
সামনে খেলে এক সমুদ্র জল
আর সৈকতে তৃষ্ণার্ত !
ঢেউয়ের বুকে ভাসমান নাবিক
ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত ।
মরুদ্যানে লুটিয়ে মুসাফির
দুই ঢোক জলের তৃষ্ণায়,
ডুবে মরে কেউ সাগর জলে
ক’ফোটা বর্ষনের অপেক্ষায় ।
চামড়ার থলে বাতাসে উড়ে
ফুড়াইলে অমৃত জীবনের,
সাহারায় দিকভ্রান্ত পথিক
অপেক্ষায় ক’ফোটা বর্ষনের ॥
–
৩০/১০/২০১৯
ছবি- নেট
২৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
জলে থেকেও তৃষ্ণার্ত
স্থলে থেকেও তৃষ্ণার্ত
তৃষ্ণা নিবারণের চেষ্টায় উদ্ভ্রান্ত পথিক সমুদ্র থেকে মরুদ্যানে ছুটতে ছুটতে ক্লান্ত শ্রান্ত ।
এস.জেড বাবু
ভাবলেই কেমন যেন লাগে আপু-
কয়েকশত অভিবাসী নিয়ে তীরে এলো জাহাজ, পরিচয় মিলেছে এমন দশ জনের মধ্যে একজন মাত্র জীবিত বাঙ্গালী। ওর সাথে তিন মিনিটের মতো কথা বলার সুযোগ হয়েছিলো। শুনেছিলাম জলের বুকে ভাসমান মানুষ কি করে তৃষ্ণায় মরে। (তখন লিবিয়ায় যুদ্ধ চলছে)
সে রাতে বাসায় খাবার খেতে পারিনি। শুধু কান্না পাচ্ছিলো।
জিসান শা ইকরাম
কোথাও তৃষ্ণা নিবারনের জল নেই,
থাকেও না,
এস.জেড বাবু
থাকেও না-
সত্যি তাই- থাকেও না।
শুভেচ্ছা ভাইজান
সঞ্জয় মালাকার
সাহারায় দিকভ্রান্ত পথিক
অপেক্ষায় ক’ফোটা বর্ষনের ॥
চমৎকার অনুভূতি বেশ ভালো লাগলো,।
এস.জেড বাবু
অশেষ কৃতজ্ঞতা ও অফুরান শুভেচ্ছা ভাই
নাজমুল হুদা
এ কেমন তৃষ্ণার্ত
জলে মিঠে না পিপাসা
এস.জেড বাবু
এ কেমন জল
যে জলে পিপাসা মেটে না ?
শুভেচ্ছা ভাই
ছাইরাছ হেলাল
আহারে জলের বড়ই অভাব!
এস.জেড বাবু
হ ভাই
মিঠা জলের অভাব
শুভেচ্ছা প্রিয় লিখক
তৌহিদ
সবার সব ইচ্ছে সবসময় পূর্ণ হয়না। সব তৃষ্ণার্তের পিপাসা মেটেনা, সব বেদুইন পথের দেখা পায়না। তবু এগিয়ে যেতে হয় আমাদের।
লেখা ভালো লেগেছে বাবু ভাই।
এস.জেড বাবু
তবুও এগিয়ে যেতে হয় আমাদের।
জ্বী ভাই।
শুভেচ্ছা রইলো ভাইজান।
কামাল উদ্দিন
সামনে খেলে এক সমুদ্র জল
আর সৈকতে তৃষ্ণার্ত !
ঢেউয়ের বুকে ভাসমান নাবিক
ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত ।
……………সত্যিই ভাবনার বিষয়, সৃষ্টিকর্তার কোন খেলা কি কারণে, কবিতায় ভালোলাগা।
এস.জেড বাবু
সৃষ্টির খেলা সৃষ্টিকর্তাই খেলেন। এবং নিশ্চই তিনি সব ভালো জানেন।
শুকরীয়া ভাইজান,
শুভেচ্ছা রইলো।
কামাল উদ্দিন
[ছবি মুছে ফেলা হয়েছে]
এস.জেড বাবু
শুভেচ্ছা প্রিয় ভাই
ফুলটা অনেক সুন্দর, যেন দখিনা বাতাসে নড়ছে। আর একটা ধন্যবাদ।
আরজু মুক্তা
water water everywhere but not a drop to drink! কোলরিজের কথা মনে হলো।
এস.জেড বাবু
অথৈ জলের বুকে > জল নেই
শুকরীয়া আপু
আন্তরিক শুভেচ্ছা
মনির হোসেন মমি
সমুদ্রের জলতো লবনাক্ত। পাবে কোথায় সে জলে যে জলে আত্মা তৃপ্ত হয়ে। চমৎকার।
এস.জেড বাবু
যদি সৃষ্টি গর্জে উঠে বিজলি আর বর্ষনে-
সাগর আর সাহারায় তৃষ্ণার্তের জীবন যেন ক’ফোটা বৃষ্টি তে
ধন্যবাদ মমি ভাই।
আপনার মঙ্গল কামনায়।
মনির হোসেন মমি
হুম চরম জবাব।ধন্যবাদ।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা ভাইজান।
রেহানা বীথি
বড় অসহনীয় এ অবস্থা। ভাবতেই অবাক লাগে।
খুব সুন্দর লিখেছেন।
এস.জেড বাবু
অশেষ কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আপু
সাখিয়ারা আক্তার তন্নী
ঢেউয়ের বুকে ভাসমান নাবিক
ক্লান্ত, পরিশ্রান্ত, আর পিপাসার্ত ।
জটিল সমীকরণ, খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে।।
শুভ কামনা রইলো
এস.জেড বাবু
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু।