
মাহবুবুল আলম
যতবারই শরীরের জন্মদাগটি চোখে পড়ে
ততবারই তোমার মুখটি চোখে ভেসে ওঠে
আর কেমন এক গভীরতম বেদনায় ছেয়ে
যায় হৃদয়ের অলিন্দ, এর নিগূঢ অন্তঃপুর
চারিদিকে খুঁজে ফিরি কোথাও তুমি নেই।
একটি ভ্রুণকে উদরে ধারণ করে, শরীরের
রক্ত পানি করে, তিলে তিলে বড় করেছো
আমারই নশ্বর শরীর, অার এ সুঠাম দেহে
সগৌরবে একদিন নিবিড় যতনে প্রাণ প্রতিষ্ঠা
করেছো গো মা; এভাবে সাড়ে নয় মাস বা
তারও কিছু বেশি দিন পর, কোনো এক
শুভক্ষণে উপহার দিয়েছো অামায়,পৃথিবীর
আলো, রং রূপ ছবি যাবতীয় অলঙ্কার।
এরপর নিজের শরীর নিংড়ে করিয়েছো
অমৃতদুগ্ধপান, নানান অসুখে-বিসুখে
জড়া-ব্যধি, আতান্তর নানাবিধ সংকটে
আগলে রেখেছো অামায় বুকের পাঁজরে
এমনিভাবে শৈশব, কৈশোর যৌবনের
প্রতিটি অধ্যায়ে থেকেছো তুমি ছায়া হয়ে
নিজের পেট খালি রেখে ভরিয়েছো আমার
পেট, সাধ আহ্লাদের দিয়েছো আত্মাহুতি।
কিন্তু একদিন তুমি চলে গেলে কোনো
এক অচেনা নগরে, সাথে সাথে আমাদের
বাড়িতে নেমে এলো যুদ্ধবিরতির মতো
এক ভয়ানক স্তব্দতা, নেমে এলো আরণ্যিক রাত;
এরপর থেকে তোমার কথা মনে হলেই জামার
আস্তিন উল্টিয়ে দেখি অামার জন্মদাগ তাকে
ছূয়েই তোমার ছোঁয়া পেতে চাই, কিন্তু কোথাও
পাইনা তোমায়, শুধুই জন্মদাগের মাঝে
বিমূর্ত এক স্মৃতি হয়ে আছো কেবল, তাই
তোমার কথা মনে হলেই বার বার জন্মদাগটি
দেখে দেখে তোমায় ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করি।
২৭ ডিসেম্বর ২০১৯
১৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“তোমার কথা মনে হলেই বার বার জন্মদাগটি
দেখে দেখে তোমায় ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করি।“
এক কথায় অসাধারন !
ভালো লাগলো । শুভ কামনা
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
ইসিয়াক
খুবই সুন্দর।
মাহবুবুল আলম
ধন্যবাদ!
ছাইরাছ হেলাল
স্মৃতি কাতরতা ফিরে আসে এমন লেখা পড়ে।
মাকে মনে পড়ে।
মাহবুবুল আলম
ছাইরাছ হেলাল ভাই!
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন!
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর কথামালা
মাহবুবুল আলম
অনেক ধন্যবাদ!
সুপর্ণা ফাল্গুনী
জন্মদাগের সাথে মায়ের নিবিড় সম্পর্ক, অস্তিত্ব নিয়ে লেখা কবিতা খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
কবিতাটি ভাল লেগেছে জেনে খুশি হলাম! ধন্যবাদ!
মনির হোসেন মমি
বেশ আবেগময় কবিতা।জন্মদাগ সত্যিই এটা একটা স্মৃতিচিহ্ন।
মাহবুবুল আলম
মনির হোসেন মমি ভাই।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন!
তৌহিদ
লেখা পড়ে আবেগী হয়ে উঠলাম ভাই। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক এটাই প্রার্থনা।
ভালো থাকবেন।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই! অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। আপনিও ভাল থাকবেন!
সুরাইয়া পারভীন
যার মা নেই সে স্মৃতি হাতড়ে খোঁজে তাঁরে
আর যার আছে সে মূল্যায়নই করে না।এটাই বাস্তবতা
চমৎকার উপস্থাপন
মাহবুবুল আলম
অনেক ধন্যবাদ আপনাকে।