চোখ বুজে থাকার উপায় নেই
প্রেস, মিডিয়া, সমাজ- সচেতন
চায়ের কাপে রাজনৈতিক বুদবুদ, গন্ধ, ধোঁয়া
কি আর করা
অভিনয় টুকু ঠিকই রপ্ত করেছি
পাছে ল্যাং খেয়ে পড়তে না হয় আবার
নীতি এখন মন ভোলানো বাণী মন্ত্র
ঘুম পাড়ানিয়া গান
নিষ্কলঙ্ক জরির পোশাক
আধিপত্যের মোরগ লড়াই
বুঝি না রাজনীতি যদি মানুষনীতি হতো
কী এমন ক্ষতি ছিলো তাদের
৬টি মন্তব্য
মশাই
বুঝি না রাজনীতি যদি মানুষনীতি হতো
কী এমন ক্ষতি ছিলো তাদের (y)
দারুন বলেছেন ভাই রাজনীতির নাম শুনলে ১০০ হাত দুরে থাকি
খসড়া
সুন্দর কবিতা।
রিমি রুম্মান
শেষ লাইন দুটি বেশি সুন্দর…
জিসান শা ইকরাম
রাজারা মানুষ নয়
তাই রাজনীতি মানুষ নীতি নয়
যদিও নীতির রাজা হবার কথা ছিল রাজনীতি
কিন্তু তা হয়ে গিয়েছে রাজার নীতি ।
শুন্য শুন্যালয়
খুব ভালো লিখেছেন.
তারা রাজনীতি করে বলেই মানুষ থেকে দূরে. বড়ই যন্ত্রনাদায়ক এই জরির পোশাক.
আজিম
রাজনীতি মানুষনীতি হলে কী হোত, তা সবাই আমরা জানি । রাজনীতিকে মানুষনীতি করার চিন্তা-ভাবনা করা দরকার আমাদের আসলে ।
সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ।