জরির পোশাক

সাদিক মোহাম্মদ ২৯ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ১০:৫১:২৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

চোখ বুজে থাকার উপায় নেই
প্রেস, মিডিয়া, সমাজ- সচেতন
চায়ের কাপে রাজনৈতিক বুদবুদ, গন্ধ, ধোঁয়া

কি আর করা
অভিনয় টুকু ঠিকই রপ্ত করেছি
পাছে ল্যাং খেয়ে পড়তে না হয় আবার
নীতি এখন মন ভোলানো বাণী মন্ত্র
ঘুম পাড়ানিয়া গান
নিষ্কলঙ্ক জরির পোশাক
আধিপত্যের মোরগ লড়াই

বুঝি না রাজনীতি যদি মানুষনীতি হতো
কী এমন ক্ষতি ছিলো তাদের

৭৯৩জন ৭৯৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ