
দেখেও সুহাস নভঃ স্নিগ্ধ বিকেলে
আঁকে না হৃদয় ছবি নেই বলে মেঘ,
দিলেও আষাঢ়ে ধারা নব খুশি ঢেলে
তিয়াসিনী তবু খুঁজে বেসুরো শ’ ভেক।
রসালো কথনে বলে মাজা পড়া দাদু
কেন প্রেমে যৌবনে খেয়েছিল ছ্যাঁকা,
গহনে কালিমা নিয়ে নিশি জাগা চাঁদু
করে না স্মরণে তা সে ক্ষণকালও ন্যাকা।
প্রতিটি চলনে জাগে দ্বিজাতির সাড়া
তাইতো প্রবাহ থাকে সদা অবিরত,
না ভাঙলে দিবা-নিশি জলধির কারা
দিতো কি জোয়ার ভাটা মুছে তার ক্ষত!
যদি না কালিমা হয় মননের ধন,
কি করে জাগে গো সেথা জীবনের রণ!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৩টি মন্তব্য
বন্যা লিপি
বাপরে বাপ!! আপনি তো মহা কবি!! মাইকেল মধুসূদনের কথা মনে পড়ে গেলো এ কবিতা পড়ে।
সনেটে আপনি রম্য ভর করে দারুন এক চিত্র ফুটিয়ে তুলেছেন। কিছু ব্যাপার থাকে…. বুঝেছি” কিন্তু ব্যাখ্যাকারে বুঝিয়ে বলা সম্ভব হচ্ছে না, ঠিক এমনটাই হলো আমার এখন।যেটুকু বুঝেছি, তাও বলে মন্তব্য করতে ইচ্ছে হচ্ছে না।
শুভ কামনা আপনার জন্য।
আপনি অনেক দূর যাবেন।
কলম চলুক আপন গতিতে।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
ছন্দের কঠিন কারুকাজ,
বেশ শ্রম দিয়েছেন, চৌদ্দ অক্ষর রাখতে গিয়ে।
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
ধন্যবাদান্তে শুভ কামনা রাখলাম নিরন্তর।
আরজু মুক্তা
মেধা মননে বড় না হলে জীবনে বড় হয়ে কি লাভ? সব কিছু পেয়েও ভাবে কিছু নাই। এদের আসলে আত্মতৃপ্তি নাই।
দারুন সনেট।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
সনেট মহা কঠিন কাজ।ভাবের সাথে মিল রেখে সনেট লেখা। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল চিরন্তন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার — যদি না কালিমা হয় মননের ধন,
কি করে জাগে গো সেথা জীবনের রণ!!
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইল ।
সুপর্ণা ফাল্গুনী
কঠিন শব্দের কারুকার্য মন্ডিত সনেট পড়লাম। কিভাবে লিখেন এতো সুন্দর করে? মেধা মননে সমৃদ্ধ হোক মানুষের অন্তর তবেই না সৌন্দর্যের লীলাভূমি তৈরি হবে ভুবন জুড়ে। অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা রইল আপনার চমৎকার সনেটের জন্য।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর কৃতজ্ঞতা রইল।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।