৩০ সেপ্টেম্বর ২০১৪
আরবি হরফে লেখা বলেই ‘ কি করিলে কি হয় ? ‘ ,
‘ গুপ্ত কেশ নাশক ক্রীম ‘এর বিজ্ঞাপন মুলক লেখা রাস্তায় পরে থাকা কাগজকে অতি ভক্তিতে গদগদ হয়ে চুমু খেয়ে কাগজকে যত্ন করে রাখার মত ভক্তি আমার নেই।
অনেকের থাকতে পারে, যাঁদের আছে তাঁরা তাঁদের ভক্তি নিয়ে থাকুন।
আমি বাংলায় গান গাই।

ছাগলের মস্তিস্ক দিয়ে যে সব ছানুষ পরিচালিত হয়, তাদের কাছে এই লেখা মনে হবে পবিত্র কুরআন শরীফের অবমাননা।

#ছানুষ বাছাই প্রকল্পের তথ্য কেন্দ্র হতে প্রকাশিত বুলেটিন।

৪ অক্টোবর ২০১৪
ইসলাম আর নুরুল ইসলাম এক নয়। তেমনি ইসলাম এবং জামায়াত ইসলাম এক নয়।
নুরুল ইসলামে এবং জামায়াত ইসলামের সমালোচনাকে অনেকেই ইসলামের সমালোচনা ভেবে বসে।
এরাই আসল #ছানুষ

৪ অক্টোবর ৩০১৩
দাতের মধ্যে রোজ খনন করে ডেন্টিস্ট কি পায় বুঝিনা । আরো ১৫ দিন খনন কাজ চলবে। ডেন্টিস্ট কি দাতের মধ্যে কোন প্রত্নতাত্তিক নিদর্শন পাইছে

৪ অক্টোবর ২০১৫
টয়লেট থেকে বেড় হতেই পড়লাম ৫ বছরের পাকনা বুড়ি ইশরার খপ্পরে।
বুড়ি – বাথরুম হতে বেড় হয়ে সাবান দিয়ে হাত দুতে হয় জানো তুমি?
আমি – না তো ,জানিনা
বুড়ি – তোমাকে কেউ কিচ্ছু শিখায় নি?
আমি – না ,কিছুই শিখায়নি।
বুড়ি – ঐ যে বেসিনের পাশে সাবান।ভালো ভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলো।
আমি – আচ্ছা আচ্ছা , এই যে ধুয়ে ফেললাম।
বুড়ি –   এরপরে ভুলে যেও না আর।
আমি – না না ভুলবো না, সবাইকে জানিয়ে দেব এই কথা।
বুড়ি – আচ্ছা  

কি যে দিনকাল আইলো,আজকাল সবাই আমারে শুধু শিখায়

৪ অক্টোবর ২০১৪
চলে গেলেন দুর্গা মা। ফিরবেন আবার এক বছর পরে।
ভালো থাকুন আগামী এক বছর মা, আপনি এবং আপনার অনুসারীগন।এবারেও সব পুজা মণ্ডপ ঘুরে দেখেছি, স্মৃতিতে ডুবে গিয়েছি স্কুল জীবনের বন্ধুদের সাথে।
স্কুল জীবনে আরতিতে নেচেছিও। সেই ঢোলের বাজনা ‘ ঢুম ঢুমাঢুম নাক্কা নাক্কা ‘ – এখনো যেন বহুদুর থেকে কানে ভেসে আসে। হিন্দু মুসলমান সবাই প্রসেসনে নেমেছি। আমাদের এলাকার মণ্ডপ, প্রতিমা, বাদ্য, লাইটিং, আরতি,প্রেসেসন যেন অন্যদের তুলনায় সেরা হয়, তার চেষ্টা করেছি সবাই। প্রসেসনের দিন মারামারিও করেছি, অন্য প্রসেশনের সাথে। জিততেই হবে সবকিছুতে।
পুজার প্রাসাদ যেন অমৃত ছিলো। পেট ভরে খেতাম ।

আবার ঈদে সবাই উৎসাহ নিয়ে হিন্দু মুসলমান বন্ধুরা মিলে রিক্সায় হই হল্লা করতাম। বিভিন্ন মুসলিম বন্ধুদের বাসায় যেতাম, পোলায় গোস্ত ফির্নি জর্দা খেতাম।

ঈদ এবং পুজা সার্বজনীন। পুজায় আনন্দ করায় যেমন আমার মুসলমানিত্ব চলে যায়নি, তেমনি ঈদে আনন্দ করায় কারো হিন্দুত্ব চলে যায়নি। আমাদের ধর্মীয় অনুভুতি, বিশ্বাস কচু পাতার পানি না, সামান্য টোকায় তা পরে যাবে।

Image may contain: 1 person
৬৩১জন ৬৩১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ