
আজ বাংলা নববর্ষের প্রথম দিন । ১৪২৬ সাল বিদায় নিয়েছে, এসেছে ১৪২৭ সাল। এবারের নববর্ষটা এসেছে বাঙালির দ্বারে অন্যরকম হয়ে। প্রতিবছর যে আনন্দ-উল্লাস , জাঁকজমক নিয়ে নববর্ষের আগমন ঘটে এবার তার ঠিক উল্টোটা ঘটলো। নেই নতুন ফ্যাশন, নতুন সাজসজ্জা, পান্তা -ইলিশের অযাচিত পসরা, মঙ্গল শোভাযাত্রা। যে পান্তা- ইলিশ তথাকথিত ফ্যাশনে পরিণত হয়েছে আজকের নববর্ষে সেটা কিন্তু কয়েক বছর আগেও আমরা ভাবতে পারিনি বা চোখে দেখিনি। অবশ্য আজকাল সবকিছুতেই ফ্যাশন নিয়ে এসেছে কিছু ফ্যাশন হাউস। আমি মনে করি তাদের বৈচিত্র্যময় উদ্যোগ, দেশীয় পোশাককে দেশের সবার কাছে সমাদৃত করার এই প্রতিযোগিতার ফল হচ্ছে এই পান্তা-ইলিশ, জমজমাট পোশাক শিল্প। এই নববর্ষ কে টার্গেট করে এদেশের প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা পর্যন্ত অত্যধিক মুনাফা লাভের প্রতিযোগিতায় নামে। যার দরুন ঈদের মতো বাংলা নববর্ষ হয়ে উঠেছে ব্যবসায়ীদের আরেকটি নতুন মুনাফা বানিজ্য। তাইতো গত কয়েক বছর ইলিশের দাম এই বাংলা নববর্ষ উপলক্ষ্যে কয়েক গুণ বেড়ে যায়। আর এই তথাকথিত ফ্যাশনের যাঁতাকলে পড়ে নিম্ন আয়ের বা মধ্যবিত্তদের মধ্যে চলে আক্ষেপের হাহাকার।
দেশে এখন ঘরে ঘরে দু’চারজন আয় করা লোক আছে, তার উপর বর্তমান সরকার সরকারি চাকুরীজীবিদের বেতন বাড়িয়ে দিয়ে, বৈশাখী ভাতা চালু করে আগুনে ঘি ঢালার মতোই সবকিছু হাতের নাগালের বাইরে নিয়ে গেছে, চাহিদার পরিমাণটা উচ্চাভিলাসী পর্যায়ে নিয়ে গেছে। তাই সাধারণ মানুষের জন্য সবকিছুতেই নাভিশ্বাস উঠে গেছে। যেহেতু পান্তা-ইলিশ, বৈশাখী পোশাক এসব এখন ট্রেন্ড তাই নিম্নবিত্ত মানুষেরা ও এখন এসবের জন্য আক্ষেপ করে। তো এইসব ফ্যাশনকে পূর্ণতা দিতে গিয়ে, সংস্কৃতির ধারক হতে গিয়ে কমবেশি সবার পকেটই ফাঁকা হয়ে যায় । এবার করোনা আমাদের এসব অপসংস্কৃতি রক্ষা করা থেকে মুক্তি দিয়েছে। ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হয়েছে। আজ সবাই গৃহবন্দী তাই ফ্যাশন দেখাতে ব্যর্থ হয়েছে। তাই আমার বক্তব্য হলো- যেহেতু এসব তথাকথিত ফ্যাশন এবার করা যায়নি সেক্ষেত্রে হাজার হাজার টাকা কমবেশী সবারই বেঁচে গেছে তাহলে আমরা কি পারি না সেই টাকাগুলো দিয়ে গরীবের মুখে অন্ন তুলে দিতে, তাদের পাশে দাঁড়াতে ? সামনে আসছে রোজা, ঈদ – এইসময় চাইলেই আমরা এতো টুকু মানবতা দেখাতে পারি। আমরা এখন কঠিন সময় পার করছি, সরকারের একার পক্ষে বা কিছু বিত্তশালীদের দিয়ে এই সংকট কাটানো সম্ভব হবে না। তার উপর সরকারের দেয়া ত্রাণ চুরির ঘটনায় এটাই প্রমাণিত হয় এসব গরীবরা কতটা কষ্টে দিনাতিপাত করছে খেয়ে না-খেয়ে। এবারের বাংলা নববর্ষ হোক মানবতার, জয় হোক বাঙালির প্রাণের উৎসবের। শুভ নববর্ষ ১৪২৭।
৩৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সহমত দিদি। সুন্দর একটি ঝকঝকে লেখা মনটাই ভাল হয়ে গেল। এটাই সুযোগ মানুষের পাশে দাঁড়ানো।
ভাল থাকবেন। শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। প্রথম মন্তব্য করার জন্য আবারো ধন্যবাদ। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো প্রকাশ দিদি।
সহমত জ্ঞাপন করছি।
মানুষের পাশে দাঁড়ানো সময় এখনি।
এবারের বাংলা নববর্ষ হোক মানবতার, জয় হোক বাঙালির প্রাণের উৎসবের।
শুভ নববর্ষ ১৪২৭।
শতশত শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো ভালো লেগেছে জেনে, সহমত পোষণ করায় । অসংখ্য ধন্যবাদ দাদা। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
বাংলা নববর্ষের সাথে পান্তা ইলিশের কখনো সম্পর্ক ছিল না,
এটি একটি চাপিয়ে দেয়া ট্রেন্ড।
বেঁচে যাওয়া টাকা গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার চিন্তা ভালো লেগেছে।
অনেক ভালো একটি পোস্ট দিলে ছোটদি।
নববর্ষের শুভেচ্ছা জেনো।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
এ জাতীয় লেখা প্রথম লিখলেন। অনেক অনেক সুন্দর।
এই ভয়াবহ ক্রান্তি কালে আমরা যেন সবাই মানবিক হই/থাকি একামনা-ই করি।
শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভালো লেগেছে জেনে। সার্থক হলো আমার চেষ্টা। ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা।
বন্যা লিপি
যথাযথ পোস্ট দিলেন দিদি।প্রকৃতি ফেরত দ্যায় প্রকৃতির ঋৃন। আজ যেন এ কথাটাই বারবার মনে হচ্ছিলো। অতিরিক্ত কোনোকিছুই প্রকৃতি সহ্য করে না। মানবতার জয় হোক।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সহমত আপু । প্রকৃতি সব উসুল করে নিচ্ছে তবে গরীব সারাজীবন ই কষ্ট পেয়ে গেল। এমন বিপর্যয়ে ও কিভাবে গরীবের ত্রাণ চুরি করে! অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
তৌহিদ
জয় হোক মানবতার। আইডিয়া আমার পছন্দ হয়েছে। বৈশাখে যে খরচ বেঁচে গিয়েছে সেটা দান করার মানসিকতা তৈরী হোক সকলের মাঝে।
সুন্দর অনুভাবী লেখার জন্য ধন্যবাদ দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এমনটা হলে সত্যিই খুব ভালো হতো। পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
তথাকথিত ফ্যাশনের যাঁতাকলে পড়ে নিম্ন আয়ের বা মধ্যবিত্তদের মধ্যে চলে আক্ষেপের হাহাকার।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময়। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
আমাদের দেশ এখন বিপর্যয়ের মধ্যে। যেকোনো উৎসব সুন্দর হয় সম্মিলিত আনন্দের সাথে। যথা সম্ভব সবারই উচিত এই সময়ে একে অপরকে সাহায্য করা।
মানবতার জয় হোক মানুষের চেষ্টায়, কল্যান কামনায়।
শুভ নববর্ষ 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। মানবতার জয় হোক এই হোক এ সময়ের একমাত্র চাওয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো 🌹🌹। শুভ সকাল
ফয়জুল মহী
অনন্য অপূর্ব ♥️♥️
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়। 😍😍। শুভ সকাল শুভ হোক
সুরাইয়া পারভীন
সত্যিই অসাধারণ লিখেছেন।
এই তো যথার্থ সময় মানুষের পাশে দাঁড়ানোর
মানুষ মানুষের জন্য কথাটা প্রমাণ করার দিন এসে গেছে।
জয় হোক মানবতার।
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। জয় হোক মানবতার নববর্ষের এই হোক কামনা। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ইসিয়াক
মানুষ মানুষের জন্য,জয় হোক মানবতার।
ভালো লাগলো ।
শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
রেহানা বীথি
অত্যন্ত মানবিক আহ্বান। ঈদ, কিংবা বৈশাখ-ই শুধু নয়, বিভিন্ন জাতীয় দিবসগুলোও যেন হয়ে উঠেছে ফ্যাশনের মহড়া। বৈশাখে পান্তা-ইলিশ যেন মরার ওপর খাঁড়ার ঘা। নববর্ষ আমরা পালন করবো না কেন, করবো। তাই বলে এত বাহুল্য আয়োজনে কেন? কত অর্থের যে অপচয় হয় তার হিসেব নেই। এই অর্থ দিয়ে নিশ্চিন্তে হাসি ফোটানো যায় অভাবী কারও মুখে।
চমৎকার পোস্টটির জন্য ভালোবাসা দিলাম আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। সহমত। খুব সুন্দর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ ও ভালোবাসা আপনার জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ইঞ্জা
এবারের বাংলা নববর্ষ হোক মানবতার, জয় হোক বাঙালির প্রাণের উৎসবের। শুভ নববর্ষ ১৪২৭।
সত্যই বলেছেন আপু, মানবতার জয় হোক।
ধন্যবাদ আপু, খুব সুন্দর পোস্ট দিলেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনার প্রাপ্য ভাইয়া। সার্থক হলো লেখাটা আমার ‘ভালো লেগেছে জেনে’। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
ইঞ্জা
শুভ দুপুর আপু, সাথে শুভেচ্ছা অহর্নিশ।
কামাল উদ্দিন
দারুণ বলেছেন আপু, আমরা সেই সেই বিলাস ব্যসনের টাকাগুলো এবার নিরিহ মানুষের অন্ন বস্রের কাজে লাগুক।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সাথে থাকার জন্য ও ধন্যবাদ। শুভ কামনা রইলো
হালিম নজরুল
পড়তে দেরী হওয়ায় দুঃখিত।
মানুষ মানুষের জন্য।
সুপর্ণা ফাল্গুনী
আরে কি বলেন ভাইয়া! পড়েছেন এতেই খুশি। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
জাকিয়া জেসমিন যূথী
অপসংস্কৃতিমুছে যাবে। বাহুল্যবর্জিত হবে সমাজ। এই আশায় সোনালী সুন্দর নতুন বৈশাখের জন্য বেঁচে থাকতে চাই।
তথ্যবহুল চলমান অবস্থার ভালোবক্তব্যতুলে ধরেছো। ধন্যবাদ তোমাকে। ভালো থেকো।
সুপর্ণা ফাল্গুনী
তোমাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। সব যেন ঠিক হয়ে যায় এই কামনায় ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সকাল