানুষকে ও বিকল্প বের করতে হবে
স্বাস্থ্যবিধি মেনে জীবিকা চালিয়ে যেতে হবে
ভাল থাকবেন। শুভ কামনা। ঈদ মোবারক !
কামাল উদ্দিন
ঈদ মোবারক
পার্থ সারথি পোদ্দার
অসাধারণ লাগল কবিতাটি।খুবই প্রাসঙ্গিক বর্তমান বাস্তবতায়।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।